Posts

Showing posts from March 10, 2020

তাপমাত্রা আরো বাড়তে পারে

Image
আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত আগামী ৭২ ঘণ্টায় দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। ইত্তেফাক/জেডএইচডি

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা

Image
হাইকোর্ট। ফাইল ছবি রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বাধ্যতামূলক ঘোষণা করলো হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন এ ঘোষণা দেন। রায়ে আদালত বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বলতে ও দিতে হবে। আদালত আরো বলেন, সামনে ১৬ ডিসেম্বর আছে বা পরবর্তী সময়ে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু ও শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। ঐ বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রিটের ওপর রুল জারি করে। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চলতি বছর ঐ রুলের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার পক্ষে তাদের মত তুলে ধরেন। ইত্তেফাক/এ...

সিলেটে অপরাধীদের বিপদ ‘সিসি ক্যামেরা’

Image
সিলেট শহরে অপরাধ করে রেহাই পাচ্ছে না অপরাধীরা। অপরাধের ২০ মিনিটের মাথায়ও ধরা পড়েছে অপরাধী। আর এটি সম্ভব হচ্ছে প্রযুক্তির সহায়তায়।  সিলেটে বিগত কয়েকদিনে যেসব ছোটবড় অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তাদের প্রায় সবকটি সম্ভব হয়েছে সিসি ক্যামেরা দেখে সনাক্তের মাধ্যমেই। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে ডাকাত, ছিনতাইকারী থেকে শুরু করে মাদক কারবারী পর্যন্ত। বাদ যায়নি ছোটখাটো চোরও। সর্বশেষ শহরতলীর খাদিমপাড়ায় একটি বাসার তালা ভেঙ্গে স্বর্ণ চুরির ঘটনায় গত শুক্রবার ঘটনার সাথে জড়িত দুই চোরকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আশপাশের বেশ কয়েকটি ক্যামেরা দেখে চোরদের সনাক্ত করে অভিযানে নামে তারা। ঘটনার ৩ দিনের মাথায় চুরির সাথে জড়িত দুই চোরকে আটক করতে করতে সক্ষম হয় পুলিশ। ২৩ ফেব্রুয়ারি: ওই দিন রাতে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতা ছিল নগরবাসীর চোখে পড়ার মত। নয়াসড়ক এলাকায় রায়হান মিয়া নামের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেটকার ছিনতাই হয়। কোতোয়ালী থানা পুলিশ খবর পেয়ে সাথে সাথে নামে এ্যাকশনে। প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিটের ম...

৫ বছর ধরে সবচেয়ে বেশি অস্ত্র কিনছে সৌদি আরব

Image
গত পাঁচ বছর ধরে সৌদি আরব বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি অস্ত্র আমদানি করছে। এসব অস্ত্রের বেশিরভাগই আমেরিকা থেকে আমদানি করেছে রিয়াদ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে সৌদি আরব অস্ত্র আমদানির পরিমাণ শতকরা ১৩০ ভাগ বাড়িয়েছে। সিপ্রি’র রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা ১২ ভাগ একা সৌদি আরব কিনেছে। স্টকহোমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্ত্র আমদানির পরিমাণ শতকরা ৬১ ভাগ বাড়িয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে সারা বিশ্বের মোট অস্ত্রের শতকরা ৩৫ ভাগ কিনেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী ইয়েমেনে আগ্রাসন চালানো সত্ত্বেও আমেরিকা এবং ব্রিটেনের মতো প্রধান অস্ত্র রফতানিকারক দেশগুলো সৌদি আরবে অস্ত্র রফতানি অব্যাহত রেখেছে। এতে আরো বলা হয়েছে, সৌদি আরব শতকরা ৭৩ ভাগ অস্ত্র আমেরিকা থেকে এবং শতকরা ১৩ ভাগ ব্রিটেন থেকে আমদানি করেছে। স...

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

Image
তালেবানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ১৩৫ দিনে প্রায় সাড়ে তিন হাজার সেনা প্রত্যাহার করবে দেশটি। খবর আল-জাজিরার। এই বিষয়ে আফগানিস্তানের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট একটি বিবৃতিতে বলেন, শর্ত অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দিদের মুক্তি দিতে চাইছে না। তবে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা কোনও বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে কোনও চুক্তি করেনি।  শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই নির্দেশ দিয়েছেন।...

ইরাকে ২ মার্কিন সেনা নিহত

Image
ফাইল ছবি ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। ওই বিবৃতিতে বলা হয়, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক অভিযান চালানোর সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। উত্তর-মধ্যাঞ্চলীয় ইরাকের পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের একটি ঘাঁটির বিরুদ্ধে অভিযান চলাকালে এ দুই সেনা নিহত হয়। রবিবার চালানো এ অভিযানের নাম অপারেশন ইনহেরেন্ট রিজলভ বা ওআইআর হিসেবে উল্লেখ করা হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। বিডি প্রতিদিন/কালাম

প্রথমবারের মতো করোনার উৎসস্থল উহান গেলেন চীনা প্রেসিডেন্ট

Image
কভিড-১৯ নামের করোনাভাইরাস প্রথম ছড়ায় চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। করোনাভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেও উহান সফর করেননি চীনের প্রেসিডেন্ট। নাটকীয়ভাবে ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার উহানে গেছেন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।  গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। যা চলতি বছরের জানুয়ারি মাসে মহামারী আকার ধারণ করে। এরপর উহানকে পুরো চীন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। আজ মঙ্গলবার বিমানে করে উহান সফরে যান শি জিনপিং। এসময় তাকে মাস্ক পরে থাকতে দেখা গেছে। উহান সফরে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি দেখবেন শি। পাশাপাশি তিনি করোনার বিরুদ্ধে লড়াইরত মেডিক্যাল কর্মী, সামরিক কর্মকর্তা, পুলিশ, করোনা রোগী ও উহানের বাসিন্দাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া বিডি প্রতিদিন/ফারজানা