আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

তালেবানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, আগামী ১৩৫ দিনে প্রায় সাড়ে তিন হাজার সেনা প্রত্যাহার করবে দেশটি। খবর আল-জাজিরার।
এই বিষয়ে আফগানিস্তানের মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট একটি বিবৃতিতে বলেন, শর্ত অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দিদের মুক্তি দিতে চাইছে না। তবে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা কোনও বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে কোনও চুক্তি করেনি। 
শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা