Posts

Showing posts from August 16, 2017
Image
ম্যারাডোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন গাঙ্গুলি অনলাইন ডেস্ক ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩২ মিঃ ১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কলকাতার বারাসাতে ২ অক্টোবর ‘ম্যাচ ফর ইউনিটি’ শীর্ষক ম্যাচটি অনুষ্ঠিত হবে।   গাঙ্গুলি ছাড়াও ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই, জনপ্রিয় বাংলা অভিনেতা আবির চ্যাটার্জি এবং দুই ক্রিকেটার মনোজ তিওয়ারি ও দীপদাস গুপ্ত ম্যাচটিতে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২-৪ অক্টোবর ম্যারাডোনা কলকাতায় অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভারতের সাবেক ফুটবল গ্রেটরা এ ম্যাচে অংশ নেবেন।   ম্যারাডোনার এ সফরের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শতদ্রু দত্ত জানান, ‘ফুটবলের বাইরের তারকারা একজন একজন করে মাঠে নামবেন। হতে পারে সেটা প্রথম ৩০ মিনিটের পর। আমরা চাই প্রথমার্ধে সিরিয়াস ফুটবল খেলা হোক। ম্যারাডোনার সঙ্গে যাতে সকলের হাত মেলানো সম্ভব হয় সে ধারনা থেকেই এটা করা হচ্ছে।’।   ইত্তেফাক/সাব্বির   
Image
দলিতকে জমি ইজারা দেয়ায় নারীকে ‘একঘরে’ অনলাইন ডেস্ক ১৬ আগষ্ট, ২০১৭ ইং ২১:৪২ মিঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের এক নারী বলেছেন, কেবল দলিত সম্প্রদায়ের এক কৃষককে সমর্থন দেওয়ার কারণে তাকে সমাজে ‘একঘরে’ করে রাখা হয়েছে।    সামা ইন্ধিরা (৫০) নামে উচ্চবর্ণের (রেদি) ওই নারী জানান, তার কমিউনিটি থেকে নির্দেশ জারি করা হয়েছে, যে তার সঙ্গে কথা বলবে তাকে ৫ হাজার রুপি জরিমানা গুনতে হবে।    পুলিশ জানায়, এ অবস্থার সৃষ্টি হয়েছে কারণ সামা এক দলিত কৃষককে তার জমি ইজারা দিয়েছিল। মূলত ভারতের বিভিন্ন স্থানে এখনো বর্ণবৈষম্য রয়েছে। দেশটিতে হিন্দুদের মাঝে চারটি শ্রেণিবদ্ধ গোষ্ঠী রয়েছে। যারা এই সিস্টেমের বাইরে রয়েছে তাদের অস্পৃশ্য, পরে এর নাম দলিত হয়। সামার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জমি-জমা নিয়ে দ্বন্দ্বের কারণে সামাকে সামাজিকভাবে ‘বয়কট’ করা হয়েছে। বিবিসি   ইত্তেফাক/সাব্বির       
Image
জঙ্গি সাইফুলের সহযোগীরা ঢাকায়ই আছে’ ইত্তেফাক রিপোর্ট ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৫:১৭ মিঃ ফাইল ছবি ‘ঢাকায় ব্লকরেইড দেওয়া হচ্ছিল, তথ্য অনুসন্ধানে আমরা হোটেল ওলিও ইন্টারন্যাশনালে একজন জঙ্গির অবস্থান পাই। আমাদের যে তথ্য আছে তার সঙ্গে একাধীক লোক থাকতে পারে। তার সহযোগীরা ঢাকায় থাকতে পারে। তাদের সঙ্গে যারা আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’   আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।   তিনি বলেন, আমরা সাইফুলের বিষয়ে তদন্ত করেছি। এতে তার ও তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল এবং তার প্রিভিয়াস কি সম্পৃক্ততা ছিল তা জানা গেছে। এটা নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন। এই মুহূর্তে বড় ধরনের জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো সম্ভবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনা আমরা তদন্ত করছি।    উল্লেখ্য, গত মঙ্গলবার পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী বিস্ফোরণে খুলনার ডুমুরিয়ার সাইফুল ইসলাম নামে এক শিবির কর্মী নিহত হয়। এদ...
Image
২৭ বছর পর ইরাকের সঙ্গে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি ইত্তেফাক ডেস্ক ১৬ আগষ্ট, ২০১৭ ইং ২১:০৭ মিঃ ২৭ বছর পর ইরাকের সঙ্গে আরার সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ১৯৯০ সালের পর এর আগে কখনও এই সীমান্ত পুরোপুরি খোলা হয়নি। গত ২৭ বছরে হজ¦ যাত্রী আসা-যাওয়ার জন্য সৌদি-ইরাক সীমান্তের কেবলমাত্র একটি দরজা খুলে দেয়া হতো।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে ইরাকের আগ্রাসনের পর থেকে এই সীমান্ত আর ব্যবহার করেনি দুই দেশ। প্রসঙ্গত, ২৫ বছর পর ২০১৫ সালে সৌদি আরব বাগদাদে তাদের দূতাবাস চালু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবাইর বাগদাদ সফরে যান। সম্প্রতি আরার সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন দুই দেশের কর্মকর্তারা। জানা গেছে, ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্যের উদ্দেশ্যে সৌদি মন্ত্রিসভা সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে সোমবার এই সিদ্ধান্ত নেয়।    ইরাকের আনবার প্রদেশের গভর্নর সোহাইব আল-রাঈ বলেন, আরারে সীমান্ত খুলে দেওয়ার অনুষ্ঠানে তারা নিরাপত্তা জোরদার করেছেন। এই পদক্ষেপ...
Image
চীন-ভারত সেনা সংঘর্ষে টান টান উত্তেজনা অনলাইন ডেস্ক ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৫:১৪ মিঃ চীন-ভারত সীমান্তে হিমালয়ের বিতর্কিত ভূ-খণ্ডে উভয় দেশের সেনাদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বুধবার ভারতীয় কর্মকর্তারা একথা জানান। উভয় সীমান্তে দু’দেশের সামরিক বাহিনীর মাসব্যাপী অবস্থানের পর সংক্ষিপ্ত এ সংঘর্ষে উত্তেজনা আরো তীব্র রূপ ধারণ করেছে বলে জানা গেছে।   ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার পনগং লেকের কাছে ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে চীনের সেনারা। তিনি আরো জানান, চীনের সেনারা দু’দফা ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হয়।   নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি একটি সামান্য ঘটনা। চীনের সেনারা কিছু পাথর ছুঁড়ে মারলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরো জানান, ভারত ও চীনের সেনারা তাদের স্ব স্ব অবস্থানে ফিরে গেলে সংক্ষিপ্ত এ সংঘর্ষের অবসান হয়। এএফপি।   ইত্তেফাক/সেতু  
Image
পান্থপথে নিহত জঙ্গির শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস ইত্তেফাক রিপোর্ট ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৭:৫২ মিঃ রাজধানীর পান্থপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি সাইফুল ইসলামের শরীর থেকে প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।    বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের সময় এই ইলেকট্রনিক্স ডিভাইসটি উদ্ধার করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।     ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বোমা বিস্ফোরণে জঙ্গি সাইফুলের মৃত্যু হয়েছে। তার এক চোখ ক্ষতবিক্ষত হয়েছে। শরীর বিভিন্ন স্থান থেকে বোমার স্প্রিন্টার আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। তার কোমরের উপরের অংশে একটি প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।    উল্লেখ্য. মঙ্গলবার বঙ্গবন্ধুর বাড়ির পাশে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতি বিস্ফারণে জঙ্গি সাইফুল ইসলাম নিহত হয়।   ইত্তেফাক/ইউবি
Image
আড়াই বছর বয়সী শিশুর হাতের ৪ আঙুল কেটে দিল যুবক চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৯:১০ মিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা আড়াই বছর বয়সী এক শিশুর হাতের চারটি আঙুল কেটে দিয়েছে আশিকুর রহমান শুভ (২২) নামে এক যুবক।   মঙ্গলবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের বলহরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আয়াজ হোসেন চিওড়া ইউনিয়নের চাপিরতলা গ্রামের আনিস চৌধুরীর পুত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার সকালে বলহরা গ্রামের প্রবাসী নুরুল হক মজুমদারের বাড়ির ছাদে জমে থাকা পানি তার ছোট মেয়ে তানজিনা আক্তার পরিষ্কার করে। পরিষ্কার করার পর ছাদের পানি পাশের আমির হোসেনের উঠানে পড়ে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমির হোসেনের ছেলে আশিকুর রহমান শুভ (২২) ধারালো অস্ত্র দিয়ে শিশু আয়াজের বাম হাতের চারটি আঙুল কেটে ফেলে। এ ছাড়া আয়াজের শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরিবারের লোকজন আহত আয়াজকে প্রথমে কুমিল্লার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থ...
Image
সিম্ফনি ও আইটেলের স্মার্টফোন গ্রামীণফোনে অনলাইন ডেস্ক ১৬ আগষ্ট, ২০১৭ ইং ২১:১২ মিঃ বাংলাদেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দেয়ার লক্ষ্যে এ দেশের বাজারে কো-ব্র্যান্ডেড সিম্ফনি জি-২০ ও আইটেল আইটি-১৪০৯ নিয়ে আসতে সিম্ফনি ও আইটেলের সঙ্গে যৌথ অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন।    দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির পূর্ববর্তী কো-ব্র্যান্ডেড স্মার্টফোনের ব্যাপক সাফল্য ও জনপ্রিয়তার পর গ্রামীণফোন এর করপোরেট হাউজে বুধবার এ নতুন দুই ডিভাইসের উদ্বোধন করে।   গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকাত আলী, এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইলের বিজনেস অপারেশন ডিরেক্টর মো. মাকসুদুর রহমান এবং ট্রানসিশন বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হকের উপস্থিতিতে স্মার্টফোন দুটির উদ্বোধন করেন গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী এবং প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান। এ সময় গ্রামীণফোন, এডিসন গ্রুপ ও ট্রানসিশন বাংলাদেশের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ...
Image
বর্ষায় ভিজে এলো শরৎ আনোয়ার আলদীন ১৬ আগষ্ট, ২০১৭ ইং ১১:৪১ মিঃ   ‘আজি ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা/নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা..’ প্রকৃতিতে গতকাল এমন দৃশ্যপটের বদলে ছিল বর্ষণ মুখরতা। আজ প্রকৃতির মালিন্য মুছে দিতে মেঘের সিংহবাহনে এলো সে মধুর মুরতি নিয়ে। শরৎ এলো।  আজ ১লা ভাদ্র।   বাংলার প্রকৃতি আজ শরতের স্নিগ্ধ পরশে হবে আন্দোলিত। মেঘমুক্ত আকাশ শুভ্র শিউলির মন মাতানো ঘ্রাণ আর দিগন্ত বিস্মৃত ফসলের মাঠে ফসলের নিরন্তর ঢেউ খেলানো দোলই জানান দিচ্ছে আজ ভাদ্র মাসের সঙ্গে সঙ্গে এসেছে শরৎ। নির্মল নীলাকাশ, গুচ্ছ গুচ্ছ শুভ্র অমল ধবল মেঘের ভেলা; দূরে দুধ সাদা কাশের বনে পাগলা হাওয়ার মাতামাতি। শরতে ভুবন জুড়ে এক নতুন দৃশ্যপট রচিত হয়: গগনে গগনে শুধু অপরূপ রূপের লীলাখেলা। ‘আজি কি তোমার মধুর মুরতি/হেরিনু শারদ প্রভাতে!/হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ/ঝলিছে অমল শোভাতে...।’    বসন্তের পুষ্পছাওয়া বনতল আর দখিনা সমীরণ আকাশে-বাতাসে শিহরণ জাগানোর পর গ্রীষ্মের অগ্নিবাণে তা জ্বলে-পুড়ে বিবর্ণরূপ ধারণ করলেও বর্ষা তাতে আবার ন...

ড্রেসিং সম্পন্ন, ভালো আছে মুক্তামণি

Image
রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে গত শনিবার। আজ বুধবার সকালে ক্ষতস্থানের ভেতরটা দেখতে ড্রেসিং পরিবর্তন করেন চিকিৎসকেরা। এ জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করা হয়। পরে তার জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ জানান, এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে মুক্তামণি। তার সার্বিক অবস্থা ভালো। শনিবার অস্ত্রোপচার করে তার হাতের তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

টুইটারে বাছাই করা শাড়ি পরলেন কূটনীতিক

Image
রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো শাড়ি পরবেন তা সিদ্ধান্ত নিতে পারছিলেন না ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ম্যারি কে কার্লসন। সমস্যার সমাধানে তিনি সাহায্য নিলেন টুইটারের। সমাধান মিলল সেখানেই। প্রতিবছর দিল্লিতে স্বাধীনতার দিবসের মূল অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। পশ্চিমি পোশাকে নয়, শাড়ি পরেই সেই অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন ম্যারি কে কার্লসন। কিন্তু, কোন শাড়িটি পরবেন, তা কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শাড়ি বাছাই করতে অভিনব এক পদ্ধতি বের করেন ম্যারি। জামদানি, ধুপিয়ান, কাঞ্জিভরম না তসর কোনটি মানানসই হবে তা নিয়ে ছিলেন চিন্তিত। বিপদ কাটাতে টুইটারে চারটি শাড়ির ছবি দিয়ে মতামত জানতে চাইলেন। ভোট সবচেয়ে বেশি পড়ল কাঞ্জিভরমের পক্ষে। সে জন্য নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সবুজ ও লাল কাঞ্জিভরমই পরে গেলেন ম্যারি কে কার্লসন। শুধু তাই নয়, ভোটে জেতা শাড়ি পরে নিজের একটি ছবি টুইটারে পোস্টও করেছেন তিনি। চিরায়ত ভারতীয় নারীর সাজে মার্কিন রাষ্ট্রদূতের ছবি দেখে উচ্ছ্বসিত টুইটার ব্যবহারকারীরা। চলতি মাসের গোড়ায় টুইটারে হ্যাশট্যাগ দিয়ে জামদানি, ধুপিয়ান, কাঞ্জিভরম ও তসরের শা...

কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা

Image
প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস গতকাল মঙ্গলবার জাতিসংঘ পরিদর্শকদের কাছে অস্ত্রসহ শেষ কন্টেইনার হস্তান্তর করেন। ছবি: এএফপি। কট্টর বামপন্থী ফার্ক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। গতকাল মঙ্গলবার শেষ কন্টেইনারভর্তি অস্ত্র গলিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই গৃহযুদ্ধের অবসান হলো। প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস নিজে শেষ অস্ত্রের কন্টেইনার বন্ধ করেন। পরে তা জাতিসংঘের পরিদর্শকদের কাছে হস্তান্তর করেন। প্রেসিডেন্ট সান্তোস বলেন, ‘সংঘর্ষ সত্যিই শেষ হয়েছে। আমাদের জাতি একটি নতুন পর্যায় শুরু করতে যাচ্ছে। আমাদের জন্য এটা সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরও বলেন, ‘১৯৮ বছরের একটি প্রজাতন্ত্র আমাদের। এর আগে এমন যুদ্ধের ইতিহাস নেই কলম্বিয়ার। আজ সত্যিই এই যুদ্ধ শেষনিশ্বাস ত্যাগ করল।’ অনুষ্ঠানে ফার্ক বিদ্রোহীরা জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন তাঁরা। জ্যেষ্ঠ ফার্ক নেতা ইভান মার্কেজ গতকালের অনুষ্ঠানে বলেন, শিগগিরই তাঁরা নতুন রাজনৈতিক দল প...

পান্ডিয়ায় ওয়ার্নারের ছায়া দেখছেন গাভাস্কার!

Image
পান্ডিয়া হতে পারেন নতুন ওয়ার্নার! ছবি: এএফপি দেড় বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট পা দিয়েছেন। প্রতিভা আর সম্ভাবনায় বহু দূর যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তাই বলে এখনই ডেভিড ওয়ার্নারের সঙ্গে তুলনা! কিন্তু ক্রিকেটের কোনো কিংবদন্তি যখন এমন কিছু বলেন, তখন তো গুরুত্ব দিতেই হয়। পান্ডিয়ার মাঝে ওয়ার্নারের ছায়া দেখতে পাচ্ছেন সুনীল গাভাস্কার।  টি-টোয়েন্টি বিশ্বকাপের কদিন আগে আবির্ভাব। অভিষেকের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপে জায়গা করে নিলেন। বিশ্বকাপেও ভালো করেছেন। কিন্তু তখনো টি-টোয়েন্টি ‘বিশেষজ্ঞ’ হিসেবেই তাঁকে দেখতেন সবাই। ওয়ানডে খেলার পরও সে তকমা মোছেনি। মারকুটে ব্যাটিং আর স্লগ ওভারে কাজে লাগানো বোলিং যে সীমিত ওভারের ক্রিকেটেই যায়। কিন্তু ধীরে ধীরে বলের গতি বাড়িয়েছেন, ব্যাটিংয়েও দলের ভরসা হয়েছেন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র পান্ডিয়ার ব্যাটেই প্রতিরোধ গড়েছিল ভারত।  পারফরম্যান্সের ক্রম উন্নতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে পান্ডিয়ার অভিষেক হয়ে গেছে ক্রিকেটের অভিজাত সংস্করণে। সেখানেও সফল পান্ডিয়া। এই যে দ্রুত উত্থান, তাতে গাভাস্কার ভীষণ মুগ্ধ, ‘ম...

বাংলাদেশের বিপক্ষে হ্যান্ডসকম্ব উইকেটকিপার?

Image
বাংলাদেশ সফরে হ্যান্ডসকম্বের হাতে কিপিং গ্লাভস দেখতে চান গিলক্রিস্ট। ছবি: এএফপি চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে উইকেটকিপিং করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। এ ছাড়া শেফিল্ড শিল্ডেও উইকেটকিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে এ সুযোগই নেওয়ার পরামর্শ দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এ উইকেটকিপারের মতে, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হ্যান্ডসকম্বের হাতে কিপিং গ্লাভস তুলে দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার উইকেট সামলানোর দায়িত্ব এখন ম্যাথু ওয়েডের। তাঁর কিপিং নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ভুগছেন রানখরায়। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিডনি টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর চার বছরে ১১ টেস্ট খেলে মাত্র দুটি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, গত বছরের নভেম্বরে গিলক্রিস্টের কাছ থেকে ‘ব্যাগি গ্রিন’ টুপি পাওয়ার পর এ পর্যন্ত ৮ টেস্টে ৫৪.২৭ গড়ে দুটি সেঞ্চুরি করেছেন হ্যান্ডসকম্ব, আছে তিনটি হাফ সেঞ্চুরিও। অল্প সময়েই হয়ে গেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। চলতি সপ্তাহে ডারউইনে গা-...

তামিম যেদিন ‘চূড়া’য় উঠেছিলেন

Image
বুলাওয়ের সেই ইনিংসের পর তামিম হয়ে উঠেছেন বাংলাদেশের ব্যাটিংয়ের মূল ভরসা। ফাইল ছবি পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিতে হলে ২০০৯ সালের ১৬ আগস্ট বুলাওয়েতে বাংলাদেশকে ম্যাচটা জিততেই হতো। কিন্তু হিসাবটা কঠিন করে দিলেন চার্লস কভেন্ট্রি। টপঅর্ডার এই ব্যাটসম্যানের ১৫৬ বলে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংসে সওয়ার করে বাংলাদেশকে ৩১৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে। ৩০০-এর বেশি রান তাড়া করে জেতার অভিজ্ঞতা তখনো বাংলাদেশের হয়নি। ‘অভিজ্ঞতা হয়নি, হবে’—এ ভাবনাতেই কি সেদিন ব্যাটিং শুরু করেছিলেন তামিম ইকবাল? শুরুটা যদিও তিনি করেছিলেন ধীরলয়েই। প্রথম বাউন্ডারি পেতে লাগে ১৫ বল। প্রথম ১৪ বলে তাঁর রান ছিল ৬। ৬০ বলে ফিফটির পর ১০৫ বলে সেঞ্চুরি। ৯৯ থেকে ১০০ রানে যেতে সাত বল খেলতে হলেও সেঞ্চুরি পাওয়ার পরের ওভারেই মাসাকাদজার মাথার ওপর দিয়ে দুই ছক্কা মেরে তামিম জানিয়ে দেন কিসের জন্য অপেক্ষা করেছেন তিনি। সেঞ্চুরির পর ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০ ছুঁতে তামিমের লাগে ৩০ বল। রেমন্ড প্রাইসকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে যখন আউট হলেন, নামের পাশে ১৫৪ রান (১৩৮ বলে), যেটি বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে আজও...

আইফোন কেন এত জনপ্রিয়?

Image
বাজারে আসার দিন আইফোন কিনতে এমনই ভিড় লেগে যায়। ছবি: টেলিগ্রাফ অ্যাপল ভার্চ্যুয়াল কি-বোর্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছিল গত দশকের শুরুতে। প্রযুক্তির ভবিষ্যৎদ্রষ্টা প্রয়াত স্টিভ জবসের এ প্রতিষ্ঠানের প্রকৌশলীরা সে সময় নিজেদের ফোন নিয়ে ছিলেন মহাবিরক্ত। সেই বিরক্তি ঝাড়তে গিয়ে প্রকৌশলীদের মাথায় বুদ্ধিটা খেলে যায়—আইপ্যাডের বদলে একই সুবিধাসম্পন্ন ছোট আকৃতির একটি ফোন বানালে কেমন হয়? অ্যাপল প্রকৌশলীদের সেই ভাবনা থেকেই আইফোনের জন্ম ২০০৭ সালের ২৯ জুন। বাকিটা ইতিহাস। গত এক দশকে আইফোনের সমান জনপ্রিয়তা পায়নি আর কোনো ফোন। যেমন ধরুন, আইফোন ৬ মডেলের জন্য প্রায় ৭ কোটি পিস প্রি-অর্ডার পেয়েছিল অ্যাপল। আর কোনো প্রতিষ্ঠান তাদের ফোন বাজারে আসার আগে এতসংখ্যক আগাম ফরমাশ পায়নি। এখানেই শেষ নয়। ২০১০ সালে সিডনিতে যেদিন আইফোন বের হলো, সেদিন ভোর চারটা থেকে অ্যাপল স্টোরের সামনে লম্বা লাইন। অথচ দোকান খুলবে সকাল ১০টায়। লাইনে দাঁড়ানো সবাই সেদিন আইফোন কিনে বাড়ি ফিরতে পারেনি। তার আগেই দোকানের স্টক শেষ! পরের বছর অ্যাপলের বেশির ভাগ স্টোরে নতুন আইফোন পাওয়া যায়নি। কারণ, ফ্যাক্টরি থে...