চীন-ভারত সেনা সংঘর্ষে টান টান উত্তেজনা
অনলাইন ডেস্ক১৬ আগষ্ট, ২০১৭ ইং ১৫:১৪ মিঃ
চীন-ভারত সেনা সংঘর্ষে টান টান উত্তেজনা
চীন-ভারত সীমান্তে হিমালয়ের বিতর্কিত ভূ-খণ্ডে উভয় দেশের সেনাদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বুধবার ভারতীয় কর্মকর্তারা একথা জানান। উভয় সীমান্তে দু’দেশের সামরিক বাহিনীর মাসব্যাপী অবস্থানের পর সংক্ষিপ্ত এ সংঘর্ষে উত্তেজনা আরো তীব্র রূপ ধারণ করেছে বলে জানা গেছে।
 
ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার পনগং লেকের কাছে ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে চীনের সেনারা। তিনি আরো জানান, চীনের সেনারা দু’দফা ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হয়।
 
নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি একটি সামান্য ঘটনা। চীনের সেনারা কিছু পাথর ছুঁড়ে মারলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরো জানান, ভারত ও চীনের সেনারা তাদের স্ব স্ব অবস্থানে ফিরে গেলে সংক্ষিপ্ত এ সংঘর্ষের অবসান হয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা