Posts

Showing posts from September 21, 2020

সৌদিতে প্রথম শ্রেণি থেকে ইংরেজি শেখানোর উদ্যোগ

Image
  সৌদি আরবের প্রাইমারি স্কুলগুলোতে প্রথমবারের মতো ইংরেজি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শিশুদের পাঠ্যক্রমে আগামী শিক্ষাবর্ষ থেকে যুক্ত হচ্ছে ইংরেজি ভাষাসহ পাঁচটি কোর্স। এতে ইংরেজি ছাড়াও বিশেষ গুরুত্ব দেয়া হবে বিজ্ঞান ও গণিতকে। রবিবার সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশেইখ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিষয়টি জানান।  সৌদি শিক্ষা মন্ত্রী হামাদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাক্রমে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যাতে দেশের ভবিষ্যৎ নাগরিকরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিক মাধ্যমে প্রতিযোগিতা করতে পারে। 'উচ্চশিক্ষার জন্য সাধারণ শিক্ষা গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষায় উন্নয়ন না ঘটিয়ে কোনোভাবেই উচ্চশিক্ষায় উন্নতি ঘটানো সম্ভব নয়', বলেন তিনি।   সূত্র: আরব নিউজ  বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

করোনা; ইয়াঙ্গুনে লকডাউন জারি করল মিয়ানমার

Image
  মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের নোটিশে জারি করা নির্দেশ কার্যকর করা হয়েছে আজ সোমবার সকাল থেকে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী নভেম্বরেই মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই ইয়াঙ্গুনে লকডাউন জারি করা হলো। লকডাউনের কারণে বেশিরভাগ বেসরকারি সেক্টরের লোকজনকে বাড়িতে বসেই অফিসের কাজ করতে হবে। অপরদিকে, সরকারি কর্মচারীদের দুই সপ্তাহ অফিসে এবং দুই সপ্তাহ বাড়িতে বসে কাজ করতে হবে। এর আগেও ওই শহরে লকডাউন জারি করা হয়েছে। সে সময়ই স্কুল, কলেজসহ সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখনও সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়নি। মিয়ানমারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৫ হাজার ৫৪১। এর মধ্যে মারা গেছে ৯২ জন। বিডি প্রতিদিন/ফারজানা

বঙ্গোপসাগরে লঘুচাপ সাগরে ৩ নম্বর সতর্কতা

Image
  ফাইল ছবি বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম , কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রবিবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। আরো পড়ুন :  আদালতে অসংলগ্ন আচরণ করছেন ধর্ষণ মামলার আসামী মজনু অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ইত্তেফাক/ইউবি

উত্তেজনা প্রশমনে সেনা কমান্ড পর্যায়ে বৈঠকে চীন-ভারত

Image
  সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারত ও চীনের সেনা কমান্ডারদের মধ্যে বৈঠক চলছে। ছবি: রয়টার্স সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারত ও চীনের সেনা কমান্ডারদের মধ্যে বৈঠক চলছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লাদাখের পূর্বাঞ্চলের কাছে মোল্ডো এলাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মোল্ডো এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চীনা অংশে অবস্থিত। বৈঠকটি লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের। বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর দুজন লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবও অংশ নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা দেয়। সীমান্তে সংঘর্ষ ও গুলির ঘটনাও ঘটে। সীমান্তে গত ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘাতের আগে ও পরে দুই দেশের সেনা কমান্ডারেরা বেশ কয়েকবার বৈঠক করেন। সেনা কমান্ডার পর্যায়ে আজকে ষষ্ঠ দফায় বৈঠক হচ্ছে। নাম প্রকাশ না করা সরকারি কর্মকর্তাদের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, এই ধরনের বৈঠকে প্রথমবারের মতো ভারতের প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব থাকছেন। সূত্র জানায়, এই আলোচনা থেকে ভারত সুনির্দিষ্ট ফ...

উত্তেজনার মাঝেই লাদাখে রাফাল উড়াল ভারত, কড়া নজর চীনের ওপর

Image
  সীমান্ত নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছে ভারত ও চীনের মধ্যে। দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে অব্যাহত রয়েছে উত্তপ্ত পরিস্থিতি। বেশ কয়েকবার কমান্ডার লেভেলের বৈঠকের পরও অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। মাঝে রাশিয়ায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসে উত্তেজনা প্রশমনে পাঁচ দফা পরিকল্পনা বাস্তবায়নে একমত হলেও তা আর আলোর মুখে দেখেনি। এরপরও চীন প্রায়ই ভারতকে হুমকি দিতে সচেষ্ট হয়ে উঠেছে। এর মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর রাফালও উড়াল দিল লাদাখের আকাশে। জানা গেছে, রবিবার সন্ধ্যার পড়ে আম্বালা এয়ারবেস থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় রাফাল যুদ্ধবিমান। লাদাখে পরিস্থিতির ওপর নজর রাখতেই রাফালকে কাজে লাগানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। এমনকি সোমবার সকালেও লাদাখ ও ল’র আকাশে উড়তে দেখা যায় রাফাল যুদ্ধবিমানকে। এর ফলে স্পষ্ট, সীমান্তে একদিকে যেমন মোতায়েন সেনারা সজাগ রয়েছে, তেমনই বায়ুসেনাও নজর রাখছে চীনের ওপর। এর আগে মিগ-২১, তেজস-সহ একাধিক যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে লাদাখের পরিস্থিতির দিকে নজরদারি চালিয়েছে ভারত। তবে এবার ময়দানে রাফায়েল জেটও। অর্থাৎ ভারতীয় বিমানবাহিনীর আনুষ্ঠানিকভাবে যোগদানের দশ দিনের মধ্যেই এই য...

করোনা শেষ হলেও আর স্কুলে ফেরা হবে না ২ কোটি মেয়ের:মালালা

Image
  মালালা ইউসুফজাই বর্তমানে বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের প্রকোপকে অনেক আগেই মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।মহামারী শুরু থেকে বিশ্বব্যাপী বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।         করোনা মহামারীর প্রকোপ শেষ কিংবা বিধিনিষেধ শিথিল হলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও দুই কোটি নারী শিক্ষার্থীর আরও কখনওই স্কুলে ফেরা হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। জাতিসংঘের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তাই নারী শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কার কথাই শোনালেন তিনি। মালালা বলেন, ‘মহামারী সংকট শেষ হলেও কেবল শিক্ষাক্ষেত্রে আরও  দুই কোটি মেয়ে ঝড়ে পড়বে। যাদের আরও কখনওই ফেরা হবে না স্কুলে। ইতোমধ্যে গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ঘাটতি ২০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’ করোনা সংকটে স্থবির পৃথিবীর গতি ফিরতে শুরু করেছে ধীরে ধীরে। তবে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা হলেও প্রচুর সময় প্রয়োজন। নেই কোনও ভ্যাকসিন। এই পরিস্থিতিত...

সংযুক্ত আরব আমিরাত মার্কিন ড্রোন পাচ্ছে

Image
  ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির পরে যুক্তরাষ্ট্রের বহু আকাঙ্ক্ষিত অত্যাধুনিক মনুষ্যবিহীন ড্রোন পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ ব্যাপারে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর আল- জাজিরা। তবে, এ ব্যাপারে আপত্তি জানিয়েছে ইসরাইল। গত সপ্তাহেই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয়ে তারা কোনোভাবেই আমিরাতকে বিশ্বাস করতে পারছে না। সম্পর্ক স্বাভাবিকীকরণে ইসরাইলের সঙ্গে বহুল বিতর্কিত এক চুক্তির পর মধ্যপ্রাচ্যের মিত্রদেশটির ব্যাপারে নিজেদের নীতির বড় পরিবর্তন আনছে ওয়াশিংটন। আমিরাতের অস্ত্রাগারে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় ড্রোন রয়েছে। তবে, এর বেশির ভাগই চীনের তৈরি। চীনা ড্রোনের পাশাপাশি এখন মার্কিন ড্রোনগুলো ক্রয়ের চেষ্টা করে আসছে দেশটি। বিডি প্রতিদিন/আবু জাফর

সীমান্তে উত্তেজনার মধ্যে আবারও বৈঠকে ভারত-চীন

Image
  সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের অবস্থা বিরাজ করছে তা দূর করতে ভারত এবং চীনের মধ্যে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল ৯টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনের দখলে থাকা মোল্ডোতে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। মোল্ডো এলাকাটি পূর্ব লাদাখের খুব কাছে অবস্থিত।         এর আগে সীমান্ত সংঘাত এড়াতে দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলা হবে বলে ভারত এবং চীন উভয় সম্মত হয়েছে। কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত রূপায়ণ নিয়ে মূলত আলোচনা হতে পারে।  সোমবারের বৈঠকে ইতিবাচক ফলাফলের বিষয়ে আশাবাদী দিল্লি। এই প্রথম ভারতীয় প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে আরও ৫ বার ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে কর্পস কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি।         সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর ১৪ ক...