করোনা; ইয়াঙ্গুনে লকডাউন জারি করল মিয়ানমার

 

করোনা; ইয়াঙ্গুনে লকডাউন জারি করল মিয়ানমার

মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের নোটিশে জারি করা নির্দেশ কার্যকর করা হয়েছে আজ সোমবার সকাল থেকে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী নভেম্বরেই মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই ইয়াঙ্গুনে লকডাউন জারি করা হলো। লকডাউনের কারণে বেশিরভাগ বেসরকারি সেক্টরের লোকজনকে বাড়িতে বসেই অফিসের কাজ করতে হবে। অপরদিকে, সরকারি কর্মচারীদের দুই সপ্তাহ অফিসে এবং দুই সপ্তাহ বাড়িতে বসে কাজ করতে হবে।

এর আগেও ওই শহরে লকডাউন জারি করা হয়েছে। সে সময়ই স্কুল, কলেজসহ সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখনও সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়নি।

মিয়ানমারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৫ হাজার ৫৪১। এর মধ্যে মারা গেছে ৯২ জন।

বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা