Posts

Showing posts from June 26, 2018

রাখাইনের শীর্ষ সেনা কর্মকর্তা মং মং সোয়ে বরখাস্ত

Image
রোহিঙ্গা নিপীড়নের দায়ে অভিযুক্ত মিয়ানমারের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মং মং সোয়েকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের শীর্ষ সাত সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে যে তালিকা প্রকাশ করেছিল সেখানে এ সামরিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরী করার কয়েক ঘন্টা পরেই সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্তের ঘোষণা আসলো। মেজর জেনারেল মং মং সোয়ের উপর গত বছরের ডিসেম্বর মাসে আমেরিকার তরফ থেকেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। গত বছরের শেষ দিকে সে সামরিক কর্মকর্তাকে রাখাইন অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছিল। এছাড়া অপর একজন শীর্ষ সেনা কর্মকর্তা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ,রাখাইন অঞ্চলে ২০১৬ এবং ২০১৭ সালে মিয়ানমারের পুলিশের উপর রোহিঙ্গা সালভেশন আর্মির আক্রমণের সে অঞ্চলের 'নিরাপত্তা পকিল্পনা' যথাযথভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হওয়ায় জেনারেল মং মং সোয...

দেশের ইতিহাসে জরুরি অবস্থা একটা কালো দাগ : মোদি

Image
ভারতের ইতিহাসে জরুরি অবস্থা একটা কালো দিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মুম্বাইতে জরুরি অবস্থার ৪৩ তম বার্ষিকী পালন অনুষ্ঠানে কংগ্রেসকে তোপ দেগে মোদি বলেন গান্ধী পরিবারের ব্যক্তিগত স্বার্থেই গোটা ভারতকে জেলে ভরা হয়েছিল। প্রধানমন্ত্রীর অভিমত দেশের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য নিজেকে পুনরায় সমর্পণ করতেই এই দিনটি পালন করা প্রয়োজন। মোদি জানান ‘'জরুরি অবস্থা কংগ্রেসের পাপের ফল। আমাদের ইতিহাসে এটা একটা কালো দাগ। কেবলমাত্র কংগ্রেসের সমালোচনা করার জন্যই জরুরি অবস্থার ৪৩ তম বার্ষিকীকে কালা দিবস হিসাবে পালন করা হচ্ছে না, বরং সংবিধান ও গণতন্ত্রের সুরক্ষার ব্যাপারে দেশের যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই দিবস উদযাপন করা হচ্ছে। কারণ আজকের যুবকদের কোনও ধারণা নেই জরুরি অবস্থার সময় কী ঘটেছিল’।  ‘বিজেপির শাসনকালে সংবিধান, দলিত ও সংখ্যালঘুরা বিপদের মধ্যে রয়েছে’ বিভিন্ন সময়ে কংগ্রেসের পক্ষ থেকে করা এই অভিযোগের প্রসঙ্গ তুলে মোদি বলেন, এই দলটি কোনদিনও উন্নতি করতে পারবে না। নিজেদের স্বার্থের কথা প্রচারের জন্য তারা নিজেদের দলটাকেই ধ্বংস করে দিচ্ছে।...

মোদির ওপর হামলার আশঙ্কা চরমে, কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও

Image
এক গোপন চিঠির মাধ্যমে মোদির ওপর এই হামলা হওয়ার হুমকির খবর পেয়েছে ‘পুনে’ পুলিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা চরমে পৌঁছেছে। দেশটির সব রাজ্যের কাছে পাঠানো বিশেষ বার্তায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপর হামলার আশঙ্কা ‘চরম পর্যায়ে’ পৌঁছেছে। এজন্য তার সুরক্ষা নিশ্চিত করতে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। এই নিয়মের অধীনে, কোন ব্যক্তিই, এমনকি মন্ত্রীরাও বিশেষ নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র ছাড়া মোদির কাছে যেতে পারবেন না। এ খবর দিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, এক গোপন চিঠির মাধ্যমে মোদির ওপর এই নতুন হুমকির খবর পেয়েছে ‘পুনে’ পুলিশ। এরপরই মোদির সুরক্ষা বলয় আরও জোরদার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ বা এসপিজি-র ছাড়পত্র না মিললে, মোদির ধারে কাছে সরকারি কর্মকর্তারাতো তো বটেই, মন্ত্রীরাও তার কাছে যেতে পারবেন না। ‘অজানা হুমকি’ থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, রোড শো থেকে মোদীকে দূরে রাখতে কিন্তু এই হামলার আশঙ্কা কাদের কাছ থেকে সে বিষয়ে স্পষ্...

সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরায়েল

Image
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পরিবহনমন্ত্রী কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম এ খবর দিয়েছে। চলতি সপ্তাহে এক বৈঠকে নেতানিয়াহু ও কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিষয়টিতে একমত হন।  টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রস্তাবিত রেল প্রকল্প ইসরায়েলের হাইো সমুদ্রবন্দর থেকে জর্দানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।   অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে এ রেল লাইন। ইসরায়েল, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের ভেতরে রেল লাইনের অবকাঠামো থাকায় প্রকল্পটি বাস্তবায়নে খুব কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে কাৎজ মন্তব্য করেন। বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/আরাফাত

৫০০ তুর্কি সেনার দেহাবশেষ ফেরত দিচ্ছে উত্তর কোরিয়া

Image
যুদ্ধের সময় তুরস্ক-মার্কিন ও ব্রিটিশ সেনারা এক সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধে তিন দেশের অসংখ্য সেনা সদস্য নিহত হন। সম্প্রতি উত্তর কোরিয়া জানিয়েছে, কোরীয় যুদ্ধে নিহত ৫০০ তুর্কি সেনাদের দেহাবশেষ তুরস্ককে ফেরত দেবে দেশটি।   এ প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে বলে জানিয়ে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আরসিন আরসিন গত সপ্তাহে পিয়ংইয়ং সফরকালে জানান, কোরীয় যুদ্ধের সময় তুরস্কের সেনারা মার্কিন ও ব্রিটিশ সেনাদের পাশে থেকে যুদ্ধ করেন এবং তিন দেশের শত শত সেনা একসঙ্গে নিহত হন। কাজেই তাদের দেহাবশেষ পরস্পর থেকে আলাদা করা ও তাদের জাতীয়তা নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।  ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে হাজার হাজার বিদেশি সেনা দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধ করেন। ওই যুদ্ধে ৮৯০ জন তুর্কি সেনা নিহত হন বলে ধারণা করা হয়। ওই যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক তলানিতে নেমে আসে। সম্প্রতি সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতে কোরীয় যুদ্ধে নিহত বিদেশি সৈন্যদের দেহাবশেষ তাদের...

বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে

Image
বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে। যার উচ্চতা হবে ৩৩০০ মিটার । আর সেটাই হবে বিশ্বের উচ্চতম রেলব্রিজ। বিলাসপুর-মানালি-লে জুড়ে ৪৯৮ কিলোমিটারের এই রেলব্রিজ তৈর হচ্ছে।  চীনের কিংগাই-তিব্বত রেলব্রিজকেই ছাপিয়ে যাবে এটি। ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি টাকা খরচ করে এই প্রজেক্ট বানানো হচ্ছে। ভারতীয় রেল এই সেতু বানাচ্ছে। মোট চারটি স্ট্র্যাটেজিক রেলব্রিজ বানানো হচ্ছে, যার মধ্যে অন্যতম এটি। এছাড়াও বানানো হচ্ছে মিসামারি-তেঙ্গা-তাওয়াং, নর্থ লখিমপুর-বামে-সিলাপাথার, পাসিঘাট-তেজু-পরশুরাম কুন্ড-রূপাই। সেনা জওয়ান এবং অস্ত্র সীমান্তের দিকে দ্রুত পাঠাতেই এই সেতুগুলি তৈরি করা হচ্ছে। ২০১৫-র ডিসেম্বরে এই মেগা রেল প্রজেক্টে শিলমোহর দেয় কেন্দ্র। সব মিলিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে ১৩৫০ কিলোমিটার। ডোকলামের কাছাকাছি পর্যন্ত বিস্তার করা হবে এই রেললাইন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই রেলসেতু তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। ভৌগলিক অবস্থানের জন্য সেতু তৈরি করা কঠিন বলে জানানো হয়েছে। তবে খরচ বহন করবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোথায় স্টেশন হবে, কোথায় থাকবে লুপ সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। এরপর করিডর ও টানেলের...

উত্তর কোরিয়াকে সময়সীমা বেঁধে দেবে না যুক্তরাষ্ট্র

Image
                                              কিম জং উনের সঙ্গে মাইক পম্পেও (বামে) আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়াকে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না। তবে ট্রাম্প প্রশাসন পরমানু কর্মসূচিত পরিহারে উত্তর কোরিয়া  কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করবে।  দায়িত্বগ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে টেলিফোনে সাক্ষাৎকার দেন মাইক পম্পেও। এসময় সাবেক এ এফবিআই প্রধান এসব কথা বলেন।  ১২ জুন সিঙ্গাপুরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছিলেন।তবে সেই অঙ্গীকারনামায় কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না বলে অনেকে ট্রাম্পের সমালোচনা করেছিলেন। বিডি প্রতিদিন/ফারজানা