উত্তর কোরিয়াকে সময়সীমা বেঁধে দেবে না যুক্তরাষ্ট্র
কিম জং উনের সঙ্গে মাইক পম্পেও (বামে)
আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়াকে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না। তবে ট্রাম্প প্রশাসন পরমানু কর্মসূচিত পরিহারে উত্তর কোরিয়া কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করবে।
দায়িত্বগ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে টেলিফোনে সাক্ষাৎকার দেন মাইক পম্পেও। এসময় সাবেক এ এফবিআই প্রধান এসব কথা বলেন।
১২ জুন সিঙ্গাপুরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছিলেন।তবে সেই অঙ্গীকারনামায় কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না বলে অনেকে ট্রাম্পের সমালোচনা করেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা
Comments