জঙ্গি ঘাঁটিতে ভারত-মিয়ানমার সেনাবাহিনীর যৌথ অভিযান
সীমান্ত পেরিয়ে ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারতীয় সেনাবাহিনী। তবে এবার মিয়ানমার সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে সামিল হল মিয়ানমার সেনাবাহিনীও। ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ভারত ও মিয়ানমার সেনাবাহিনী যৌথভাবে সীমান্তে একাধিক অভিযান চালায়। দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর দুইটি দেশের অবকাঠামোগত একটি প্রজেক্টকে ঘিরে বহুদিন থেকেই জঙ্গি সংগঠন আরাকান আর্মির হুমকি ছিল। আর সেই হুমকির প্রেক্ষিতেই আরাকান আর্মির ঘাঁটিকে লক্ষ্য করে যৌথ অভিযান চালানো হয়। প্রথম দফায় অভিযানটি চালানো হয় মিজোরাম সীমান্তে আরাকান আর্মির নতুন করে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলিতে। দ্বিতীয় দফার অভিযানে নাগা জঙ্গি গোষ্ঠী ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলং এর ঘাঁটিগুলি ধ্বংস করা হয়। জঙ্গিদের অবস্থান নির্ভুলভাবে জানতে অভিযানের সময় হেলিকপ্টার, ড্রোন সহ অন্য প্রযুক্তিরও সাহায্য নেওয়া হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, ভারত-মিয়ানমার সীমান্তের কালাদান বহুমুখী প্রকল্...