Posts

Showing posts from November 24, 2017

গণতন্ত্র ও কর্মসংস্থানের আশ্বাস জিম্বাবুয়ের নতুন নেতার

Image
মুগাবে শাসনের অবসানের পর নতুন গণতন্ত্রের বিকাশ এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া। আগামী শুক্রবারই তিনি দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি ধন্যবাদ দেন সেনাবাহিনীকে এবং সকলের সহযোগিতার আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন শেষে বুধবার দেশে ফিরে রাজধানী হারারেতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলেন। ম্যানানগাগওয়া বলেন যে, আমি আপনাদের সেবক হবার অঙ্গীকার করছি। আমি সকল দেশপ্রেমিক জিম্বাবুইয়ানদের একতাবদ্ধ হবার আহ্বান জানাই। আমরা সবাই একসাথে কাজ করবো। এখানে কেউই কারো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নন। আমাদের পরিচয় আমরা জিম্বাবুয়ের নাগরিক। আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। আমরা চাই কাজ, কাজ এবং কাজ। ম্যানানগাগওয়ার বেকারত্ব অবসানের এই ঘোষণায় জানু-পিএফ পার্টির সদর দফতরের সামনে উল্লাসে ফেটে পরে জনতা। ধারণা করা হয় দেশটিতে প্রায় নব্বই শতাংশ মানুষ কর্মহীন। সাবেক এই ভাইস প...

উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত অঞ্চলে চীনা যুদ্ধবিমানের টহল

Image
উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে টহল দিয়েছে চীনা যুদ্ধবিমান। বেইজিং জানিয়েছে, বৃহস্পতিবার চীনা বিমান বাহিনীর ফাইটার জেট এইচ-৬কে বম্বার বিমান পেট্রলিং করে দক্ষিণ-চীন সাগর ও লাগোয়া এলাকায়। চীন এই টহলদারিকে ‘রুটিন’ বলে দাবি করলেও সে কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা। এ ব্যাপারে পিপলস লিবারেশন আর্মি বা লালফৌজ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে তাদের বিমান বাহিনীর রুটিন টহলদারি চলেছে। কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন, টহলদারি চলেছে চীন বিরোধী একাধিক প্রতিবেশী দেশগুলোর জলসীমান্তেও। যে আকাশপথে চীনা বোমারু বিমান উড়ে গেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত তাদের। নির্ধারিত রুটের বদলে বৃহস্পতিবার চীনা বিমান ফিলিপাইনস ও তাইওয়ানের বাণিজ্যিক জলসীমা বশি চ্যানেলের খুব কাছ দিয়ে উড়ে যায়। এই জলসীমা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশীদের প্রবল বিরোধ রয়েছে। চীন কিছুতেই একে তাইওয়ানের বলে মানতে রাজি নয়। তবে এই বশি চ্যানেল চীন ও তাইওয়ান ছাড়াও দক্ষিণ চীন সাগরে বাণিজ্যের নিরিখে অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় সমুদ্রের নিচে রাশি রাশি ‘আন্ডারসি কেবল নেটওয়ার্ক’ ছড়িয়ে রয়েছে। টেলিফোন ও ইন্টারনেট ...

ক্যামেরার সামনের সেই সব অভিজ্ঞতা কেমন, জানালেন পর্নতারকা!

Image
                                                      ম্যাডিসন মিসিনা পর্ন ফিল্মের চাহিদা বেড়েই চলেছে। বাড়ছে পর্নতারকাদের কদরও। অল্প সময়ে বেশি অর্থ উপার্যনের এই সুযোগ অনেকে ছাড়তে চান না। তবে পর্দার যে দৃশ্য দর্শকরা উপভোগ করেন, তার নেপথ্যে অনেকটা পরিশ্রম থাকে। থাকে যন্ত্রণাও। এমনটাই দাবি পর্নতারকা ম্যাডিসন মিসিনার। ১০০টিরও বেশি পর্ন ভিডিওতে অভিনয় করে ফেলেছেন ৩৫ বছরের এই পর্নতারকা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, ক্যামেরার সামনে যৌনতা পুরো যন্ত্রের মতো হয়। তাতে কোনও আবেগ থাকে না। কেবল অভিনয় করে যেতে হয়।   মিসিনা আরও জানান, মাঝে মধ্যে আবার সিনেমার মতো রি-টেকও দিতে হয়। বেশিরভাগ সময়ই এই যৌনতা যন্ত্রণাদায়ক হয়। বিভিন্ন অবস্থায় যৌনতায় লিপ্ত হতে গিয়ে আহতও হতে হয়েছে অভিনেত্রীকে। বিশেষ করে অনস্ক্রিন যৌনসঙ্গীর যদি অভিজ্ঞতা কম থাকে। তবে এই পেশায় অর্থ প্রচুর মেলে। আর তার টানে অনেক তরুণ-তরুণীই এদিকে আকর্ষিত হন। তবে এখানে শরীরই সব। তাই শর...

পৃথিবীটা আসলে চ্যাপ্টা, নিজেকে প্রমাণে প্রস্তুত মার্কিন নাগরিক!

Image
এই রকেটেই পাড়ি দেবেন মাইক। ছবি: সংগৃহীত মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মাইক হিউজেস পৃথিবীর আকার নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করেছেন। সেই সঙ্গে সিদ্ধান্তে এসেছেন আমাদের এই নীল গ্রহটা আসলে চ্যাপ্টা। আর সে কথা প্রমাণ করতে আগামী শনিবার তিনি ওড়াবেন তার রকেট। আর ১৮০০ ফুট উপর থেকে ছবি তুলে প্রমাণ করে দেবেন, তার সিদ্ধান্ত সঠিক। জানা গেছে, প্রতি ঘণ্টায় ৫০০ মাইল বেগে চলবে মাইক হিউজেসের রকেটটি। তার এই রকেট তৈরি হয়েছে পরিত্যক্ত যন্ত্রপাতি দিয়ে। ৬১ বছরের মাইক কিন্তু একেবারে আনকোরা নন। এর আগে ২০১৪ সালেও  তিনি রকেট বানিয়ে উড়েছেন। তবে সেবার রীতিমতো চোট পেয়েছিলেন তিনি। প্রায় ২ সপ্তাহ তিনি ওয়াকারে কাটিয়েছিলেন। সেবার যে পথ পাড়ি দিয়েছিলেন তিনি, এবার তার প্রায় চারগুণ অতিক্রম করতে চলেছেন। রকেটটি ওড়ানোর আগে কিছুটা ভয়ও পাচ্ছেন মাইক। কেননা রকেটটির কোনও রকম পরীক্ষামূলক উৎক্ষেপণ করেননি তিনি। সরাসরিই শনিবার উড়বেন আকাশে। ফলে ঝুঁকি যে একটা রয়েছে সে কথা মেনে নিচ্ছেন তিনি। তবে তাতেও চিন্তিত নন তিনি। বুকে বল নিয়ে উড়তে চলেছেন আকাশে। তিনি এবং তার কমিউনিটির মানুষরা যে কোনও প্রকারে প্রমাণ কর...

উদ্দাম যৌনতার জেরে দৃষ্টিশক্তি হারালেন যুবক

Image
                                                   প্রতীকী ছবি অতি উগ্র যৌনতার ফলে এক চোখের দৃষ্টিশক্তি হারালেন ২৯ বছরের এক যুবক। বিচিত্র হলেও এমনটাই ঘটেছে বলে জানাচ্ছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল। তাদের বক্তব্য, অতি বিরল হলেও এমন ঘটনা অসম্ভব নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অন্তরঙ্গ মুহুর্তের চরম সুখ অতিরিক্ত উত্তেজনা ডেকে আনলে ঘটতে পারে। সেই অতিরিক্ত উত্তেজনার ফলে তলপেটের পেশিতে অতিরিক্ত চাপ পড়েছিল সেই যুবকের। যার ফলে তার শরীরে রক্তচাপ অত্যন্ত বেড়ে যায়। রক্ত চাপের জেরে যুবকের গলার কাছে শিরা এবং একটি পেশিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার থেকেই এই ঘটনা ঘটেছে।   চিকিৎসকদের সন্দেহ, সেই যুবক সম্ভবত কোনও মাদক নিয়েছিলেন। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে। এর আগে ১৯৯৮ সালে নিউ ইয়র্কে এরকম একটি ঘটনার কথা শোনা গিয়েছিল। বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

শতাধিক কাশ্মীরিকে চাকরি থেকে বরখাস্ত চীনা কোম্পানির

Image
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নীলম ঝিলম হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্টে কর্মরত শতাধিক কাশ্মীরিকে চাকরি থেকে বরখাস্ত করেছে চীনা কনসর্টিয়াম CGG-CMEC. বরখাস্ত হওয়া কর্মীরা ওই কনসর্টিয়ামের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার অথবা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।   জানা যায়, ২০০৭ সালের ৭ জুলাই CGGC-CMEC (Gezhouba Gourp and China National Machinery Import and Export Corporation)-কে পিওকে তে বাঁধ এবং পাওয়ার স্টেশন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। বিতাড়িত কর্মীরা জানান, আদালত স্টে অর্ডার দেওয়া সত্ত্বেও তাদেরকে বরখাস্ত করেছে ওই চীনা কোম্পানি। তাই অধিকার আদায়ের জন্য বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। এ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লেবার ইউনিয়ন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান থেকে নড়বে না বলেও জানিয়েছে। সূত্র : কলকাতা২৪x৭

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়াতে ইরানে বিনিয়োগ কমাচ্ছে ভারত

Image
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ইরানে বিনিয়োগ কমাতে চলেছে ভারত। এমনই সংবাদ প্রকাশিত হয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। যে সংস্থাটির সদর দফতর লন্ডন শহরে অবস্থিত। সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গঠনে বিশেষ উদ্যোগী হয়েছে ভারত। সেই কারণে তেহরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে চলেছে নয়াদিল্লি। যদিও ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটছে না মোদি সরকার। ওই দেশে বিনিয়োগ কমাতে চাইছে দিল্লি। পরিসংখ্যান অনুসারে ইরানে ভারতের বিনিয়োগের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ইসরায়েলের একটি অনুসন্ধান কেন্দ্রে বৈঠক করেন ভারত, গ্রিস এবং ইসরায়েলের পদস্থ কর্তারা। সেই বৈঠকেই তেহরান-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে নীল নকশা আঁকা হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট মনিটর। একইসঙ্গে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হওয়ার নানাবিধ কারণ রয়েছে বলে দাবি করেছে ভারতীয় প্রশাসনিক কর্তারা। এই বিষয়ে ভারত বা ইসরায়েলের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ইসরায়েলের একটি সংবাদ পত্রে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বল...

ক্ষমতার দ্বন্দ্বে স্বগোষ্ঠীর ১৫ জনের শিরশ্ছেদ করল আইএস

Image
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের বেশ কিছু সংখ্যক যোদ্ধাকে হত্যা করেছে। বৃহস্পতিবার আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে অন্তর্কোলহের জেরে স্বগোষ্ঠীর ১৫ জনের শিরশ্ছেদ করেছে বর্বর আইএস। প্রদেশের আচিন জেলার সারখ আব বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। প্রসঙ্গত, পাকিস্তান সীমান্তবর্তী নাঙ্গারহারকে আইএসের অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। এ ব্যাপারে প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, আইএস ১৫ জনের শিরশ্ছেদ করেছে বলে খবর মিলেছে। তবে এর বিস্তারিত কারণ জানা যায়নি। তবে আইএস এর পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়া হয়নি।   উল্লেখ্য, এর আগে সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে একই কায়দায় স্বগোষ্ঠীর যোদ্ধাদের হত্যা করে আইএস।   বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে এক হচ্ছে কিউবা-উ. কোরিয়া

Image
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিউবা ও উত্তর কোরিয়া বুধবার তাদের সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার করেছে। খবর সিনহুয়ার। সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে বৈঠককালে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ হাভানার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক ইস্যুটি কেবলমাত্র সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।  তিনি বলেন, ‘কিউবা কোরীয় উপদ্বীপের ও রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে।’ কিউবার এ কূটনীতি ‘একতরফা অবরোধ’ এবং সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকায় উত্তর কোরিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই মার্কিন প্রশাসন পিয়ংইয়ংকে কালো তালিকাভুক্ত করে। রদ্রিগেজ আরো বলেন,‘আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং দেশের জনগণের আত্ম-সংকল্পের প্রতি আমাদের শ্রদ্ধা পুনর্ব্যক্ত এবং কোনো দেশের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, এ দু’দেশের আগের প্রজন্মের নেতাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত বন্ধুত্বের ভিত্তিতে হাভানা ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ক সন্তোষজনকভাবে এগিয়ে যাচ...

বিমান বিধ্বস্তে নিখোঁজ মার্কিন সেনাদের উদ্ধারে ফিলিপাইন সাগরে তল্লাশি

Image
ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্তের পর নিখোঁজ তিন সেনাকে উদ্ধারে বৃহস্পতিবার তল্লাশি অভিযান আরো জোরদার করা হয়েছে। এ অভিযানে মার্কিন বিমানবাহী একটি রণতরী এবং অনেক হেলিকপ্টার ও বিমানের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে। খবর এএফপি’র। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওকিনাওয়া থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে বুধবার বিকেলে ১১ আরোহী নিয়ে সি-২এ ‘গ্রেহাউন্ড’ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সেনাদের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ৮ সেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোলান্ড রিগানে নেয়া হয়। উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রিগান জাপানের সঙ্গে সামরিক মহড়া চালানোর জন্য ফিলিপাইন সাগরে রয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে তাদের সকলের অবস্থা ভালো। এএফপি। ইত্তেফাক/সেতু

সিরিয়া সঙ্কট সমাধানে রাশিয়া-ইরান-তুরস্কের যৌথ প্রস্তাব

Image
সিরিয়া সংকট নিরসনের জন্য ‘সিরিয়ান পিপলস কংগ্রেস’ তৈরির পক্ষে প্রস্তাব দিয়েছে রাশিয়া, ইরান ও তুরস্ক। বুধবার কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ বিনোদন কেন্দ্র সোচিতে অনুষ্ঠিত বৈঠকে এই তিন দেশের নেতারা এই প্রস্তাব দেন। রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নেন। ‘সিরিয়ান পিপলস কংগ্রেস’ তৈরি হলে সেটি বিরোধী দল ও সরকারকে একত্র করতে সক্ষম হবে বলে বৈঠকে মত দেন ওই তিন নেতা। পুতিন বলেন, এই কংগ্রেস সিরিয়া সংকটের মূল বিষয়টি খুঁজে বের করবে। প্রথমে নতুন সংবিধান গ্রহণের জন্য একটি রূপরেখা তৈরি করবে এবং সেই ভিত্তিতে জাতিসংঘের তদারকির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে। পুতিন মনে করেন, সিরিয়ার চলমান সংকট একটি নতুন পর্যায়ে পৌঁছেছে। এক যৌথ বিবৃতিতে এই তিন নেতা দেশটির যুদ্ধরত অঞ্চলে বন্দি ও জিম্মিদের মুক্তি, নিহতদের মৃতদেহ হস্তান্তরের পাশাপাশি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির শর্ত তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দীর্ঘদিনের সংঘাতের কারণে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের ভেঙে পড়া অবকাঠামো পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম...

বাতাস ফুরিয়ে আসছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

Image
আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের ৪৪ ক্রুর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কারণ সাবমেরিনটি যদি বাতাস ‘রিফ্রেশ’ করতে একবারের জন্যও পানির উপরে না এসে থাকে তবে শিগগিরই এর অক্সিজেনযুক্ত বাতাস শেষ হয়ে যাবে। গত ১৫ নভেম্বর সাবমেরিনটি নিখোঁজ হবার পর এখনো পর্যন্ত তার কোনো সংকেত পাওয়া যায়নি। এটি যখন পানিতে ডুব দিয়েছিল তখন এতে যে বাতাস ছিল তা দিয়ে সর্বোচ্চ ১০ দিন শ্বাস-প্রশ্বাস চালানো সম্ভব। সেই হিসাবে ৯ দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। ফলে ক্রুদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আর্জেন্টিনার মার দেল প্লাতা নৌ ঘাঁটিতে দিনরাত বসে অপেক্ষার প্রহর গুনছেন। ১৫ নভেম্বর সাউথ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমেরিনটি। কর্তৃপক্ষ সাবমেরিনের কিছু সংকেত পাওয়া গেছে বলে জানালেও সেগুলো ‘ফলস’ ছিল বলে পরে তারা নিশ্চিত হয়েছেন। সাবমেরিনটি  শুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই হঠাৎ জাহাজটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল, সাবমেরিনটি কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটির মুখে পড়েছে বলে যোগাযোগ করতে পারছে ...

জেগে উঠেছে মুসলিম বিশ্ব: সম্মেলনে ৯০ দেশের ৫০০ আলেম-চিন্তাবিদ! মুসলিম হলে শেয়ার করুন।

Image
ইসলাম ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দু’দিনব্যাপী সম্মেলন শেষ হচ্ছে আজ। বুধবার থেকে শুরু হওয়া সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের অন্তত ৫০০ শিয়া ও সুন্নি আলেম ও চিন্তাবিদ অংশগ্রহণ করেছেন। মুসলিম দেশগুলোর ভেতরে ও বাইরে থেকে ইসলামি বিশ্বকে বিভক্ত করে ফেলার লক্ষ্যে যেসব তাকফিরি মতবাদ ছড়িয়ে দেয়ার অপচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। যে মতবাদে বিশ্বাসীরা অন্যান্য মতবাদ ও মাজহাবে বিশ্বাসীদের ‘কাফের’ বলে আখ্যায়িত করে তাকে তাকফিরি মতবাদ বলা হয়। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি তার বক্তৃতায় বলেন, ইসলামের শত্রুরা মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এসব দেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ ছাড়া বিভিন্ন মতবাদ ছড়িয়ে দেয়াসহ নানা উপায়ে শত্রুরা মুসলিম দেশগুলোর সম্পদ লুট করার পাঁয়তারা করছে। সাত বছর আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে সৃষ্ট ইসলামি গণজাগরণের জের ধরে স্বৈরশাসকদের পতনের পর তাকফিরি মতবাদ সৃষ্টি হয়েছে।তিনি বলেন, মানবতার মুক্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করাই এই মতবাদ সৃষ্টির প্রধান উদ্দেশ্য। পুরুষদের ওপর গণহত...

লাল শাপলা বিলে অসাধু চক্রের থাবা

Image
দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। দূরে খাসিয়া-জৈন্তা বিশাল সবুজ পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা-ছবির মতো কথা বলে। অদূরেই প্রকৃতি কন্যা জাফলং। জৈন্তাপুর উপজেলা জুড়ে রয়েছে পাহাড় টিলা আচ্ছাদিত ঘন বন-বনানী, পান-সুপারীসহ নানা ফলফলাদির বাগান। ঐতিহ্যবাহী রাজবাড়ী, টুপিমটসহ রয়েছে অস্যংখ্য ঐতিহাসিক স্থাপনা। এর পরতে পরতে সৌন্দর্যের হাতছানি। এখানের চারটি বিলের লাল শাপলা এলাকাটিকে আরো মোহনীয় করে রেখেছে।  প্রাকৃতিক এই নয়ন কাড়া দৃশ্য অবলোকন করতে প্রকৃতি প্রেমিদের ভিড় জমে উঠে ভোরের  রক্তিম আলো ফুটার আগেই। স্বচ্ছ জলের মাঝে লাল শাপলা ফুলের সৌন্দর্য দেখতে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষের ভিড় থাকে । কিন্তু প্রাকৃতিক এমন দৃশ্য ধ্বংস করে দিতে একাটি শক্তিশালী সিন্ডিকেট উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য সরকারি খাস ভূমি দখল এবং সীমান্তের ওপারের চোরাচালানের পথ সুগম করা। এলাকাবাসী বলেন ভূমি খেকো, মত্স্য খেকো ও চোরাকারবারীদের অপতত্পরতা ঠেকিয়ে প্রকৃতিক সৌন্দর্যের এমন এক পর্যটন স্পট রক্ষা করা জরুরি । সিলেটে নগরী থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে জৈন্তাপুর ...

ফেসবুক-টুইটার গণতন্ত্রের জন্য হুমকি?

Image
সামাজিক মাধ্যমের শক্তিকে কল্যাণের পথে চালিত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা দরকার। ছবি: রয়টার্স খুব বেশি দূরের কথা নয়। সুস্থ, সমৃদ্ধ ও গতিশীল গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছিল যোগাযোগের সামাজিক মাধ্যম। গণতন্ত্রের হাতিয়ার হিসেবে সবাই সামাজিক মাধ্যমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের রাজনীতিতে সামাজিক মাধ্যমের ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছে। এই মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি কি না, সেই প্রশ্নও ঘুরে-ফিরে উঠছে। ২০০৯ সালে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে যে প্রতিবাদী আন্দোলন (সবুজ বিপ্লব) ছড়িয়ে পড়েছিল, তার কৃতিত্ব ফেসবুক-টুইটারের মতো সামাজিক মাধ্যমকেই দেওয়া হয়। সামাজিক মাধ্যমের কল্যাণেই ‘আরব বসন্ত’ দাবানলের মতো বিস্তার লাভ করেছিল। গণতন্ত্রের স্পৃহায় উদ্বুদ্ধ সর্বস্তরের আরব জনগণের তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়া, মিসরসহ একাধিক দেশে স্বৈরশাসকের পতন ঘটে। আরব বসন্তে সামাজিক মাধ্যমের রাজনৈতিক প্রভাব সবাইকে অবাক করে। সামাজিক মাধ্যম যোগাযোগকে সহজ করে দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকে করেছে প্রশস্ত। এই মাধ্যমের আগমনে ...

ত্রিপুরায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বন্‌ধ্‌

Image
সাংবাদিক হত্যার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট শাসিত ত্রিপুরায় বন্‌ধ্‌ পালিত হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বেশির ভাগ গণমাধ্যমই আজ বৃহস্পতিবার কালো দিবস পালন করছে।  গত মঙ্গলবার ত্রিপুরা স্টেট রাইফেলসের ছাউনিতে খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক (৫০)। সাংবাদিক হত্যার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্তফা দেওয়ার দাবিতে বিজেপির ডাকে পালিত হচ্ছে ১২ ঘণ্টার বন্‌ধ্‌। একই ইস্যুতে পৃথক পৃথকভাবে কংগ্রেস ও তৃণমূল ২৪ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে। তবে বন্‌ধে গোলমালের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানী আগরতলাসহ গোটা রাজ্যেই দোকানপাট, অফিস, স্কুল-কলেজ সবই বন্ধ রয়েছে। বিজেপির কর্মী –সমর্থকেরা সকাল থেকেই মোটরসাইকেলে চেপে বন্‌ধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল করেছে। মিছিল করেছে কংগ্রেস ও তৃণমূলও। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ছবি ভিডিও থেকে নেওয়া অন্যদিকে, শাসক দল সিপিএম বন্‌ধের বিরোধিতা করলেও পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁদের। গোটা রাজ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যের বেশির ভাগ পত্র...

রাশিয়ার আকাশে নতুন চমক আসছে

Image
সম্প্রতি কাজানের এয়ারক্রাফট এন্টারপ্রাইজের হ্যাঙ্গার থেকে নবনির্মিত টু-১৬০এম২ বিমান গণমাধ্যমের সামনে নিয়ে আসা হয়। ছবি: ইউনাইটেড এয়ারক্রাফট কো-অপারেশন রাশিয়ার সৌজন্যে। এক নজরে টু-১৬০এম২  দেশ: রাশিয়া বহির্বিশ্বে পরিচিতি: ব্লাকজ্যাক নামে প্রথম ক্রেতা: রুশ বিমানবাহিনী নির্মাণ প্রতিষ্ঠান: কাজান এয়ারক্রাফট এন্টারপ্রাইজ ডিজাইন: টুপোলেভ বিমান ডিজাইন কোম্পানি বিশেষত্ব: পৃথিবীর সবচেয়ে বড় সুপারসনিক যুদ্ধবিমান ইঞ্জিন: কুজনেৎসভ এন কে -৩২ টার্বোফ্যান একটানা উড়তে পারবে: ১৩০ টন জ্বালানি তেল দিয়ে অন্তত ১৫ ঘণ্টা টু-১৬০এম২-এর প্রথম উড্ডয়ন হবে: ফেব্রুয়ারি, ২০১৮ বাণিজ্যিকভাবে হস্তান্তর শুরু হবে: ২০২৩ সালে আধুনিকীকরণ শেষে যা থাকছে: নতুন ইঞ্জিন, ইলেকট্রনিক অবকাঠামো, কাচের ককপিট, যোগাযোগ ও উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা আকাশপথে রাশিয়ার যুদ্ধবিমানগুলোর দুর্দান্ত দাপটের কথা কে না জানে? পুতিনের হাত ধরে দেশটির সমরশক্তি আকাশপথকে আরও সুসংহত করার পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে আসছে রাশিয়ার কৌশলগত নতুন যুদ্ধবিমান টু-১৬০। এটি অনেক আগে থেকেই পশ্চিমাদের জন্য মাথাব্যথা হয়ে আছে। বিশ্বের সবচেয়ে বড় এই সুপ...

আমন ঘরে তোলার উৎসব শুরু হয়েছে

Image
সবুজ পাহাড়ে আমন ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। ধান বাড়ি নিয়ে যাচ্ছেন পাহাড়ি কৃষকেরা। নিউজিল্যান্ড এলাকা, খাগড়াছড়ি শহর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী

ছোট জলাশয়ে ফুটেছে লাল শাপলা

Image
কোলাহল আর ধুলাবালির শহরের ছোট জলাশয়ে ফুটেছে লাল শাপলা। সড়কের পাশে হওয়াতে অনেকেই চোখ জুড়িয়ে নিতে পারছেন। উত্তর ইসকোর্স কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ড, ২৩ নভেম্বর। ছবি: এমদাদুল হক

এক ইলিশের দাম ৪,৯০০ টাকা!

Image
২ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়েছে তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে। ছবি: সংগৃহীত ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে গত বুধবার রাতে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটি আজ বৃহস্পতিবার ঢাকায় এক আড়তে বিক্রির জন্য পাঠানো হয়েছে। তজুমদ্দিন মেঘনার বাসনভাঙার চরসংলগ্ন জলসীমানায় জাল ফেলে ইলিশটি শিকার করেন ভোলার সদর উপজেলার ব্যাংকের হাট এলাকার মৎস্যজীবী জসিম উদ্দিন। তিনি মাছটি তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ স্লুইসগেট মৎস্যঘাটের আড়তে বিক্রি করতে আসেন। সেখানে উন্মুক্ত ডাকে ৪ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন মৎস্য আড়তদার মো. কুট্টি মিয়া (৩৪)। কুট্টি মিয়ার আড়তের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, গত ১০ বছরে তিনি এত বড় ইলিশ এ ঘাটে উঠতে দেখেননি। বেশি দামের আশায় মাছটি আজ বৃহস্পতিবার ঢাকা পাঠানো হয়েছে। উন্মুক্ত ডাকে ইলিশটি ৪ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। সেটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত স্লুইসগেট মাছঘাটের মৎস্য ব্যবসায়ী রফিক সাদী বলেন, সম্প্রতি জালে কম ইলিশ ধরা পড়ছে। এগুলোর ওজন ৫০০ থেকে ৮০০ গ্রাম। ভোলা মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ২ কে...

আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে হয়েছে’

Image
                      ‘তেরা ইন্তেজার’ ছবিতে আরবাজ খান ও সানি লিওন বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। তবে এবার বলিউডের এই তারকাকে নতুন ভূমিকায় দেখা যাবে। ‘তেরা ইন্তেজার’ ছবিতে আলোচিত তারকা সানি লিওনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। শুরুতে এই জুটিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেন, পর্দায় আরবাজ-সানি জুটি একেবারেই বেমানান। তবে ‘তেরা ইন্তেজার’ ছবির ট্রেলার দেখে আবার অনেকের মতে এই জুটি এনে দেবে এক মুঠো তাজা বাতাস। ‘তেরা ইন্তেজার’ ছবিতে আরবাজ আর সানিকে অনেক অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। পর্দায় তাঁদের ঘনিষ্ঠভাবে চুম্বন দৃশ্যে দেখা গেছে। এ ছবিতে আরবাজ-সানির রসায়ন যে জমে ক্ষীর, তা বলার অপেক্ষা রাখে না। তাঁদের এই শিহরণ জাগানো রসায়ন নিয়ে বলিউড রীতিমতো সরগরম। তবে আরবাজের ভাই সালমান খানকে আজ পর্যন্ত কোনো ছবিতে তেমন কোনো অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে দেখা যায়নি। ছবি প্রচারণার সময় সাংবাদিকদের আরবাজ বলেন, ‘সালমানকে অন্তরঙ্গ দৃশ্য করতে হয়নি, আমাকে করতে হয়েছে। এর জন্য চিত্রনাট্য অনেকটা দায়ী। সালমান যে ধরনের চ...

দেখেছ কি তোরা আমাদের পাহাড়ি মেয়েদের অবস্তা

Image
দেখেছ কি তোরা আমাদের পাহাড়ি মেয়েদের অবস্তা। রানা বাবুকে পাইয়া ছবি উঠিতে ব্যস্ত তারা, রানা বাবু অভিনয়ের ছলনায়, হৃদয় থেকে করিবে স্পর্শ। সেই ছলনায় পাহাড়ি নারির মন আইস্কৃিমের মত গলিয়া দিশেহাড়া। ______________________________ আজকে রাঙ্গামাটি ভালেদিতে রানা বাবু তাহসান আইসে বলে আমাদের পাহাড়ি মেয়েদের ছবি উঠতে যেন মরিয়া হইতেছে। "বেগ বান্য হামত্ ফাস্ট ক্লাশ " Source   সমালোচক বাবু

নিজ দেশের বিজ্ঞানীদের সম্পর্কে কতটুকু জানেন? পড়ুন বিশ্ববিখ্যাত বাংলাদেশী বিজ্ঞানীদের গল্প (পর্ব-১)

Image
ছোটবেলা থেকে আমরা বিজ্ঞান সম্পর্কিত যত বই পড়ে এসেছি, প্রায় সব বইতেই বিজ্ঞানী মানেই আমেরিকা, জার্মানী, ইংল্যান্ড প্রভৃতি রাষ্ট্রের বিজ্ঞানীকে দেখতাম। আলবার্ট আইন্সটাইন,আইজ্যাক নিউটন, ম্যাক্স প্ল্যাংক এর মতো বড় বড় বিজ্ঞানীরা তাদের গবেষণা কর্ম দ্বারা বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লবের পর বিপ্লব বয়ে এনেছিলেন। বিখ্যাত কোনো বিজ্ঞানীর নাম বলতে বললে আইন্সটাইন, নিউটন, হকিং এর নামই বলা হয়। বাংলাদেশে কি কোনো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নেই? এই প্রশ্নটি অনেকের মাথায়ই আসে। আজকের লেখায় মূলত বিশ্ববিখ্যাত কয়েকজন বাংলাদেশী বিজ্ঞানীর জীবন ও তাদের গবেষণা কর্ম নিয়ে আলোচনা করবো। তার আগে একটি কথা বলে নেই, বিশ্বখ্যাত বাংলাদেশী বিজ্ঞানীদের আমরা খুব একটা না চিনলেও অন্যান্য দেশে তাদের বেশ ভালো পরিচিতি আছে। এর কারণ আমাদের দেশের মিডিয়াকে এই দিকে খুব একটা মনোযোগ দিতে দেখা যায় না। তবে ইদানীং মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ ভালো বিজ্ঞান বিষয়ক মিডিয়া কভারেজ দিচ্ছে। জগদীশ চন্দ্র বসু ছবিসূত্রঃ https://commons.wikimedia.org প্রথমেই শুরু করলাম স্যার  জগদীশ চন্দ্র বসুকে  দিয়ে। তিনিই বাংলার প্রথম বিজ্ঞানী...