শতাধিক কাশ্মীরিকে চাকরি থেকে বরখাস্ত চীনা কোম্পানির

শতাধিক কাশ্মীরিকে চাকরি থেকে বরখাস্ত চীনা কোম্পানির
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নীলম ঝিলম হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্টে কর্মরত শতাধিক কাশ্মীরিকে চাকরি থেকে বরখাস্ত করেছে চীনা কনসর্টিয়াম CGG-CMEC.
বরখাস্ত হওয়া কর্মীরা ওই কনসর্টিয়ামের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার অথবা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।  
জানা যায়, ২০০৭ সালের ৭ জুলাই CGGC-CMEC (Gezhouba Gourp and China National Machinery Import and Export Corporation)-কে পিওকে তে বাঁধ এবং পাওয়ার স্টেশন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।
বিতাড়িত কর্মীরা জানান, আদালত স্টে অর্ডার দেওয়া সত্ত্বেও তাদেরকে বরখাস্ত করেছে ওই চীনা কোম্পানি। তাই অধিকার আদায়ের জন্য বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। এ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লেবার ইউনিয়ন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান থেকে নড়বে না বলেও জানিয়েছে।

সূত্র : কলকাতা২৪x৭
Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা