Posts

Showing posts from March 1, 2020

পৃথিবীর সঙ্গে যুক্ত হলো ‘দ্বিতীয় চাঁদ’/১৪:০১, ২৯ ফেব্রুয়ারি, ২০২০

Image
পৃথিবীর সঙ্গে যুক্ত হলো ‘দ্বিতীয় চাঁদ’। ছবি: সিবিসি। ‘পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয় চাঁদ’। কথাটি শুনতে অবাক লাগলেও নাসার একটি প্রকল্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে চাঁদের পাশাপাশি নতুন করে এক গ্রহাণু বা ‘ছোট চাঁদ’ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আন্তর্জাতিক মহাকাশ বিষয়ক ইউনিয়নের স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে অবস্থিত মাইনর প্ল্যানেট সেন্টার মঙ্গলবার এই ‘ছোট চাঁদ’ খুঁজে পাওয়ার বিষয়টি জানায়। এই নতুন ‘ছোট চাঁদ’ আসলে একটি গ্রহাণু যার নাম রাখা হয়েছে ‘২০২০ সিডি৩’। এটি আকারে ১.৯ মিটার চওড়া এবং ৩.৫ মিটার লম্বা। অর্থাৎ একটি গরু বা জলহস্তীর আকারের হবে গ্রহাণুটি। আর সে কারণেই চাঁদের মত খালি চোখে দেখা যাবে না তাকে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নাসার গবেষণা প্রতিষ্ঠান দ্য কাটালিনা স্কাই সার্ভে পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুগুলোর গতিপথ নজরে রাখে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ওয়ার্জকোর্স বলেন, এটি সন্দেহাতীতভাবে দুর্দান্ত এক ঘটনা। কেননা কয়েক কোটি গ্রহাণুর মধ্য থেকে একমাত্র এই গ্রহাণুটি বর্তমানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। Kacper Wierzchos @Wierz...

বিশ্বাসঘাতকতা করেছেন মুহিদ্দীন: মাহাথির

Image
মাহাথি মোহাম্মদ। ছবি: সংগৃহীত মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সকালে শপথ গ্রহণ করেছেন মুহিদ্দীন ইয়াসিন। তবে সদ্য পদত্যাগ করা মাহাথি মোহাম্মদের অভিযোগ, মুহিদ্দীন তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মাহাথি বলেছেন, মুহিদ্দীন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এর পেছনে তিনি দীর্ঘসময় ধরে কাজ করেছেন এবং অবশেষে সফল হলেন। মাহাথির আরো বলেন, আমরা এমন একজনকে দেখতে যাচ্ছি যার প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। সেইসঙ্গে শিগগিরই সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন মাহাথির। মাহাথির বলেন, মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ব্যক্তির অবশ্যই সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন থাকতে হবে। রবিবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুহিদ্দীন ইয়াসিন। ছবি: সংগৃহীত গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। এরপর দেশটির রাজা প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেছিলেন। এরপর গতকাল রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনের নাম ঘোষণা করেন...

মাহাথিরকে টপকে যেভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন

Image
মুহিদ্দীন ও মাহাথির (ফাইল ছবি) মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিদ্দীন ইয়াসিন। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এই নামটি খুব একটা আলোচিত ছিলো না। কিন্তু রাজার পছন্দে শেষ পর্যন্ত তিনিই দায়িত্ব নিলেন। নতুন একজন প্রধানমন্ত্রী পেলেও মালয়েশিয়ার রাজনীতিকে ঘিরে এখন বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কারণ প্রভাবশালী রাজনীতিক ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেন নি। মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, মুহিদ্দীনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা। মুহিদ্দীন ইয়াসিনকে মাহাথিরের উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছেন মালয়েশিয়ার রাজা এবং আজ রবিবার তিনিই তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দীনকে সমর্থন দিচ্ছে সাবেক ক্ষমতাসীন দল। দুর্নীতির অভিযোগে ওই সরকারের পতন হয়েছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ বলছেন, তিনি এই নিয়োগকে পার্লামেন্ট...

ড্রোনের কাছে পরাজিত হবে মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫!

Image
মার্কিন খ্যাতনামা বৈদ্যুতিক মোটর গাড়ি টেসলা এবং বেসরকারি মহাকাশ যান সংস্থা স্পেসএক্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, যুদ্ধবিমানের দিন শেষ হয়ে গেছে। যুদ্ধে ড্রোনের কাছে হেরে যাবে মার্কিন জঙ্গি বিমান এফ-৩৫। দূর থেকে ড্রোন পরিচালনা করে মানুষ অনেক বেশি স্বনির্ভরতা থাকায় এর উড্ডয়ন কৌশল হয় অনেক উন্নত। কাজেই ড্রোনের মোকাবেলায় এফ-৩৫’র জেতার কোনো সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন নির্মিত এফ-৩৫ যুদ্ধ বিমানের মডেল ভেদে চলতি বাজার মূল্য নয় কোটি ৪০ লাখ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। তিনি বলেন, আগামী দিনে জঙ্গি বিমান নয় বরং যুদ্ধে লড়বে ড্রোন বহর। আমরা চাই বলেই এমনটি ঘটবে না বরং  ভবিষ্যতে এমনটিই ঘটতে চলেছে। আমেরিকার অরল্যান্ডোতে বিমান যুদ্ধ সংক্রান্ত সিম্পোজিয়ামে মার্কিন বিমান বাহিনীর লে. জেনারেল জন থমসনের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন তিনি। মহাকাশ গবেষণায় এবং তৎপরতার ক্ষেত্রে উদ্ভাবন,আবিষ্কার এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, এমনটি না করা হলে মহাকাশের ক্ষেত্রে আমেরিকা দ্বিতীয় সারিতে চলে যাবে সে...

শান্তিচুক্তি ভঙ্গ করলেই ফের অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

Image
ফাইল ছবি ২০০১ সালে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। তারপর কেটে গেছে ১৯ বছর। টানা যুদ্ধে দু’পক্ষেই ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। এরপর গতকাল শনিবার শান্তিচুক্তি সই করেছে দু’পক্ষ। তবে চুক্তি ভঙ্গ করে তালেবানরা আবার যদি কোন অঘটন ঘটানোর চেষ্টা করে তাহলে আমেরিকা কড়া জবাব দেবে। আফগানিস্তানে নিজেদের সেনা মোতায়েন করবে। শনিবার একথাই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল চুক্তি সম্পন্ন হওয়ার পর ঐতিহাসিক এই ঘটনার জন্য জাতিসংঘ ও ন্যাটোকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তির শর্ত মেনে আজ রবিবার থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানান। এর পাশাপাশি আফগানিস্তানের তালিবান নেতাদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে যুদ্ধ করে সবাই খুব ক্লান্ত। এর ফলে অনেকের যেমন প্রাণ গেছে তেমনি আহতও হয়েছেন প্রচুর মার্কিন সেনা সেনা। তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন ধরে মার্কিন সেনারা প্রচুর তালেবান জঙ্গিকে শেষ করেছে। তবে এখন শান্তির আবহাওয়ায় তা মনে রাখার দরকার নেই। বরং এখন ম...