Posts

Showing posts from December 25, 2019

বড়দিনে মধ্যপ্রাচ্যের জন্য পোপের শান্তি প্রার্থনা

Image
বুধবার ভ্যাটিকেন সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় বিশ্ব শান্তির জন্য দোয়া করেন পোপ। ছবি-সংগৃহীত মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শান্তির জন্য প্রার্থনা করেছেন খ্রিস্টানদের প্রধান ধর্ম যাজক পোপ ফ্রান্সিস। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ভ্যাটিকেন সিটিতে আয়োজিত অনুষ্ঠানে এক বক্তৃতায় পোপ এই প্রার্থনা করেন। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ যেখানে চরমপন্থা ও অর্থনৈতিক মন্দা চলছে তাদের জন্যও দোয়ার পাশাপাশি বিশ্বজুড়ে শরণার্থী সংকট সমাধানেরও আহবান জানান। খবর রয়টার্স’র বুধবার ভ্যাটিকেন সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সামনে দেওয়া বক্তৃতায় বিশ্ব শান্তির জন্য দোয়া করেন পোপ। এসময় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাকে চলমান সংঘাত নিরসন করতে শান্তির ডাক দিয়েছেন। বিশেষত সিরিয়া সংকট সমাধান এবং সেখানকার মানুষের কষ্ট লাঘব করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। তাছাড়া দ্বন্দ্ব ও সংঘাতের জেরে তৈরি হওয়া শরণার্থী সংকট সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজ দেশ ছেড়ে ...

প্র থম বৈঠকে তর্কে জড়ালেন শাজাহান ও নানক, ধমক খেলেন রাজ্জাক

Image
আওয়ামী লীগের নতুন কমিটির শূন্য থাকা পদগুলোয় মনোনীতদের নাম ঘোষণা করা হবে আগামীকাল। কমিটি গঠনের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদিকে গতকাল প্রথম বৈঠকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন নতুন দুই প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক। কমিটিতে একজনের জন্য তদবির করেন প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক। এ সময় ধমকের সুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, এসব নামের প্রস্তাব কেন আনেন? এসব করবেন না। কারও তদবির মানা হবে না। এবার নারী নেত্রীর সংখ্যা বাড়ছে। বৈঠকের উপস্থিত একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। গত রাতে প্রেসিডিয়ামের সভা শেষে গণভবনের মূল ফটকের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটি গঠনের দায়িত্ব দলীয় সভানেত্রীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে। তবে বাদবাকি কমিটিতে কারা আসছেন এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি তিনি। জানতে চাইলে বলেন, কিছু নতুন নেতা কেন্দ্রীয় কমিটিতে আসার সম্ভাবনা আছে। আংশিক কমিটি থেকে বাদ পড়া মন্ত্রীদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হচ্ছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রীদের কমিটিতে রাখা না...

বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির সম্ভাবনা, আরও কমবে তাপমাত্রা

Image
প্রতীকী ছবি দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়লেও পরে আরও কমে যাবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমল হক বলেন, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিকালীন সময়ে আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমে যেতে পারে এবং চলমান শৈত্যপ্রবাহ আরও বেশি অঞ্চলজুড়ে অব্যাহত থাকতে পারে। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

একুশ শতকে আরও ৫৫ বার সূর্যকে ঢাকার সুযোগ পাবে চাঁদ

Image
একুশ শতক শেষ হতে বাকি রয়েছে আর প্রায় ৮১টি বছর। ওই সময়ের মধ্যে সূর্যকে ঢাকার সুযোগ চাঁদ পাবে ৫৫ বার!সামনের সেই আটটি দশকে সূর্যের ৫৫টির বেশি পূর্ণগ্রাস দেখার সৌভাগ্য হবে না আমাদের। তা-ও হবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে। এখানে হলে, তা অন্যখানে দেখা যাবে না। আর আকাশ মেঘে ঢাকা থাকলে তো ‘ইস’ বলা ছাড়া আর কোনো উপায়ই নেই।  ‘‘সূর্যের পূর্ণগ্রাস দেখতে পাওয়াটা তো চাট্টিখানি কথা নয়। তার ’১৮ মাসে বছর’ যে! ১৮ মাস পর পর একটি করে পূর্ণগ্রাস হয় সূর্যের। সেটাই যে প্রকৃতির নিয়ম। যখন সূর্যের মুখ পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। তার ফলে, দৃশ্যমান হয়ে ওঠে সূর্যের বায়ুমণ্ডল। যা এক বিরল দৃশ্য। এক মায়াবী পরিবেশ তৈরি হয় পৃথিবীর সেই অংশে’’, বলছেন ভারতের মোহনপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকে‌শন অ্যান্ড রিসার্চ (আইসার-কলকাতা) এর অধ্যাপক সৌরপদার্থবিজ্ঞানী দিব্যেন্দু নন্দী। নাসা জানাচ্ছে, এই শতাব্দীতে ২২৪টির বেশি সূর্যগ্রহণ হওয়া সম্ভব নয়। তার মধ্যে মাত্র ৬৭টি গ্রহণ হবে পূর্ণগ্রাস। তার মধ্যে ১২টি হয়ে গিয়েছে ইতোমধ্যেই। ২০০১ সালের ২১ জুন থেকে ২০১৯-এর ২ জুলাই পর্যন্ত। ফলে, বাকি রয়েছে আর সূর্য...

এবার জাপান–চীন–দক্ষিণ কোরিয়ার জোট, সঙ্গে আরও ১৩ দেশ

Image
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন, চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি: রয়টার্স জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আজ মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চেংদুতে চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য বিরোধ চলাকালে এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে নতুন একটি মুক্ত বাণিজ্য জোট গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে মত বিনিময় করেছেন তিন নেতা। বৈঠকের শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী বলেন, তিন দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন নিয়ে আলোচনা ত্বরান্বিত করার পাশাপাশি আরও ১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে বিস্তৃত একটি মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদন নিয়েও আলোচনা করেছে। তিনি বলেন, মুক্ত বাণিজ্য নীতি সমুন্নত রাখাসহ তিন দেশের অর্থনৈতিক সংযুক্তি এগিয়ে নিতে তাঁরা সম্মত হয়েছেন। আলোচনায় উত্তর কোরিয়ার পরম...

প্রবাসী কর্মীদের জন্য হটলাইন চালু

Image
[ছবি: সংগৃহীত] সম্ভাব্য অভিবাসী, প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ সবাইকে অভিবাসন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যসেবা দিতে হটলাইন চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ব্র্যাক। নম্বরটি হলো-০৮০০০১০২০৩০। যে কেউ বিনা খরচে এই নম্বরে ফোন করে অভিবাসন সংক্রান্ত তথ্য জানতে পারবেন। পাশাপাশি বিদেশ থেকেও অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্যসেবা পাওয়া যাবে +৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে। বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফোন করে সরাসরি তথ্যসেবা পাওয়া যাবে। এ সময়ের বাইরে ফোন করলে সে ফোনকলটির রেকর্ড থেকে পরবর্তীতে কলদাতার সঙ্গে যোগাযোগ করা হবে। গতকাল মঙ্গলবার ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘নিরাপদ প্রত্যাবর্তন এবং টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক অনুষ্ঠানে হটলাইনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় আইওএম বাংলাদেশ-এর মনিটরিং, এভালুয়েশন, একাউন্টেবিলিটি ও লার্নিং বিভাগের প্রধান ফিনিয়াস জেসি এবং ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান তার সঙ্গে ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রত্যাশা প্রকল...

এক দশকে সর্বাধিক ডাউনলোড হওয়া ১০ অ্যাপ

Image
[ছবি: সংগৃহীত] দশকের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা। গোটা দশকের হিসাবনিকাশের সময়। সেই হিসাব চলছে প্রযুক্তির দুনিয়াতেও। ‘অ্যাপ অ্যানি’ নামে একটি সংস্থা এই দশকের সব থেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে। মোবাইল মার্কেট ডেটা এবং অ্যানালিটিকস ফার্ম ‘অ্যাপ অ্যানি’ ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। মার্কিন এই সংস্থার প্রধান অফিসসান ফ্রানসিস্কোতে। অ্যাপ অ্যানি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে অ্যাপগুলো সব থেকে বেশি ডাউনলোড হয়েছে তার প্রথম ১০টির তালিকা প্রকাশ করেছে। তালিকাটা দেখলে বলতেই হবে—এই দশক ছিল সত্যিকারে ‘সোশ্যাল মিডিয়ার দশক’। ফেসবুক:  তালিকার শীর্ষস্থান নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তালিকার সবার ওপরে যথারীতি রয়েছে ফেসবুক। গুগলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম অর্কুট-কে এতটাই টক্কর দিতে শুরু করে যে, শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় সেটি। তবে প্রথমে ফেসবুক এতটা জনপ্রিয় হয়নি। ২০০৪ সালে প্রথম বাজারে আসে ফেসবুক। পরে নিজের খোল-নলচে বদলে লঞ্চ করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফেসবুককে। অ্যাপের যুগ শুরু হওয়ার পর ফেসবুকের আরো বিস্তার ঘটে। ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত হ...

ঈশ্বর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিকেও ভালবাসেন: পোপ ফ্রান্সিস

Image
পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস বড় দিনের সূচনায় বলেছেন, ঈশ্বর এখনো আমাদের সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে নিকৃষ্ট মানুষটিকেও। ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিয়ায় হাজার হাজার মানুষের সামনে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, আপনার পরিকল্পনা ভুল হতে পারে, আপনি সবকিছু নষ্ট করে দিতে পারেন... কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবেসে যাবেন। বিবিসির সংবাদদাতা বলেছেন, অনেকেই ধারণা করছেন, যৌন নিপীড়ন ও চার্চে নানা কেলেংকারির দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেছেন। এছাড়া ভ্যাটিকানে বড়দিন শুরুর আগের সন্ধ্যার প্রার্থনায় সেখানে অংশ নেয় বহু শিশু। ভেনেজুয়লা, ইরাক ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে বাছাই এসব শিশুদের আনা হয় বলে বিবিসি জানিয়েছে। সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ফের সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় ফিরে বিশ্ববাসীর উদ্দেশে বড়দিনের ঐতিহ্যবাহী পেপল বার্তা দেবেন। আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বিশ্বব্যাপী বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা,গৃহদুয়ার আর...

ইয়েমেনের আরও একটি তেল ট্যাংকার আটক করল সৌদি আরব

Image
ইয়েমেনের তেল বহনকারী আরেকটি ট্যাংকার আটক করেছে সৌদি আরব। এ নিয়ে সৌদি আরব এ পর্যন্ত ইয়েমেনের আটটি তেল ট্যাংকার আটক করল এবং এসব ট্যাংকারে মোট ৮৮ হাজার টন অকটেন এবং এক লাখ ২৮ হাজার টন ডিজেল ছিল। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি নতুন এই তেলবাহী ট্যাংকারটি আটকের কথা জানিয়ে বলেছে, ট্যাংকারটি ইয়েমেনের আল-হুদায়দা বন্দরে যাচ্ছিল। কোম্পানির বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক প্রত্যেকটি ট্যাংকারের কাছে ইয়েমেনের বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের অনুমতিপত্র ছিল।  প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে দেশটির হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এবার ইয়েমেনের সাধারণ নাগরিকদের দুঃখ-কষ্ট আরো বাড়ানোর লক্ষ্যে সেদেশ অভিমুখী তেল ট্যাংকার আটকের নীতি গ্রহণ করেছে রিয়াদ। ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেন ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে। বিডি-প্রতিদিন/মাহবুব

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের গণ-উৎপাদন চালাচ্ছে উত্তর কোরিয়া'

Image
ফাইল ছবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের ব্যাপকভিত্তিক উৎপাদন চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োদো। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো। জানা যায়, কিম গত ফেব্রুয়ারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী বিশাল লরি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের লরিতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে আরেক স্থানে বহন এবং যে কোন সময় যে কোন স্থান থেকে নিক্ষেপ করা যায়। তবে এতদিন হাতে গোনা কিছু লরি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র বহন করা হলেও এগুলোর গণ-উৎপাদন শুরু করেনি পিয়ংইয়ং।  জাপানি বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া এরকম ৭০টি লরি তৈরির যন্ত্রাংশ আমদানি করার জন্য কয়েক কোটি ডলার বাজেট বরাদ্দ দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন যন্ত্রের গণ-উৎপাদনের খবর জানতে পেরেছে। এসব সংস্থা এখন এ তথ্য জানার চেষ্টা করছে যে, পিয়ংইয়ং ঠিক কি পরিমাণ লরি উৎপাদন করছে এবং এগুলো উৎপাদনের কাজ কতখানি অগ্রসর হয়েছে...

২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ১০৯ জঙ্গি নিধন, বড় সাফল্য আফগান সেনার/২৪ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪০

Image
প্রতীকী ছবি আফগানিস্তানের রাজধানী কাবুলসহ ১৫টি ভিন্ন ভিন্ন ১৫টি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ১৮টি অপারেশন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ১০৯ জন জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচজন জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক টুইটে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের নানান প্রদেশে অভিযান চালিয়ে মোট ১৮টি অপারেশন চালানো হয়েছে। এতে ১০৯ জঙ্গি নিহত, ৪৫ গুরুতর আহেত এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।' যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়নি যে, এই সন্ত্রাসবাদীরা আসলে কোন দলের? সূত্র: এই সময়  বিডি-প্রতিদিন/মাহবুব

মহাকাশ বাহিনী গড়ে তুলবে আমেরিকা, বিরোধিতা করছে চীন/২৪ ডিসেম্বর, ২০১৯ ২২:১০

Image
আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে আমেরিকা মহাকাশে যে সামরিক আধিপত্য বিস্তারের কৌশল নিয়েছে তা পুরো মানবসভ্যতার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল সোমবার রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন। মার্কিন সরকার মহাকাশ বাহিনী নামে একটি বাহিনী গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে। মার্কিন সরকারের ওই পরিকল্পনার বিরুদ্ধে তিনি এ বক্তব্য দিলেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জাতীয় প্রতিরক্ষা বাজেটে সই করেছেন। এবারের বাজেটে মহাকাশ বাহিনী গড়ে তোলার জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মহাকাশ বাহিনী গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলে আসছিলেন। মার্কিন বিমানবাহিনী বিষয়ক মন্ত্রী বারবারা ব্যারেট বলেছেন, চীন এবং রাশিয়া দিন দিন বৃহত্তর হুমকি হয়ে ওঠার কারণে আমেরিকার মহাকাশ বাহিনী গড়ে তোলা উচিত। এ বক্তব্যের বিরোধিতা করে গেং শুয়াং বলেন, আমেরিকার এ ধরনের বাহিনী গড়ে তোলার পদক্ষেপ মহাকাশের শান্তিপূর্...