ইয়েমেনের আরও একটি তেল ট্যাংকার আটক করল সৌদি আরব

ইয়েমেনের আরও একটি তেল ট্যাংকার আটক করল সৌদি আরব

ইয়েমেনের তেল বহনকারী আরেকটি ট্যাংকার আটক করেছে সৌদি আরব। এ নিয়ে সৌদি আরব এ পর্যন্ত ইয়েমেনের আটটি তেল ট্যাংকার আটক করল এবং এসব ট্যাংকারে মোট ৮৮ হাজার টন অকটেন এবং এক লাখ ২৮ হাজার টন ডিজেল ছিল।
ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি নতুন এই তেলবাহী ট্যাংকারটি আটকের কথা জানিয়ে বলেছে, ট্যাংকারটি ইয়েমেনের আল-হুদায়দা বন্দরে যাচ্ছিল।
কোম্পানির বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক প্রত্যেকটি ট্যাংকারের কাছে ইয়েমেনের বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের অনুমতিপত্র ছিল। 
প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে দেশটির হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এবার ইয়েমেনের সাধারণ নাগরিকদের দুঃখ-কষ্ট আরো বাড়ানোর লক্ষ্যে সেদেশ অভিমুখী তেল ট্যাংকার আটকের নীতি গ্রহণ করেছে রিয়াদ।
ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেন ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে।
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা