Posts

Showing posts from April 1, 2019

আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪

Image
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তারা সবাই লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।  খবর এনডিটিভির। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি হয়। পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিডি প্রতিদিন/কালাম

মহাকাশে অস্ত্র শক্তি প্রদর্শনের ঘোরতর বিরোধী পাকিস্তান

Image
ফাইল ছবি মহাকাশের লড়াইয়ে ভারত এখন মহাশক্তিধর। গত বুধবার বিষয়টি সামনে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ভারতের হাতে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে ধ্বংস করা যেতে পারে উপগ্রহ। ভারত যখন সাফল্যের উদযাপনে ব্যস্ত, তখন এ নিয়ে পাকিস্তানের তরফ থেকে এল বিপরীত প্রতিক্রিয়া। তবে সেই প্রতিক্রিয়ায় ভারতের জন্য প্রশংসা ছিল না। বরং দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে অস্ত্র শক্তি প্রদর্শনের ঘোরতর বিরোধী পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মোহম্মদ ফয়জল সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, মহাকাশের উপর অধিকার সমগ্র মানবজাতির। তাই প্রতিটি রাষ্ট্রের উচিত মহাকাশকে অন্তত সামরিক কার্যকলাপের বাইরে রাখা। এই প্রসঙ্গেই তিনি মহাকাশের ব্যবহারে আন্তর্জাতিক আইন আরও কঠোর করার দাবি তুলেছেন। মহাকাশে বিভিন্ন দেশের আর্থ সামাজিক কাজে কোনো দেশ যেন বিপদ না তৈরি করতে পারে, সেই কারণেই পাকিস্তানের তরফ থেকে এই দাবি করা হয়েছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

খাগড়াছড়ির মিদিঙ্গা বাঁশ ও বেত দিয়ে তৈরি হয় ফসল রাখার পাত্র খারাং ও লাই

Image
খাগড়াছড়ির মিদিঙ্গা বাঁশ ও বেত দিয়ে তৈরি হয় ফসল রাখার পাত্র খারাং ও লাই  

খাশোগির খুনীদের প্রশিক্ষণ দিয়েছিলো যুক্তরাষ্ট্র

Image
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি। সৌদি সাংবাদিক জামাল খাশোগির কিলিং মিশনে থাকা হত্যাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একাধিক কর্মকর্তা তাকে বলেছেন, তু্রস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার আগে কিলিং মিশনে অংশ নেয়াদের অনেকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়। পোস্ট জানায়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঐ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিলিং মিশনে নেতৃত্ব দেয় সৌদি গোয়েন্দা সংস্থার কর্নেল মেহের মাতরেব। সৌদি আরবের ধনী পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি লন্ডনে একসঙ্গে কাজ করার সময় খাশোগির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। আরও পড়ুনঃ  মদ খেলে ভালো ইংরেজি বলা যায়: গবেষণা রিপোর্ট গত বছরের ২ অক্টোবর ইস্তাম্...