আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪

আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তারা সবাই লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। খবর এনডিটিভির।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি হয়।
পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা