Posts

Showing posts from June 24, 2022

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Image
  স্যামি স্টেডিয়ামে শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা। এই সেশনে ব্যাটে কিংবা বলে দারুণ একটা শুরু এনে দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে টাইগারদের নিয়ন্ত্রণে। এ বিষয়ে সাকিব বলেন, দ্বিতীয় টেস্টে আমরা প্রথম দুই ঘণ্টার ব্যাটিং এবং বোলিং ফোকাস করতে পারি। এরপর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। কিন্তু প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

কাতার বিশ্বকাপের নিয়মে যে পরিবর্তন আনল ফিফা

Image
  ছবি আল-জাজিরার ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার। করোনার বিষয়টি মাথায় রেখে কাতার বিশ্বকাপের জন্য বেশ কিছু নিয়মে শিথলতা এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)।  এতদিন বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে সর্বাধিক ২৩ জন ফুটবলার উপস্থিতির অনুমতি থাকত। কোভিডের কারণেই এবার সেই সংখ্যা বাড়িয়ে ২৬ জন করা হল । এছাড়া পরবর্তী ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০২৩ এর ১৬ মার্চ। রাওয়ান্ডাতে হবে ফিফা কংগ্রেস। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন হবে এই ফিফা কংগ্রেস থেকেই। ২০১৮ ফিফা কংগ্রেস হয়েছিল রাওয়ান্ডার কিগালিতেই। কাতার বিশ্বকাপের জন্য যে বিষয়গুলিতে বদল হয়েছে : ১. কোভিডের কারণে যাতে বিশ্বকাপ আয়োজনে সমস্যা না তৈরি হয়, সে জন্যই ফাইনাল স্কোয়াডে ফুটবলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২. রিলিজ লিস্টে ফুটবলারের সংখ্যা সর্বাধিক ৩৫ থেকে ৫৫ করা হয়েছে। ৩. ফাইনাল স্কোয়াডে সদস্য সংখ্যা অন্তত ২৩ এবং সর্বাধিক ২৬ করা হয়েছে। ৪. বিশ্বকাপের স্কোয়াডে থাকা ফুটবলারদের ক্লাব স্তরে ফাইনাল ম্যাচ ডে ১৩ নভেম্বর, ২০২২। ৫. ২৬ জনের বেশি সদস্য বেঞ্চে থাকতে পারবেন না। এর মধ্যে সর্বাধিক ১৫ জন পরিবর্ত ফুটবলার এবং ১১ জন টিম অফিসি...

ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন বিজয়, মুমিনুল বাদ

Image
  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট টস হেরে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন ব্যাটার এনামুল বিজয়, বাদ পড়েছেন সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক।২০১৪ সালে সেন্ট লুসিয়াতেই সবশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। আর পেসার মোস্তাফিজকে দলের বাইরে রেখে মূল একাদশে ফেরানো হয়েছে শরীফুল ইসলামকে। প্রথম টেস্টে সাত উইকেটে হারা টাইগারদের সামনে ড্যারেন স্যামি স্টেডিয়ামের এই ম্যাচ সিরিজ বাঁচানো ও মুখ রক্ষার লড়াই। অধিনায়ক সাকিবের সাদা পোশাকের এবারের প্রথম অ্যাসাইমেন্টটা ভালো হয়নি। কেবল সাকিব ছাড়া এন্টিগা টেস্টে আর কেউ লড়াই পর্যন্ত করতে পারেননি। তবে ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর প্রেরণাই আছে মূল ভরসা হয়ে। বিডি প্রতিদিন/নাজমুল