কাতার বিশ্বকাপের নিয়মে যে পরিবর্তন আনল ফিফা

 কাতার বিশ্বকাপের নিয়মে যে পরিবর্তন আনল ফিফা

ছবি আল-জাজিরার

ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার। করোনার বিষয়টি মাথায় রেখে কাতার বিশ্বকাপের জন্য বেশ কিছু নিয়মে শিথলতা এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)। এতদিন বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে সর্বাধিক ২৩ জন ফুটবলার উপস্থিতির অনুমতি থাকত। কোভিডের কারণেই এবার সেই সংখ্যা বাড়িয়ে ২৬ জন করা হল



এছাড়া পরবর্তী ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হবে ২০২৩ এর ১৬ মার্চ। রাওয়ান্ডাতে হবে ফিফা কংগ্রেস। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন হবে এই ফিফা কংগ্রেস থেকেই। ২০১৮ ফিফা কংগ্রেস হয়েছিল রাওয়ান্ডার কিগালিতেই।



কাতার বিশ্বকাপের জন্য যে বিষয়গুলিতে বদল হয়েছে :

১. কোভিডের কারণে যাতে বিশ্বকাপ আয়োজনে সমস্যা না তৈরি হয়, সে জন্যই ফাইনাল স্কোয়াডে ফুটবলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
২. রিলিজ লিস্টে ফুটবলারের সংখ্যা সর্বাধিক ৩৫ থেকে ৫৫ করা হয়েছে।
৩. ফাইনাল স্কোয়াডে সদস্য সংখ্যা অন্তত ২৩ এবং সর্বাধিক ২৬ করা হয়েছে।
৪. বিশ্বকাপের স্কোয়াডে থাকা ফুটবলারদের ক্লাব স্তরে ফাইনাল ম্যাচ ডে ১৩ নভেম্বর, ২০২২।
৫. ২৬ জনের বেশি সদস্য বেঞ্চে থাকতে পারবেন না। এর মধ্যে সর্বাধিক ১৫ জন পরিবর্ত ফুটবলার এবং ১১ জন টিম অফিসিয়াল।



 এই ১১ জন টিম অফিসিয়ালের মধ্যে অন্তত একজন চিকিৎসক থাকতে হবে।

সূত্র : ফিফাগোল ডটকম, বিবিসি ও টিভি নাইন।

বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা