Posts

Showing posts from July 17, 2021

৬০ বারের বেশি গ্রেফতারও দমাতে পারেনি যে ফিলিস্তিনি নারীকে

Image
জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের রোল মডেল হানাদি হালাওয়ানি। ইসরাইলি বাহিনী ৬০ বারের বেশি বার গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি। কয়েক সপ্তাহ আগেও ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি। ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন 'মুরাবিতাত' এর নের্তৃত্ব দিচ্ছেন তিনি। ইসরায়েলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানিকে। বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরায়েল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।      তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার। আটকের পর মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী। হানাদি হালাওয়ানি ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সবার নৈতিক ও আইনি সমর্থন চান।  বিডি প্রতিদিন/ফারজানা  

মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

Image
  মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক। জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, অবরোধ ও সামরিক অভ্যুত্থানের কবলে পড়ে মিয়ানমারের শিশুরা আকস্মিক জীবনহানির শিকার হচ্ছে। অভ্যুত্থানের মাধ্যমে সু চি-সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের পর থেকেই শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এতে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ। ওটানি বলেন, মিয়ানমারের শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও আটকের শিকার হচ্ছে। বাবা-মা, ভাই-বোনদের মতো নিজেদের গুলির লক্ষ্যবস্তু হতে দেখছে তারা। এ কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা গঠ...