Posts

Showing posts from August 3, 2019

২০০টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তৈরি হবে ভারতে

Image
ভারতের হায়দরাবাদে তৈরি হবে ইসরায়েলি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল 'স্পাইক এমআর'। ভারতের ‘কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড’ ও ইসরায়েলের ‘রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম’ যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করবে। মোট ২০০টি মিসাইল তৈরি হবে। ইসরায়েলি এই 'স্পাইক এমআর' মিসাইলের রেঞ্জ ২.৫ কিলোমিটার। সমতলে ও মরুভূমিতে দিনের আলোয় এবং রাতের অন্ধকারে এই মিসাইল পরীক্ষা করা হয়েছে। ভারতীয় সেনার চাহিদা অনুযায়ীই এই মিসাইলের রেঞ্জ ঠিক করা হয়েছে। এটি থার্ড জেনারেশন মাল্টি-পারপাস ইলেক্ট্রো অপটিক্যাল মিসাইল। এই মিসাইলকে ‘fire and forget’ মিসাইল বলা হয়। ট্রাইপড, হেলিকপ্টার, গাড়ি কিংবা ভেসেল- যে কোনও জায়গা থেকেই এই মিসাইল লঞ্চ করা যায়। ভারতের কাছে মিসাইল কেনার জন্য দুটি পছন্দ ছিল। প্রথমটি যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ও দ্বিতীয়টি স্পাইক এম আর। কিন্তু ভারত মিসাইলের পাশাপাশি প্রযুক্তিও কিনতে চেয়েছিল। তাতে আমেরিকা রাজি না হওয়ায় ইসরায়েলের স্পাইক এম আর মিসাইলই পেয়ে যায় ভারত। আগামী দিনে এই মেড ইন ইন্ডিয়া মিসাইলটি অন্যান্য দেশকে বিক্রিও করা হবে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্...

মরনাথ যাত্রায় হামলার আশঙ্কা, নেপথ্যে মাসুদ আজহারের ভাই

Image
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রায় হতে পারে বড়সড় জঙ্গি হামলা। নিরাপত্তার খাতিরে তাই মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রা। দেশটির গোয়েন্দা দফতরের গোপন সূত্র জানায়, এই নাশকতার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক জঙ্গির তকমা পাওয়া মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহারের। খবর দ্য ওয়াল এর। জানা গেছে, আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উত্তর কাশ্মীরের সোপরে বড়সড় নাশকতা চালানোর ছক কষেছিল পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই প্ল্যানের মাস্টারমাইন্ড ইব্রাহিম আজহার। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের মুজাফফরাবাদে গত মাসেই দেখা গিয়েছে ইব্রাহিমকে।  শুক্রবারই লেফেটেন্যান্ট জেনারেল ধিলোঁ জানিয়েছেন, অমরনাথের যাত্রা পথে উদ্ধার করা হয়েছে একটি ল্যান্ডমাইন, যেখানে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। এছাড়াও টেলিস্কোপিক ভিউয়ের ব্যবস্থা সম্পন্ন একটি এম-২৪ আমেরিকান স্নাইপার রাইফেলও পাওয়া গেছে। এর থেকে এটা স্পষ্ট যে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন অমরনাথ যাত্রীদের উপর বড়সড় হামলার ছক কষেছিল। সম্ভবত সেই প্ল্যানে মদত ছিল পাক সেনাবাহিনীরও।  বিড...

হংকংয়ে জননিয়ন্ত্রণ সরঞ্জাম বিক্রি বন্ধের আহ্বান

Image
বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে সমালোচিত হয়েছে হংকং পুলিশ। ছবি: রয়টার্স মার্কিন আইনপ্রণেতাদের এক দ্বিপক্ষীয় গোষ্ঠী হংকং পুলিশের কাছে যুদ্ধাস্ত্র ও জননিয়ন্ত্রণ সরঞ্জাম বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। হংকং পুলিশের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ট্রাম্প প্রশাসনের কাছে এ আহ্বান জানান আইনপ্রণেতারা। হংকংয়ের গণতন্ত্র কর্মী জোশুয়া ওং চলতি সপ্তাহে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের ছবিসহ এক টুইট করেন। পুলিশ আন্দোলনকারীদের ওপর এসব ব্যবহার করছে বলে জানান তিনি। কংগ্রেসের মানবাধিকার কমিশনের প্রতিনিধি ক্রিস্টোফার স্মিথ ও জেমস ম্যাকগভার্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও বাণিজ্যসচিব উইলবার রসকে একটি চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। তাঁরা লিখেছেন, ‘ভবিষ্যতে হংকং পুলিশ বাহিনীর কাছে জনতা ও দাঙ্গানিয়ন্ত্রণ সরঞ্জামাদি বিক্রয় স্থগিত করার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হংকংয়ের শান্তিপূর্ণ প্রতিবাদের অভ্যন্তরীণ দমন-পীড়নে অবদান রাখবে না বলে প্রকাশ্যে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।’ হংকং ও চী...

যুক্তরাষ্ট্রে আরো চীনা পণ্যে শুল্ক আরোপ

Image
ছবি: সংগৃহীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরো ৩০ হাজার কোটি ডলারের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন ক্যাটাগরির চীনা পণ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র এর আগেও চীনের হাজার হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যে শুল্ক দিয়েছিল। বেইজিংও পরে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসায়। দুই দেশের এই ‘শুল্ক যুদ্ধ’ বিশ্ববাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—বিশ্লেষকদের এমন আশঙ্কার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা কমাতে চলতি বছর ওয়াশিংটন ও বেইজিং কয়েক দফা বৈঠকও করেছে। গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের সর্বশেষ বৈঠকের পরই ট্রাম্প নতুন করে আরো ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক বসালেন। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার ফলে ‘কার্যত’ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা সব চীনা পণ্যেই শুল্ক বসতে যাচ্ছে। বৃহস্পতিবার টুইটারে ট্রাম্প নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন। চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে যে আগে থেকেই ২৫ শতাংশ শুল্ক আছে, তাও স্মরণ করিয়ে দেন তিনি। সাংহাইয়ে গত সপ্তাহের বৈঠকে চীন ‘আরো বেশি মার্কিন কৃষিপণ্য নেও...

ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতের পাড় ধসে নিহত ৩

Image
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে সমুদ্র সৈকত লাগোয়া উঁচু পাড় ধসে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও দু'জন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সান দিয়াগো শহরের দক্ষিণে এনসিনিটাস নামের সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। জানা যায়, এ ঘটনায় সমুদ্র তীরে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। ধসের পর ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানো হয় এবং উদ্ধার কার্যক্রম চালানো হয়। সাগরের তীব্র ঢেউ তীরে আছড়ে পড়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাইক স্টেইন জানায়, আহত দুইজন কে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও নিহতদের নাম প্রকাশ করেনি। এদিকে উদ্ধারকর্মীরা জানান, পাহাড়ের উপরে থাকা বাড়িগুলো বিপদ মুক্ত। তবে আহতদের উদ্ধার করতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ জায়গাটা নিরাপদ ছিল না। এমনকি পাহাড় ধসের সময় সৈকতে অনেক মানুষের ভিড় ছিল। এনসিনিটাস সমুদ্র সৈকতটি স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। মূলত ছুটির দিনগুলোতে এই সৈকতটিতে বেশ ভিড় থাকে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কাশ্মীরে আতঙ্কের মধ্যে ভারতের হাতে ৩ পাকিস্তানি গোয়েন্দা আটক/ আপডেট : ৩ আগস্ট, ২০১৯ ১৪:৫৬

Image
একদিকে আতঙ্কের পরিস্থিতি ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর। অমরনাথ যাত্রীদের জরুরিভাবে ফিরিয়ে আনা হচ্ছে উপত্যকা থেকে। দেশটির গোয়েন্দাদের কাছে খবর আছে, ভারতের মাটিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছে পাকিস্তান। এরই মধ্যে ভারতে ধরা পড়ল তিন পাকিস্তানি গোয়েন্দা। খবর কলকাতা 24x7 এর। ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করা হচ্ছিল, সেটা জানতে পেরেই হরিয়ানা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা একাধিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানি হ্যান্ডলারের হাতে তুলে দিচ্ছিল বলে জানা গিয়েছে। আটকরা হল রাগিব, মেহতাব ও খালিদ। এরা সবাই উত্তরপ্রদেশের মুজফফরনগরে থাকে বলে জানা গিয়েছে। আর্মি ক্যান্টমেন্ট এলাকায় নির্মাণ শ্রমিকের বেশে তারা পাকিস্তানের হয়ে গোয়েন্দার কাজ করত।  এদিকে, কাশ্মীর থেকে পাকিস্তানে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এতে, দ্রুত তীর্থযাত্রীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, কখনও যাত্রীদের এভাবে কাশ্মীর ছাড়তে বলা হয়নি। গতকাল শুক্রবার সেই নির্দেশিকায় বলা হয়, ‘গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে জানা গিয়েছে অমতনাথ যাত্রীদের টার্গেট করেছে পাকিস্তানি জঙ্গিরা। তাই যাত্রীদে...