২০০টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তৈরি হবে ভারতে

২০০টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তৈরি হবে ভারতে

ভারতের হায়দরাবাদে তৈরি হবে ইসরায়েলি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল 'স্পাইক এমআর'। ভারতের ‘কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড’ ও ইসরায়েলের ‘রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম’ যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করবে। মোট ২০০টি মিসাইল তৈরি হবে।
ইসরায়েলি এই 'স্পাইক এমআর' মিসাইলের রেঞ্জ ২.৫ কিলোমিটার। সমতলে ও মরুভূমিতে দিনের আলোয় এবং রাতের অন্ধকারে এই মিসাইল পরীক্ষা করা হয়েছে। ভারতীয় সেনার চাহিদা অনুযায়ীই এই মিসাইলের রেঞ্জ ঠিক করা হয়েছে।
এটি থার্ড জেনারেশন মাল্টি-পারপাস ইলেক্ট্রো অপটিক্যাল মিসাইল। এই মিসাইলকে ‘fire and forget’ মিসাইল বলা হয়। ট্রাইপড, হেলিকপ্টার, গাড়ি কিংবা ভেসেল- যে কোনও জায়গা থেকেই এই মিসাইল লঞ্চ করা যায়।
ভারতের কাছে মিসাইল কেনার জন্য দুটি পছন্দ ছিল। প্রথমটি যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ও দ্বিতীয়টি স্পাইক এম আর। কিন্তু ভারত মিসাইলের পাশাপাশি প্রযুক্তিও কিনতে চেয়েছিল। তাতে আমেরিকা রাজি না হওয়ায় ইসরায়েলের স্পাইক এম আর মিসাইলই পেয়ে যায় ভারত। আগামী দিনে এই মেড ইন ইন্ডিয়া মিসাইলটি অন্যান্য দেশকে বিক্রিও করা হবে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয়। 
সূত্র: কলকাতা ২৪*৭
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা