Posts

Showing posts from March 8, 2020

শান্তিচুক্তি মেনে চলার ইচ্ছা নেই তালেবানের

Image
আফগানিস্তানে গত শুক্রবার একটি সমাবেশে হামলায় ৩২ জন নিহত হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছে। গতকাল রাজধানী কাবুলে। ছবি: এএফপি আফগানিস্তানে প্রায় ১৯ বছর যুদ্ধের পর সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। এই চুক্তির পর তালেবানের মনোভাব কী, তা নিয়ে বেশ কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের সরকার। এতে দেখা যাচ্ছে, এই শান্তিচুক্তি মেনে চলার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই তালেবানের। যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা এসব তথ্য এনবিসি নিউজকে জানিয়েছেন। এই তিন কর্মকর্তার একজন বলেছেন, দুই পক্ষের সম্মতির ভিত্তিতে যে চুক্তি হয়েছে, তা মেনে চলার কোনো লক্ষণ নেই। দেশটির গোয়েন্দাদের কাছে এসব কথা বলেছেন তিনি। এ ছাড়া বাকি দুই কর্মকর্তাও ব্যাখ্যা করে বলছেন, তালেবানের উদ্দেশ্য কী, এ নিয়ে স্পষ্ট তথ্য রয়েছে। ট্রাম্পও এ নিয়ে গত শুক্রবার এক অভূতপূর্ব মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার পর তালেবান ‘হয়তো’ সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেরই করতে হবে। আপনি কেবল ...

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

Image
ওয়ানডে অধিনায়কত্ব পেলেন তামিম ইকবাল। ছবি: প্রথম আলো বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা বিদায় নিয়েছেন। তাঁর উত্তরসূরি নির্বাচনে আজ সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ এ সভায় তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজের ঠিক আগে চোটে পড়ায় মাশরাফি তখন শ্রীলঙ্কায় যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন তামিম। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তাঁর। ২০১০-১১ থেকে তিনি অনেক ম্যাচেই তিনি তাঁর দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১০-১১ মৌসুমে ঢাকা লিগে তিনি একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। পাশাপাশি ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে ২টি ম্যাচ আর ২০১৩-১৪ মৌসুমে বিসিএলে দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন। ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নকে দুটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৬ সাল...

নববধূর লাশের অপেক্ষায় নদীপাড়ে স্বামী

Image
রাজশাহীর পদ্মা নদীতে বর-কনেবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার পর জীবিত উদ্ধার হয়েছেন বর আসাদুজ্জামান রুমন (২৬)। কিন্তু তলিয়ে গেছে তার স্ত্রী সুইটি খাতুন পূর্ণিমা (১৬)। নৌকাডুবির ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও রুমন তার স্ত্রীর লাশটি পাননি। স্ত্রীর লাশের অপেক্ষায় রুমন এখনও নদীপাড়ে অপেক্ষা করছেন। রুমন পদ্মা নদীর ওপারে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন ওয়ার্ড বয়। আর কনে পূর্ণিমা একই উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহিন আলীর মেয়ে। নবম শ্রেণি পড়ুয়া সুইটির সঙ্গে রুমনের বিয়ে হয়েছিল দেড় মাস আগে। তখন অনুষ্ঠান করা হয়নি। বৃহস্পতিবার কনের বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে বরপক্ষের কাছে তুলে দেওয়া কনেকে। সেদিন বরপক্ষের লোকজন কনেকে নিয়ে গিয়েছিলেন নিজের বাড়ি। পরদিন শুক্রবার বরের বাড়িতে হয় বৌ-ভাত। প্রথা অনুযায়ী বর-কনেকে আনতে গিয়েছিলেন কনেপক্ষের স্বজনরা। ফেরার পথে দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। কনে পূর্ণিমাসহ নিখোঁজ রয়েছে আরও তিনজন। একটি নৌকায় পূর্ণিমার সঙ্গে ছিলেন তার মামাতো বোন তারিকা খাতু...

রাজশাহীতে নৌকাডুবি মৃতের সংখ্যা বেড়ে ৬, এখনও নিখোঁজ ৩

Image
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শনিবার আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মনি বেগম (৪৫), রতন, এখলাস উদ্দিন. রশ্নি ও শামীম। মনি বেগম নিখোঁজ কনের চাচী আর রশ্নি হলো শামীমের কন্যা। এ নিয়ে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। বিকালে উদ্ধার হওয়া রশ্নি ও শামীমকে এক জায়গাতে পাওয়া যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শামীম তার শিশুকন্যাকে জড়িয়ে ধরেছিলেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আর তিনজন। তারা হলেন কনে সুইটি খাতুন (২০), কনের খালা আঁখি ও কনের ফুপাতো বোনের মেয়ে রুবাইয়া।    নিখোঁজদের খুঁজতে রাজশাহীর পদ্মা নদীতে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে চারটি উদ্ধারকারী ইউনিট। এর মধ্যে রাজশাহী সদর ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি রংপুর থেকে আসা একটি, বিআইডব্লিউটিএর একটি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ইউনিট নদীতে কাজ করছে।   নৌকাডুবির ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীর অতিরি...

বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

Image
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগান নিয়ে বরিশালে আঁধার ভাঙ্গার শপথে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা ১মিনিটে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জলন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, বেসরকারী উন্নয়ন সংস্থা আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে নারী দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় নারী নির্যাতন বন্ধ ও প্রতির...