শান্তিচুক্তি মেনে চলার ইচ্ছা নেই তালেবানের
আফগানিস্তানে গত শুক্রবার একটি সমাবেশে হামলায় ৩২ জন নিহত হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছে। গতকাল রাজধানী কাবুলে। ছবি: এএফপি আফগানিস্তানে প্রায় ১৯ বছর যুদ্ধের পর সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। এই চুক্তির পর তালেবানের মনোভাব কী, তা নিয়ে বেশ কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের সরকার। এতে দেখা যাচ্ছে, এই শান্তিচুক্তি মেনে চলার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই তালেবানের। যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা এসব তথ্য এনবিসি নিউজকে জানিয়েছেন। এই তিন কর্মকর্তার একজন বলেছেন, দুই পক্ষের সম্মতির ভিত্তিতে যে চুক্তি হয়েছে, তা মেনে চলার কোনো লক্ষণ নেই। দেশটির গোয়েন্দাদের কাছে এসব কথা বলেছেন তিনি। এ ছাড়া বাকি দুই কর্মকর্তাও ব্যাখ্যা করে বলছেন, তালেবানের উদ্দেশ্য কী, এ নিয়ে স্পষ্ট তথ্য রয়েছে। ট্রাম্পও এ নিয়ে গত শুক্রবার এক অভূতপূর্ব মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার পর তালেবান ‘হয়তো’ সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেরই করতে হবে। আপনি কেবল ...