বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগান নিয়ে বরিশালে আঁধার ভাঙ্গার শপথে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা ১মিনিটে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জলন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, বেসরকারী উন্নয়ন সংস্থা আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে নারী দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় নারী নির্যাতন বন্ধ ও প্রতিরোধ করার অঙ্গীকার করে শপথ পাঠ করেন তারা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা