Posts

Showing posts from June 17, 2022

বন্যার্তদের মাঝে ১০০ টন শুকনো খাবার দেবে গণস্বাস্থ্যকেন্দ্র

Image
  সিলেট নগরীতে এখন যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। ছবিটি শুক্রবার নগরীর উপশহর এলাকা থেকে তোলা গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিনে সিলেট ও সুনামগঞ্জসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি না নেমে যাওয়া পর্যন্ত ১০০ টন চিড়া, গুড়, বন রুটি, টোজ বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদের পুনর্বাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে।  গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এমতাবস্থায় সিলেট বিভাগের গণস্বাস্থ্য কেন্দ্রের দুটি উপকেন্দ্রের মধ্যে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালও বন্যায় প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের আশপাশের গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় শুক্রবার জরুরি ভিত্তিতে ঢাকা থেকে দুপুরে ৫ টন চিড়া এবং ১ টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্যকেন্দ্র ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্যকেন্দ্র...

ঢলের পানিতে ভেসে গেলো লোহার ব্রিজ, বিভিন্ন এলাকা প্লাবিত

Image
  ঢলের পানিতে ভেসে গেলো লোহার ব্রিজ শেরপুরের নালিতাবাড়ীতে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীতে পানির ঢল নেমেছে। শুক্রবার বিকেলে চেল্লাখালী নদীর উপর দুইটি লোহার ব্রিজ প্রবল পানির স্রোতে ভেসে গেছে। ভোগাই নদীর সাতটি জায়গায় পাড় ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ভোগাই নদীর পানি নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, গতকাল রাত থেকেই ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে উপজেলার দুটি নদীতে ঢল নামে। ঢলের পানিতে শুক্রবার সকাল থেকেই দুটি নদীর পানির স্রোতে বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজার থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার চেল্লাখালী নদীর উপর একটি লোহার ব্রীজ ও আমবাগান বাজার থেকে পশ্চিমে ইকোপার্ক যাওয়ার চেল্লাখালী নদীর উপর আরেকটি লোহার ব্রিজ দুপুরের দিকে স্রোতের তোরে নদীতে ভেসে যায়। এছাড়াও ঢলের পানি বাঁধ উপচে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো-বাতকুচি, পোড়াগাঁও, লক্ষিকুড়া ও ধুপাকুড়া। এদিকে, ভোগাই নদী...

পদ্মায় ধরা পড়েছে ১৩ কেজির বোয়াল, দাম ১৬ হাজার টাকা!

Image
  ফরিদপুরে দোয়ারিতে (জাল) ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বোয়াল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার পদ্মা  ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে এ মাছটি ধরা পড়ে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারির (৩৩) পাতা দোয়ারিতে ধরা পড়ে এ মাছ। কামাল হোসেন ব্যাপারি মাছটি চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে নিয়ে আসেন। ওই বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছটির খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মাছ ব্যবসায়ী রিপন হালদারের কাছে।   পরে রিপন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ মাছটি কেনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে মুকুল মোল্লা (৩৮)  মুকুল মোল্লা ও একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী রাজ্জাক শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫)।  বিডি প্রতিদিন/নাজমুল

৬ মাসের শিশুকেও দেয়া যাবে করোনা টিকা: যুক্তরাষ্ট্রের এফডিএ

Image
  এবার ছয় মাসের শিশুকেও ফুল ডোজ করোনা টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাস (এফডিএ)। আজ শুক্রবার সংস্থাটি জানিয়েছে, জরুরি দরকার পড়লে ফাইজার ও মডার্নার টিকা শিশুদেরকেও দেওয়া যাবে। এফডিএ বলেছে, মডার্নার দুই ডোজ টিকা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে দেওয়া যাবে। আর ফাইজারের টিকা ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের দেওয়া যাবে তিন ডোজ। এফডিএ প্রধান রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক পিতামাতা ও চিকিৎসকরা ছয় মাসের কম বয়সী শিশুদের সুরক্ষার জন্য টিকা দেওয়ার বিষয়ক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আমাদের প্রত্যাশা টিকা ছোটদের করোনা থেকে সুরক্ষা দেবে, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার হার কমাবে।’ তবে বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্র ও প্রতিরোধ বিষয়ক সংস্থা (সিডিসি)। বিশেষজ্ঞদের উপদেষ্টা কমিটির সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সিডিসি। সূত্র:  এনডিটিভি বিডি প্রতিদিন/নাজমুল