পদ্মায় ধরা পড়েছে ১৩ কেজির বোয়াল, দাম ১৬ হাজার টাকা!
ফরিদপুরে দোয়ারিতে (জাল) ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বোয়াল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার পদ্মা ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে এ মাছটি ধরা পড়ে।
সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারির (৩৩) পাতা দোয়ারিতে ধরা পড়ে এ মাছ।
পরে রিপন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ মাছটি কেনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের দুই বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে মুকুল মোল্লা (৩৮) মুকুল মোল্লা ও একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী রাজ্জাক শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫)।
বিডি প্রতিদিন/নাজমুল
Comments