Posts

Showing posts from February 19, 2020

আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পুড়ল ইমরান সরকারের

Image
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফের (FATF) কালো তালিকা এড়াতে পারলেও ‘ধূসর তালিকা’ এড়াতে পারেনি পাকিস্তান। আর এতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের আরও একবার মুখ পুড়ল বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। সূত্রের খবর, পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চেষ্টা চালিয়েছিল নয়াদিল্লি। এমনকী, ধূসর তালিকাও এড়ানোরও চেষ্টা করেছিল ইসলামাবাদ। তবে সেই চেষ্টা ধোপে টিকল না। একটি অভ্যন্তরীণ রিপোর্টে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা জানায়, ‘প্যারিসের আর্থিক টাস্ক ফোর্সের (Financial Action Task Force) দ্বারা নিষিদ্ধ হওয়ার ফলে, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার ধাক্কা খাবে। এই পদক্ষেপ বিনিয়োগ এবং অন্যান্য পুঁজি আসার ক্ষেত্রে প্রভাব পড়বে। ফলে তার সঙ্গে প্রভাব পড়বে আইএমএফ-এর আর্থিক জোগানেও।’ এপ্রিলের মধ্যে ধূসর তালিকা থেকে পাকিস্তানকে বের না করা হলে তারা কালো তালিকায় চলে যাবে। মঙ্গলবার প্যারিসে বৈঠক করেন এফএটিএফের ৩৯ জন সদস্য। পাকিস্তান ও ইরানের ঝুঁকির রেটিং নিয়ে সপ্তাহভর প্লেনারি তৈরি হয় সেখানে। ইসলামাবাদকে সমর্থনের কথা জানিয়েছে তুর্কি ও মালয়েশিয়া। গত ...

ইরানকে সামলাতে নতুন সেনা কমান্ড খুলছে ইসরায়েল

Image
ইরানকে সামলাতে সেনাবাহিনীর একটি বিশেষ শাখা খুলতে যাচ্ছে ইসরায়েল।  মঙ্গলবার দেশটির সেনাবাহিনী জানায়, নতুন এই কমান্ডের প্রধান হিসেবে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেয়া হবে। সেনা কর্মকর্তাদের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। বলা হয়েছে, নতুন এই কমান্ডের ধরন কেমন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। সূত্র: আল-আরাবিয়াহ বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করল তুরস্ক

Image
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী ও মিত্ররা যখন সামরিক অভিযান চালাচ্ছে তখন তুরস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার চলমান অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, তুরস্কের সামরিক বাহিনী অন্তত ৩০০ গাড়ির বিশাল বহর নিয়ে সিরিয়ার ইদলিব প্রদেশে ঢুকেছে।  হুবের তুর্ক টেলিভিশন বলছে, তুর্কি বহরে সামরিক ট্রাক, সাঁজোয়া যান, ট্যাংক এবং সেল্ফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে। এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে তুরস্কের সামরিক বহর সন্ত্রাসী অধ্যুষিত ইদলিবের মাতারিম এলাকায় পৌঁছেছে। এলাকাটি কৌশলগত এম-ফোর মহাসড়কের কাছে অবস্থিত। সিরিয়ার সেনাদের অভিযানের কেন্দ্রবিন্দু সারাকেব শহর এবং সরকার নিয়ন্ত্রিত লাতাকিয়া শহরকে সংযুক্ত করেছে এ মহাসড়ক। ইদলিব প্রদেশ তুরস্ক সরকারের ১২টি পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। সিরিয়ার সেনারা তুরস্কের সীমান্তবর্তী বির...