সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করল তুরস্ক

সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করল  তুরস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী ও মিত্ররা যখন সামরিক অভিযান চালাচ্ছে তখন তুরস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার চলমান অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ দেখা দিয়েছে।
মঙ্গলবার তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, তুরস্কের সামরিক বাহিনী অন্তত ৩০০ গাড়ির বিশাল বহর নিয়ে সিরিয়ার ইদলিব প্রদেশে ঢুকেছে। 
হুবের তুর্ক টেলিভিশন বলছে, তুর্কি বহরে সামরিক ট্রাক, সাঁজোয়া যান, ট্যাংক এবং সেল্ফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে।
এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে তুরস্কের সামরিক বহর সন্ত্রাসী অধ্যুষিত ইদলিবের মাতারিম এলাকায় পৌঁছেছে। এলাকাটি কৌশলগত এম-ফোর মহাসড়কের কাছে অবস্থিত। সিরিয়ার সেনাদের অভিযানের কেন্দ্রবিন্দু সারাকেব শহর এবং সরকার নিয়ন্ত্রিত লাতাকিয়া শহরকে সংযুক্ত করেছে এ মহাসড়ক।
ইদলিব প্রদেশ তুরস্ক সরকারের ১২টি পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। সিরিয়ার সেনারা তুরস্কের সীমান্তবর্তী বিরাট এলাকা পুনরুদ্ধার করার পর তুরস্কের বেশ কিছু পোস্ট এখন সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় পড়ে গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা