Posts

Showing posts from May 3, 2017
Image
ইউটিউবের নতুন ডিজাইন অনলাইন ডেস্ক সংগৃহীত ছবি ইউটিউব তাদের ওয়েবসাইটে নতুন ডিজাইন নিয়ে পরীক্ষা শুরু করেছে। ম্যাটেরিয়াল ডিজাইনের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটের রিডিজাইন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।   এ ব্যাপারে ইউটিউবের ব্যবহারকারীর অভিজ্ঞতা বিভাগটির প্রধান ফ্রেড গিলবার্ট বলেন, প্রতিষ্ঠানটি আরও অনেক ভিডিও সহজে আবিস্কারের জন্যই পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও এখানে সাইড বার মেন্যু সরিয়ে নেয়া হয়েছে এবং বাম পাশে উপরে ইউটিউব লোগো আরও ছোট করা হয়েছে।   ব্যবহারকারীরা নতুন ডিজাইন ব্যবহার করে দেখতে পারবেন। আর ভালো না লাগলে পুরনো ডিজাইনে ফিরে যাওয়ার সুযোগও রয়েছে। নতুন ডিজাইনে ইউটিউব ওয়েবসাইটকে ইউটিউব টিভির মতো মনে হবে।   সূত্র: ম্যাশেবল বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ
Image
এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ০৩ মে, ২০১৭ ইং ১৭:২৫ মিঃ ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফলপত্র হস্তান্তর করবেন।    দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। শিক্ষার্থীরা আগামীকাল দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।   শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বলেন, এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।   তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী  দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি ব...
Image
খেলা সংবাদ বিশ্ব মিডিয়ায় আলোচিত ৪ বলে ৯২ রান দেওয়া নিষিদ্ধ বোলার অনলাইন ডেস্ক ০৩ মে ২০১৭, ১৬:১৬ বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেটের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা! ফাইল ছবি ৪ বলে ৯২ রান? যেকোনো পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে তো দূরের কথা, পাড়ার গলি ক্রিকেটের জন্যও তো বিস্ময়কর ঘটনা। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ রান দেওয়া বোলার সুজন মাহমুদ এর আগে একবার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রধান সংবাদমাধ্যমের খবর হয়েছিলেন। কাল বিসিবি তাঁকে ১০ বছর নিষিদ্ধ করার পর আরেক দফা এলেন খবরে।  সুজনের পাশাপাশি একই লিগে ৭ বলে ৬৪ রান দেওয়া তাসনিম হাসানকেও একই শাস্তি দিয়েছে বিসিবি। আজীবন নিষিদ্ধ করা হয়েছে সুজনের ক্লাব লালমাটিয়া ক্রিকেট ক্লাব ও তাসনিমের ক্লাব ফিয়ার ফাইটার্সকে। এ ছাড়া অন্তত পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজার।  সবচেয়ে কম শাস্তি হয়েছে ওই দুটি ম্যাচই পরিচালনা করা দুই আম্পায়ার আজিজুল বারী ও শামসুর রহমানের। ঠিকভাবে ম্যাচ পরিচালনা করতে না পারায় তাঁদের নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য। সঙ্গে ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেওয়া হ...