Posts

Showing posts from July 19, 2018

মঙ্গোলিয়ায় ভয়াবহ বন্যা, ৪৮ জনের প্রাণহানি

Image
মঙ্গোলিয়ায় ব্যাপক বন্যায় ৪৮ জন প্রাণ হারিয়েছে বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানের ১৮৫টি বাড়িঘরের ৬শরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল।  জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যায় ৪৮ জন মারা গেছে। এদের মধ্যে নয় শিশু রয়েছে। এদিকে দেশটির আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বড়ো বড়ো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে। এছাড়া ওইসব অঞ্চলে আরও বৃষ্টিপাতেরও আশংকা করছে আবহাওয়া অফিস। সূত্র: সিনহুয়া বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

হৃদরোগের লক্ষণ

Image
হৃদরোগ এক নীরব ঘাতক। আগে ধারণা করা হতো হৃদরোগ কেবল বার্ধক্যকালের অসুখ। কিন্তু আজকাল শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে। অনেকেই হৃদরোগের লক্ষণগুলো জানেন না এবং বুঝতে পারেন না। তাই বিশ্বে প্রতি বছর শুধু সচেতনতার অভাবে হৃদরোগ আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যায়। নিয়মিত শরীরচর্চার অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নাগরিক জীবন, ধূমপান ইত্যাদি কারণ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই হৃদরোগের ঝুঁকি থেকে বেঁচে থাকতে অবশ্যই এই কারণগুলো থেকে দূরে থাকা উচিত। এছাড়া হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কে জ্ঞান থাকলে অনেকাংশে কমে যায় হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। হৃদরোগের উপসর্গগুলো হলো-বুকে ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট, পেটের উপরিভাগের মাঝখানে ব্যথা, বাম হাত ও চোয়ালে ব্যথা অনুভব করা, মাথা ঘোরানো, শরীরের উপরের অংশ যেমন-পিঠ, কাঁধ, ঘাড় ইত্যাদি স্থানে ব্যথা কিংবা অস্বস্তি থাকা ইত্যাদি। এসকল লক্ষণ অনুভূত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

মঙ্গলে মাকড়সার ঝাঁক নিয়ে রহস্য! যা বললেন বিজ্ঞানীরা

Image
সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে বহু আগেই গবেষণা শুরু করেছে নাসা। আর তারই জের ধরে এবার মঙ্গলে দেখা মিলল মাকড়সার ঝাঁকের! গত ১৩ মে তোলা এই ছবি এবার সামনে নিয়ে এলো নাসা। ছবিতে মঙ্গলের দক্ষিণ মেরুতে এই মাকড়সার ঝাঁককে দেখে চমক লাগবে। তবে আসলে ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা আদৌ মাকড়সা নয়।  নাসার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই ছবি। সেখানেই রহস্য ফাঁস করে জানানো হয়েছে, ওই মাকড়সা আসলে কার্বন ডাই অক্সাইডের আইস ক্যাপ। শীতকালে ওই অঞ্চলে মাকড়সা-চিহ্ন তৈরি হয়েছিল। শীত চলে গিয়ে বসন্তকাল এলে সূর্যের আলোয় ধীরে ধীরে দাগগুলো ফুটে উঠতে থাকে মঙ্গলের মাটিতে। সেই ছবিই ধরা পড়েছে নাসার ক্যামেরায়। দেখে মনে হচ্ছে বুঝি মাকড়সার ঝাঁক চলেছে সার বেঁধে। বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ