মঙ্গোলিয়ায় ভয়াবহ বন্যা, ৪৮ জনের প্রাণহানি

মঙ্গোলিয়ায় ভয়াবহ বন্যা, ৪৮ জনের প্রাণহানি
মঙ্গোলিয়ায় ব্যাপক বন্যায় ৪৮ জন প্রাণ হারিয়েছে বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানের ১৮৫টি বাড়িঘরের ৬শরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল। 
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যায় ৪৮ জন মারা গেছে। এদের মধ্যে নয় শিশু রয়েছে।
এদিকে দেশটির আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বড়ো বড়ো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে। এছাড়া ওইসব অঞ্চলে আরও বৃষ্টিপাতেরও আশংকা করছে আবহাওয়া অফিস।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা