Posts

Showing posts from October 21, 2018

পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল করলে পরিস্থিতি ভয়াবহ হবে: রাশিয়া

Image
রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল করলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে জানিয়েছে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারগেই রিয়াবকভ। আমেরিকাকে সতর্ক করে  তিনি এ  বার্তা জানান । খবর ফার্স্ট পোষ্টের।   তিনি এক সংবাদমাধ্যমে বলেন, এটা খুবই বাজে একটা উদ্যোগ নিতে যাচ্ছে আমেরিকা। আমি নিশ্চিত এটা শুধু দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করবে না সারা বিশ্বজুড়ে এর খারাপ প্রভাব পড়বে।       রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'তাস'কে তিনি বলেন, বিশ্বের নিরাপত্তার জন্য এ চুক্তি ছিল।  এছাড়া বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের কেউ যাতে অপব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যে  ছিল এ  চুক্তি।    রাশিয়ার ওই মন্ত্রী অভিযোগ করে বলেন,  আমেরিকা আমাদের ব্লাকমেইল করতে চাচ্ছে। তারা সুযোগ খুঁজছে আমাদের থেকে কিছু পাওয়ার আশায়।   গতকাল শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা গত তিন দশক ধরে চলা রাশিয়া-আমেরিকার পারমাণবিক অস্ত্র চুক্তিটি তারা বাতিল করতে যাচ্ছে।   এনিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের দেশ এই চুক্তিকে শুরু থেকেই সম্...

রণসজ্জা শেষ, যুদ্ধের জন্য প্রস্তুত বিক্রমাদিত্য

Image
রণসজ্জা শেষ ভারতের একমাত্র বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের। আগামী ২৩ অক্টোবর কোচি বন্দর থেকে সমুদ্রে নামানো হবে ভারতের এই গর্বের যুদ্ধজাহাজকে। কয়েক দিন পরই এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারকে নিয়ে যাওয়া হবে কর্নাটকে তার নিজের বন্দর কারওয়ার-এ। ২০১৩ সালে ভারতীয় নৌসেনায় যোগদানের পর এই নিয়ে দ্বিতীয়বার আগাগোড়া মেরামতির কাজ করা হল বিক্রমাদিত্যের। এই পর্যায়ে কাজ চলেছে লাগাতার পাঁচ মাস। খরচ পড়েছে ৭০৫ কোটি টাকা। সমুদ্রে ভাসমান অবস্থায় বিক্রমাদিত্যের মতো যুদ্ধজাহাজের পুরো মেরামতি করা সম্ভব হয় না। সেই কারণে তাকে নিয়ে আসতে হয় ড্রাই ডকে। সেক্ষেত্রে জাহাজের তলদেশেও মেরামতির কাজ করা সম্ভব হয়।  সমুদ্রে ভাসমান অবস্থায় ডুবুরি নামিয়ে শুধু ছোটখাট মেরামতির কাজই সম্ভব হয়। এই পর্যায়ের কাজ ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পরবর্তী নিয়মমাফিক মেরামতির  জন্য ২০২০ বা ২০২১ সাল নির্দিষ্ট করা ছিল। কোচিতে অবশ্য জাহাজটিকে যেভাবে সারানো হয়েছে, তাতে সেই বাধ্যবাধকতা আর নেই।তাই আগামী পাঁচ-ছয় বছর কোনও বিরতি ছাড়াই সমুদ্রে ভেসে বেড়াতে পারবে আইএনএস বিক্রমাদিত্য, এমনটাই জা...

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করছেন ট্রাম্প

Image
রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ছবি: এএফপি রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া চুক্তিটি ‘লঙ্ঘন’ করছে দাবি করে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের মাইলফলক চুক্তিটি ১৯৮৭ সালে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওই চুক্তিটির মাধ্যমে ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটারের মধ্যে মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিষিদ্ধ করা হয়। গতকাল শনিবার নেভাদায় নির্বাচনী সমাবেশ শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যেখানে আমাদের অনুমতি নেই, সেখানে রাশিয়াকে আমরা অস্ত্র ব্যবহার করতে দিতে পারি না। আমি জানি না, কেন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে কোনো আলোচনা করেননি বা প্রত্যাহার করে নেননি। তারা (রাশিয়া) বহু বছর ধরে এই চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে।’ ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের চুক্তিটি ১৯৮৭ সালে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাই...

সৌদির সঙ্গে চুক্তি বাতিল করলে মার্কিনিরা বেকার হয়ে যাবে: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাসোগির মৃত্যু নিয়ে সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। তবে তিনি দেশটির সঙ্গে তার দেশের কোটি কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ট্রাম্প শনিবার বলেন, তবে খাসোগির মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সৌদি কর্তৃপক্ষ ১৮জনকে গ্রেফতার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই শীর্ষ সহযোগী ও গোয়েন্দা সংস্থার অপর তিন সদস্যকে বরখাস্ত করেছে।একে একটি বড়ো এবং ভালো পদক্ষেপ উল্লেখ করে ট্রাম্প বলেন, কিন্তু আমি জবাব পেতে চাই। তবে রিয়াদের সাথে করা তার দেশের অস্ত্র চুক্তি বাতিলের বিষয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, এর ফলে আমরেকিার চাকুরির বাজারে প্রভাব পড়বে। সৌদি আরবে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ সহ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, এর সঙ্গে লাখ লাখ আমেরিকানের চাকুরির বিষয় জড়িয়ে আছে। অস্ত্র চুক্তি বাতিল আমাদের জন্যে শুভ হবে না। এটি তাদের চেয়েও আমাদের জন্যে বেশি ক্ষতির কারণ হবে। আমরা বাতিল করলেও রিয়াদ চীন কিংবা রাশিয়ার মতো কোন দেশ থেকে ঠিকই অস্ত্র কিনে নেবে। তবে ...

গাজার সীমান্ত গেট খুলে দিয়েছে ইসরায়েল

Image
বিক্ষোভের মুখে গাজার সঙ্গে সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে গাজার সীমান্ত গেট গিয়ে পণ্য ও মানুষের যাতায়াত আবারও চালু হবে।   চারদিন আগে ফিলিস্তিনি রকেট হামলার পর সীমান্ত গেটগুলো বন্ধ করে দেয়া হয়। রবিবার সহিংসতা থামানোর উদ্দেশে গেটটি খুলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।   ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, ‘হামাস সহিংসতা বন্ধ করতে উদ্যোগ নেয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েকদিন সহিংসতা কম হয়েছে এবং লোকজনকে নিয়ন্ত্রণ চেষ্টা করেছে হামাস।’   চলতি বছরের মার্চ থেকে গাজায় এগারো বছর ধরে চলা ইসরায়েলি অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এ পর্যন্ত এতে ২ শ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।   ইত্তেফাক/টিএস

আর ভয় নেই, ভারতকে জানাল চিন, স্বস্তি অরুণাচল-অসমে

Image
অবশেষে প্রলয়ের আশঙ্কা কাটল। অরুণাচল-অসমকে পুরোপুরি স্বস্তি দিয়ে চিন জানিয়ে দিল, ধসের জেরে ইয়ারলুং সাংপো নদীতে তৈরি হওয়া কৃত্রিম হ্রদ পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। নয়াদিল্লিতে কেন্দ্রীয় জল কমিশনও জানিয়েছে, দেশের নদীগুলির জলস্তর স্বাভাবিক রয়েছে। ১৭ অক্টোবর সকালে তিব্বতের মিলিন এলাকার জিয়ালা গ্রামে পাহাড় ধস নামে। তার জেরে ইয়ারলুং সাংপোর গতিপথ বন্ধ হয়ে যায়। প্রাকৃতিক বাঁধ তৈরি হয়ে পুরোপুরি আটকে যায় নদীর গতিপথ। বাঁধের ওপারে নদীর জল আবদ্ধ হয়ে গড়ে ওঠে কৃত্রিম হ্রদ। সেই কৃত্রিম বাঁধ যে কোনও সময় ফেটে গেলে বিশাল জলরাশি তীব্র গতিতে হড়পা বানের মতো নীচের দিকে নামতে পারে, এই আশঙ্কাতেই চিন সীমান্ত সংলগ্ন অরুণাচল ও অসমকে সতর্কবার্তা পাঠায় চিন। অরুণাচলের টুটিং এলাকায় ভারতে ঢুকে ইয়ারলুং সাংপো নদীর নাম হয় সিয়াং। সিয়াংয়ের সঙ্গে পরে লোহিত, রঙানদী ও অন্য নদীর জল মিশে অসমের ধেমাজি পার করে সেই নদীই প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নামে। সেই কারণেই  ইয়ারলুং সাংপোয় জলোচ্ছ্বাস হওয়ায় অরুণাচলের টুটিং থেকে পাসিঘাট হয়ে অসমের ধেমাজি, লখিমপুর, ডিব...

আগামী বছরের শুরুতে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

Image
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং–উনের সঙ্গে আগামী বছরের শুরুতে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে ওই কর্মকর্তা কয়েকজন সাংবাদিককে জানান।  একই দিন (শুক্রবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, শিগগিরই তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং দুই নেতার বৈঠকের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন।  গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠক হওয়ার পরই দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনা চলছে। বিডি প্রতিদিন/এনায়েত করিম

মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারে কী ভূমিকা ছিল ভারতীয়দের

Image
অন্ধের হস্তিদর্শন’ হত ভারতীয় বিজ্ঞানীরা না থাকলে! চোখে দেখেন না যিনি, হাতির শুঁড় ছুঁয়ে় তিনি মনে করেন, ওটাই বুঝি হাতি! বা হাতি বলতে বোঝায় তার লেজটাই! ভারতীয় বিজ্ঞানীরাই পথটা দেখিয়েছিলেন, হাজারো গোলমাল (নয়েজ), রকমারি সঙ্কেত, শব্দের মধ্যে থেকে কী ভাবে আলাদা ভাবে চিনে নেওয়া যেতে পারে সেই বহুকাঙ্খিত অচেনা সুর। কয়েকশো কোটি বছর আগে যে সুর বা সুরগুলি দিয়ে কেউ গান বেঁধেছিল আর তা গেয়েছিল। আমেরিকার হ্যানফোর্ড আর লিভিংস্টোনে বসানো ‘লাইগো’র দু’টি ‘চোখ’ বা ডিটেক্টর ভারতীয় বিজ্ঞানীরাই প্রথম দেখাতে পেরেছিলেন, কয়েকশো কোটি বছর ধরে ব্রহ্মাণ্ডে ছড়াতে ছড়াতে সেই সুর শেষমেশ পৃথিবীতে এসে পৌঁছলেও তা হারিয়ে যেতে পারে হাজারো গোলমালের ভিড়ে। ফলে, হরেক গোলমালের মধ্যেও তাকে আলাদা করে চিনতে পারার দরকারটা সবচেয়ে বেশি। ‘লাইগো’র দু’টি ডিটেক্টর রয়েছে যতটা দূরে আরও পড়ুন-  যুগান্তকারী আবিষ্কার, নিউট্রন তারার ধাক্কার ঢেউ দেখা গেল প্রথম​ আরও পড়ুন-  আইনস্টাইনকে পাশ করিয়ে নোবেল পেলেন তিন পদার্থবিজ্ঞানী​ হারিয়ে যেও না গোলমালে... দুই ভারতীয় মহাকাশবিজ্ঞানী সঞ্জীব...