গাজার সীমান্ত গেট খুলে দিয়েছে ইসরায়েল
বিক্ষোভের মুখে গাজার সঙ্গে সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে গাজার সীমান্ত গেট গিয়ে পণ্য ও মানুষের যাতায়াত আবারও চালু হবে।
চারদিন আগে ফিলিস্তিনি রকেট হামলার পর সীমান্ত গেটগুলো বন্ধ করে দেয়া হয়। রবিবার সহিংসতা থামানোর উদ্দেশে গেটটি খুলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, ‘হামাস সহিংসতা বন্ধ করতে উদ্যোগ নেয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েকদিন সহিংসতা কম হয়েছে এবং লোকজনকে নিয়ন্ত্রণ চেষ্টা করেছে হামাস।’
চলতি বছরের মার্চ থেকে গাজায় এগারো বছর ধরে চলা ইসরায়েলি অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এ পর্যন্ত এতে ২ শ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
ইত্তেফাক/টিএস
Comments