Posts

Showing posts from October 2, 2018

আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত

Image
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার এ অঞ্চলের সেনা মুখপাত্র আহমেদ সাদিক ইসা এ তথ্য জানান। খবর সিনহুয়ার। এ সংঘর্ষে আরও সাত জঙ্গি আহত হয় বলেও জানান ওই কর্মকর্তা। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা জোর দিয়ে জানান, বিমানবাহিনীর সহযোগিতায় সরকারি বাহিনী খাস উরুজগান জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে। বিডি প্রতিদিন/এনায়েত করিম

পুতিনকে ভারতের তৈরি যুদ্ধবিমান উপহার দেবেন মোদি!

Image
শিগগিরই ভারতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এস-৪০০সহ একাধিক ডিফেন্স ডিল হবে বলেই আশা করছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। সেই ডিফেন্স ডিলে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের তৈরি যুদ্ধবিমান উপহার দেবেন মোদি! এমনটাই খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর সেভেন।  খবরে বলা হয়, পুতিনের সফরকালে ভারতের পক্ষ থেকে দেশে তৈরি ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তৈরি তিনটি MiG-21 ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। ভারতীয় জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হবে ওই ফাইটার জেটগুলি। একটি টাই ৭৫ এয়ারক্রাফট ও দুটি টাইপ ৭৭ এয়ারক্রাফট দেওয়া হবে। এরপর সেগুলি উড়ে যাবে রাশিয়ার দিকে। ১৯৮৫ পর্যন্ত রাশিয়াতেই তৈরি হত MiG-21 ফাইটার জেট। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য এই মিগ বিমান। বিমান বাহিনীতে এখন ১২০টি MiG-21 রয়েছে। এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ এস-৪০০ ট্রায়াম্ফ। ১১৩৫৬ ফ্রিজেট, ৪৮টি এমআই-১৭ভি-৫ হেলিকপ...

মার্কিন পণ্যের ওপর অধিক শুল্ক আরোপ করেছে ভারত: ট্রাম্প

Image
চলতি বছর বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে অধিক পরিমাণে শুল্ক বসিয়ে বাণিজ্য যুদ্ধের সূচনা করে। এরই ধারাবাহিকতায় এবার ভারতীয় পণ্যের ওপর অধিক শুল্ক আরোপের হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভারত বিভিন্ন মার্কিন পণ্যের ওপর অনেক শুল্ক আরোপ করেছে। এখন তাকে (ট্রাম্প) খুশি রাখতেই ভারত বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্রুত আলোচনা করতে চায়। সোমবার কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।  এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ওয়াশিংটন কোনো ধরনের চাপ অনুভব করছে না বলেও সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বেইজিংয়ের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের আগে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর সম্ভাবনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এ মানসিকতা দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কাছাকাছি নিয়ে এলো। তাছাড়া, ওয়াশিংটন আর বেইজিংয়ের এ পাল্টাপাল্টি শুল্ক দুই দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অটোমোবাইলসহ বিভিন্ন খাতের অসংখ্...