Posts

Showing posts from May 28, 2018

ভেনিজুয়েলায় মাদুরো বিরোধী দুই জেনারেল আটক

Image
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জেনারেলও রয়েছেন। রবিবার তাদের আইনজীবী একথা জানান। এই দুই জেনারেলের বিরুদ্ধে আট সেনা ও এক বেসামরিক লোকের একটি দলের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওই দুই সেনা কর্মকর্তার আইনজীবী আলফোনসো মেদিনা রোয়া বলেন, সামরিক আদালতে তাদের বিরুদ্ধে ‘জন্মভূমির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, বিদ্রোহে উস্কানি প্রদান ও সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।’ মাদুরো গত সপ্তাহে এক ভাষণে এই দলটিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। মানবাধিকার সংগঠন এনজিও ফোরো পেনাল এই গ্রেফতারকে রাজনৈতিক আটক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি ৩৫০ জনকে আটকের কথা উল্লেখ করে। এদের মধ্যে ৭০ সেনা সদস্য রয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

ভারতকে কেউ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলে না'

Image
ফাইল ছবি পাকিস্তানের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ।   কিছুদিন আগে ভয়েস অব আমেরিকা নামে একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেন, ‘‌ভারত যে পরমাণু অস্ত্রের হুমকি দেয় তা নিয়েও একবারও কেউ কোনও প্রশ্ন তোলে না। অথচ পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করলেই বার বার এই নিয়ে প্রশ্ন তোলা হয়। আমেরিকার উচিত ভারতকে থামতে বলা। আমরা সবসময় আমাদের পরিকল্পনা সর্বসমক্ষে প্রকাশ করে থাকি।’‌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মোশারফ বলেছেন, ‘‌পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী এবং মনমোহন সিং দু’‌জনের সঙ্গেই কথা বলেছি আমি। তারা শাস্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইতেন। কিন্তু মোদি আলোচনার কোনও উদ্যোগই নেননি।’‌ মোদি শাস্তি স্থাপন চায় না। শুধু আধিপত্য বিস্তার করতে চায় বলেও অভিযোগ করেছেন মোশারফ।  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

ইরান ইস্যুতে ৪৮ ভাগ মার্কিনী ট্রাম্পবিরোধী

Image
ইরানে সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি থেকে সম্প্রতি নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। তবে ট্রাম্পের এমন পদক্ষেপকে সমর্থন করেন না দেশটির ৪৮ শতাংশ মানুষ। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলটি অনেক রাখঢাক রেখে জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারপরও এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৪৮ ভাগ মানুষ ট্রাম্পের ইরানবিরোধী পদক্ষেপের বিপক্ষে কথা বলেছেন। এ জরিপের ফলাফলে আরও দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৩৪ ভাগ মানুষ ট্রাম্পের ইরানবিরোধী পদক্ষেপ সমর্থন করেছেন এবং ১৮ শতাংশ জনগণ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত ২৬ মে টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এ জনমত জরিপ চালিয়েছে ফক্স নিউজ। এদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে গত কয়েক দিন ধরে ওই...