ভেনিজুয়েলায় মাদুরো বিরোধী দুই জেনারেল আটক

ভেনিজুয়েলায় মাদুরো বিরোধী দুই জেনারেল আটক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জেনারেলও রয়েছেন। রবিবার তাদের আইনজীবী একথা জানান। এই দুই জেনারেলের বিরুদ্ধে আট সেনা ও এক বেসামরিক লোকের একটি দলের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওই দুই সেনা কর্মকর্তার আইনজীবী আলফোনসো মেদিনা রোয়া বলেন, সামরিক আদালতে তাদের বিরুদ্ধে ‘জন্মভূমির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, বিদ্রোহে উস্কানি প্রদান ও সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।’ মাদুরো গত সপ্তাহে এক ভাষণে এই দলটিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন।
মানবাধিকার সংগঠন এনজিও ফোরো পেনাল এই গ্রেফতারকে রাজনৈতিক আটক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি ৩৫০ জনকে আটকের কথা উল্লেখ করে। এদের মধ্যে ৭০ সেনা সদস্য রয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা