Posts

Showing posts from June 19, 2018

পরমাণু অস্ত্র মজুতে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান

Image
পরমাণু অস্ত্র মজুদের দিক দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে গেছে পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের উপর জোর দিলেও ভারত-পাকিস্তান ক্রমশই অস্ত্র মজুদ বাড়িয়ে চলছে। আর অস্ত্র মজুদ আর সমৃদ্ধকরণের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান।  দেশের বাজেটের সবচেয়ে বড় অংশ তারা খরচ করছে পরমাণু অস্ত্র তৈরিতে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি (SIPRI) একটি রিপোর্টে জানিয়েছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া- এই দেশগুলো মিলিয়ে চলতি বছরের শুরুতে ১৪,৪৬৫টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল।  সংখ্যার বিচারে দুই বড় শক্তিধর দেশ বাদ দিলে ব্রিটেনের কাছে ২১৫টি, ফ্রান্সের কাছে ৩০০, চীনের কাছে ২৮০, ভারতের কাছে ১৩০-১৪০টি, পাকিস্তানের কাছে ১৪০-১৫০টি, ইসরায়েলের কাছে ৮০টি এবং উত্তর কোরিয়ার কাছে ১০-২০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৮/আরাফাত

ইয়েমেন: হুদায়দাহতে বাড়ি ছেড়ে পালিয়েছে ২৬ হাজার মানুষ

Image
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদায়দাহতে নিজ বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার স্থানীয় বাসিন্দা। সেখানে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যকার সংঘাত থেকে নিজেদের রক্ষার জন্য নিজ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে তারা। এখন পর্যন্ত হুদায়দাহ ছেড়ে গেছে প্রায় ২৬ হাজার মানুষ। খবর আল জাজিরার। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজাররিককে উদ্ধৃত করে খবরে বলা হয়, এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ২০০ পরিবার বা প্রায় ২৬ হাজার মানুষ নিজ গৃহ ছেড়ে পালিয়েছে। তারা নিজ জেলায় বা হুদায়দাহ প্রদেশের অন্যান্য অংশে নিরাপদ স্থানের খোঁজে বাড়ি ছেড়ে গেছে। ডুজাররিক আরো বলেন, সেখানে হামলা অব্যাহত থাকলে এরকম বাড়ি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এদিকে, হুদায়দাহতে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসাইন। তিনি জানিয়েছেন, এই অভিযান কয়েক লাখ মানুষের জীবন বিপন্ন করতে পারে। ইত্তেফাক/ জেআর

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস

Image
প্রচণ্ড গরমে রাস্তার পাশের ট্যাপ থেকে পানি পান করছেন এক ব্যক্তি। ছবি: ভাস্কর মুখার্জি তীব্র দাবদাহে জ্বলছে কলকাতা। বৃষ্টি নেই। প্রচণ্ড গরমে জীবন হাঁসফাঁস। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল সোমবার ঘোষণা দিয়েছেন, ২০ থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সব সরকারি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেসরকারি বিদ্যালয়ের প্রতিও ছুটি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। কলকাতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখন গ্রীষ্মের ছুটি চলছে। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। গত ১০ বছরের মধ্যে জুনে এটাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কলকাতার আবহাওয়া দপ্তর বলেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো বর্ষা দুর্বল অবস্থায় রয়েছে। সাগর থেকে পুবালি হাওয়ার বদলে উত্তর ও মধ্য ভারত থেকে গরম হাওয়া ঢুকছে গাঙ্গেয় বঙ্গে। এতে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ বা দাবদাহ। এই তাপপ্রবাহ অবশ্য অন্ধ্র প্রদেশ, বিহার, ওডিশা, ঝাড়খন্ড ও গাঙ...

বিজেপির বিশেষ নজর উত্তর-পূর্ব ভারতে

Image
দিল্লিতে ক্ষমতা ধরে রাখতে উত্তর-পূর্ব ভারতে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এখানকার ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২১টিতেই জয় নিশ্চিত করতে চায় হিন্দুত্ববাদী দলটি। সেই লক্ষ্যেই গতকাল সোমবার গুয়াহাটিতে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক মাধ্যমকেই বেশি গুরুত্ব দিতে বলেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভারতের ৫৪৫টি লোকসভা আসনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যে আসনসংখ্যা ২৫। এর মধ্যে ১৪টি আসনই আসামে। গতকাল গুয়াহাটি সফরে গিয়ে তরুণ সম্প্রদায়কে দলে টানতে তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম বিভাগের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এখন থেকেই বেশি করে যুবকদের দলে আনার নির্দেশ দেন অমিত শাহ। মোদি সরকারের সাফল্যের প্রচার চালাতে হবে বলেও জানান। উত্তর-পূর্বাঞ্চলে ২৫টি আসনের মধ্যে বিজেপি ২০১৪ সালের নির্বাচনে পেয়েছিল ৮টি আসন। সেই সময়ে বিজেপি আসামের বাইরে শুধু অরুণাচল প্রদেশে একটি আসন পেয়েছিল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় উত্তর-পূর্বাঞ্চলে কংগ্রেসের আধিপত্য ছিল। ৮টি রাজ্যের মধ্যে ৫টিতে ক্ষমতায় ছিল কংগ্রেস। বিজেপি সঙ্গী দলের হাত ধরে শুধু ছিল নাগাল্যান্ডে। বর্তমানে পরিস্থিতি পুরো উল্টে গি...

মহাকাশে একাধিপত্য বিস্তারে তৎপর যুক্তরাষ্ট্রের 'স্পেস ফোর্স'!

Image
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কার্যালয়ের পেন্টাগনকে নতুন মার্কিন স্পেস ফোর্স গঠনের আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে এয়ারফোর্স থাকলেও ট্রাম্প পৃথকভাবে স্পেস ফোর্স গঠনে উদ্যোগী এবং তার জন্য কাজ শুরুর নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি৷ ট্রাম্পের মতে, মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যথেষ্ট নয়৷ তার মতে মহাকাশে আরও জোরালো হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাব৷ ন্যাশনাল স্পেস কাউন্সিলের এক কার্যানুষ্ঠানে সোমবার তিনি জানান, শুধু বাণিজ্যিক ক্ষেত্রই নয় এই উদ্যোগ সার্বিকভাবে ইতিবাচক৷ তবে এই প্রথম নয়, এর আগেও এ বিষয়ের উত্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়েও মহাকাশে আমেরিকার উপস্তিতির ওপরে জোর দেওয়া হয়েছিল৷ মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই স্পেশাল ফোর্স স্পেস ওয়ারের জন্যও প্রস্তুত থাকবে৷ জানা যাচ্ছে, মার্কিন স্পেস কমান্ড কাছে সেনার স্পেশ অপারেশনস নিয়ন্ত্রণ করবে৷ বিডি  প্রতিদিন/ এ  মজুমদার