ইয়েমেন: হুদায়দাহতে বাড়ি ছেড়ে পালিয়েছে ২৬ হাজার মানুষ

ইয়েমেন: হুদায়দাহতে বাড়ি ছেড়ে পালিয়েছে ২৬ হাজার মানুষ
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদায়দাহতে নিজ বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার স্থানীয় বাসিন্দা। সেখানে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যকার সংঘাত থেকে নিজেদের রক্ষার জন্য নিজ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে তারা। এখন পর্যন্ত হুদায়দাহ ছেড়ে গেছে প্রায় ২৬ হাজার মানুষ। খবর আল জাজিরার।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজাররিককে উদ্ধৃত করে খবরে বলা হয়, এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ২০০ পরিবার বা প্রায় ২৬ হাজার মানুষ নিজ গৃহ ছেড়ে পালিয়েছে। তারা নিজ জেলায় বা হুদায়দাহ প্রদেশের অন্যান্য অংশে নিরাপদ স্থানের খোঁজে বাড়ি ছেড়ে গেছে।
ডুজাররিক আরো বলেন, সেখানে হামলা অব্যাহত থাকলে এরকম বাড়ি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
এদিকে, হুদায়দাহতে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসাইন। তিনি জানিয়েছেন, এই অভিযান কয়েক লাখ মানুষের জীবন বিপন্ন করতে পারে।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা