Posts

Showing posts from July 23, 2018

আয়রনম্যানের পোশাক কিনবেন?

Image
হলিউডের ‘আয়রনম্যান’ সিরিজ কিংবা ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চলচ্চিত্রগুলো যিনি দেখেছেন, তিনি লৌহমানব বা আয়রনম্যানের সঙ্গে পরিচিত। তবে রুপালি পর্দায় আয়রনম্যানকে দেখে রোমাঞ্চিত হওয়ার দিন ফুরিয়ে এসেছে। যুক্তরাজ্যের রিচার্ড ব্রাউনিং সাধারণ মানুষকেও আয়রনম্যান হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠান গ্র্যাভিটি জানিয়েছে, লৌহমানবের পোশাক বিক্রি হচ্ছে। সে জন্য গ্রাহককে গুনতে হবে কমপক্ষে ৪ লাখ ৪২ হাজার ৩৯৬ মার্কিন ডলার। রিচার্ড ব্রাউনিংয়ের উদ্ভাবিত আয়রনম্যানের পোশাকটি ১২ হাজার ফুট ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩২ মাইল গতিতে উড়তে পারে। থ্রি-ডি প্রযুক্তিতে প্রিন্ট করা যন্ত্রাংশ দিয়ে এর কাঠামো তৈরি করা হয়েছে। আর ওড়ার জন্য এতে যোগ করা হয়েছে বিশেষ ইলেকট্রনিক যন্ত্র ও পাঁচটি জেট ইঞ্জিন। পোশাকটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় বেশ কয়েকবারই সংবাদ শিরোনাম হয়েছেন ব্রাউনিং। গ্র্যাভিটি কর্তৃপক্ষ বলেছে, লন্ডনের সেলফ্রিজেস নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রির জন্য আয়রনম্যানের পোশাক তোলা হয়েছে। এরই মধ্যে একজন গ্রাহক প্রথম পোশাকটি কিনতে বুকিং দিয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি গ্র্যাভিটি কর্তৃপক্ষ। ৩৯ বছর ...

হুমকির খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র-ইরান

Image
হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইরানের প্রেসিডেন্টের হুমকির পর ট্রাম্প পাল্টা হুমকিতে বলেছেন, এমন কথা আরেকবার বললে খবর আছে! তার জবাবে ইরানের এক জেনারেল বলেছেন, ট্রাম্পের এসব ফাঁকা আওয়াজে কাজ হবে না। সকালে ইরান তো বিকালে যুক্তরাষ্ট্রের হুমকি। রীতিমত ট্রাম্প-রুহানি হুমকির খেলায় মেতেছে। এমনিতেই যুক্তরাষ্ট্রের কারণে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কার্যকারিতা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালের চুক্তিটিতে বাকি পাঁচ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন থাকতে চাইলেও নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তারওপর তাদের এই সরে যাওয়ায় ইরানের অর্থনীতি আবারো সংকটের মুখে পড়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক ইরানে বিনিয়েোগ করা থেকে সরে গেছে। কারণ, ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ওপর চরম বিরক্ত ইরান সরকার। প্রেসিডেন্ট রুহানির কণ্ঠেও তাই প্রচণ্ড বিরক্তি। রবিবার তাই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।  'আমরা এই প্রণালীর নিরাপত্তা সর্বদাই নিশ্চিত করেছি। সিংহের লেজ নিয়ে খেলবেন না। ...