হুমকির খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র-ইরান

হুমকির খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইরানের প্রেসিডেন্টের হুমকির পর ট্রাম্প পাল্টা হুমকিতে বলেছেন, এমন কথা আরেকবার বললে খবর আছে! তার জবাবে ইরানের এক জেনারেল বলেছেন, ট্রাম্পের এসব ফাঁকা আওয়াজে কাজ হবে না। সকালে ইরান তো বিকালে যুক্তরাষ্ট্রের হুমকি। রীতিমত ট্রাম্প-রুহানি হুমকির খেলায় মেতেছে।
এমনিতেই যুক্তরাষ্ট্রের কারণে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কার্যকারিতা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালের চুক্তিটিতে বাকি পাঁচ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন থাকতে চাইলেও নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
তারওপর তাদের এই সরে যাওয়ায় ইরানের অর্থনীতি আবারো সংকটের মুখে পড়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক ইরানে বিনিয়েোগ করা থেকে সরে গেছে। কারণ, ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ওপর চরম বিরক্ত ইরান সরকার।
প্রেসিডেন্ট রুহানির কণ্ঠেও তাই প্রচণ্ড বিরক্তি। রবিবার তাই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি। 
'আমরা এই প্রণালীর নিরাপত্তা সর্বদাই নিশ্চিত করেছি। সিংহের লেজ নিয়ে খেলবেন না। তাহলে আজীবন পস্তাতে হবে' বলেন তিনি।
যুগ যুগ ধরে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। পারস্য উপসাগর ও প্রশান্ত মহাসাগরে সংযোগ ঘটিয়ে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ স্থাপন করে এটি।
রুহানির অভিযোগ, যখনই ইউরোপের সঙ্গে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা জাগে, যুক্তরাষ্ট্র সেখানে ঝামেলা পাকায়। তাই তার প্রচ্ছন্ন হুমকি, 'যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, সব শান্তির ওপরে ইরানের সঙ্গে শান্তি। আবার সব যুদ্ধের ওপরে ইরানের সঙ্গে যুদ্ধ'।
এদিকে, এই হুমকি শুনেই ক্ষেপে গিয়েছেন ট্রাম্প। বরাবরের মতোই এক টুইট বার্তায় উত্তর দিয়েছেন তিনি। লিখেছেন, 'আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়ার ভুল করবেন না। ইতিহাসে অনেকেরই পরিণতি ভালো হয়নি। আপনারও হবে না'।
তার এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই টুইটকে রুহানির বক্তব্যের 'পরোক্ষ প্রতিক্রিয়া' বলে অভিহিত করেছে।
এমনকি ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধান বলেছেন যে, ট্রাম্পের এই বক্তব্য একটি 'মনস্তাত্বিক যুদ্ধ'। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তার প্রতিক্রিয়াটি ছিল এমন, 'ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বিবৃতি একটি মনস্তাত্বিক যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবার অবস্থায় নেই তিনি'।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের 'কঠিন অবস্থান'-এর প্রশংসা করেছেন। সূত্র: ডয়চে ভেলে।
বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা