Posts

Showing posts from August 17, 2017
Image
ভারত-পাকিস্তানের ভাগাভাগির শিকার সিন্ধু সভ্যতার নিদর্শন কালের কণ্ঠ অনলাইন    ১৭ আগস্ট, ২০১৭ ২১:৩৮ শেয়ার মন্তব্য() প্রিন্ট ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার পর সিন্ধু সভ্যতার নিদর্শন এই নেকলেসটিও দুই ভাগ করা হয়। (ছবির ডান পাশেরটি অক্ষত অবস্থায় তোলা এবং বাম পাশেরটি খণ্ডিত করার পর তোলা নেকলেসের ছবি) সূত্র : ইন্টারনেট। অ-   অ   অ+ প্রাচীন সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো এলাকায় খনন করে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটি হার উদ্ধার করা হয়েছিল প্রায় একশ' বছর আগে। সে হারের সঙ্গে যে জড়িয়ে যায় ভারত-পাকিস্তানের ইতিহাস। প্রাচীন ইতিহাসের নিদর্শন সেই হারের সঙ্গে ভারত-পাকিস্তান দেশভাগের ইতিহাসে আপাতভাবে কোনও সম্পর্ক থাকার কথা নয়। কারণ ভারত আর পাকিস্তান কোনও সময়েই তো আলাদা ছিল না। তাদের ইতিহাস একই - সংস্কৃতি আর ঐতিহ্যও এক ছিল। ভারত-পাকিস্তানের মধ্যে যখন ভূমি ভাগ হলো, তখন শুধুই যে দুই দেশের মধ্যে সীমারেখা টানা হল, তা নয় - ঐতিহ্যও যেমন ভাগ হয়ে গেল, তেমনই দ্বিখণ্ডিত হল মিলেমিশে কাটানো সময়কালটাও।   দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হল সূচ, পে...
Image
কাদা সরানোর কাজে সেনা মোতায়েন ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ শেয়ার মন্তব্য() প্রিন্ট নেপালের বিরাটনগরের বিমানবন্দর থেকে বন্যার পানি সরে গেলে কাদায় ঢেকে যায় পুরো এলাকা। গতকাল কাদা সরানোর কাজে সেনা মোতায়েন করা হয়। ছবি : এএফপি অ-   অ   অ+
Image
বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন উন — ট্রাম্প কালের কণ্ঠ ডেস্ক    ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের গুয়াম উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বাদ দিয়ে ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত নিয়েছেন উন। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার কিম জং উন বিচক্ষণ ও যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। এর বিকল্প হতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যা গ্রহণযোগ্য নয়। ’ গত সপ্তাহে এই ট্রাম্পই উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘উন্মত্ত ক্ষোভ’ মোকাবেলার হুমকি দিয়েছিলেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নিউ জার্সিতে ছুটি কাটাচ্ছেন। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ট্রাম্প। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, গুয়াম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দেখতে চান, যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয়। সেই পদক্ষেপের ওপর নির্ভর করেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন উন। সূত্র :...
Image
লাদাখে চীন ভারত পাথর ছোড়াছুড়ি কালের কণ্ঠ ডেস্ক    ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ হিমালয়ের কোলে লাদাখের পানগং লেক এলাকায় ভারত-চীন বিতর্কিত সীমান্তে গত মঙ্গলবার চীনের সেনারা ভারতীয় প্রতিপক্ষের দিকে বেশ কিছু পাথর ছুড়ে মারেন। ভারতীয় সেনারাও পাথর ছুড়ে পালটা জবাব দেন। তবে শেষমেশ পরিস্থিতি খুব বেশি খারাপের দিকে যায়নি। গতকাল বুধবার ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা এ খবর জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই ভারতীয় কর্মকর্তা জানান, চীনের সেনারা মঙ্গলবার দুই দফা ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। দুইবারই তাদের পিছু হটতে বাধ্য করেন ভারতীয় সেনারা। তিনি বলেন, ‘ওটা ছোটখাটো একটা ঘটনা ছিল। চীনা সেনারা বেশ কিছু পাথর ছুড়ে মারেন। তবে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ’ উভয় পক্ষে সেনারা যাঁর যাঁর অবস্থান থেকে পিছু হটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। ভারতের জম্মু-কাশ্মীরের লাদাখ এলাকার পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীন সেনাদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ নতুন কিছু নয়। শ্রীনগরের এক পুলিশ সদস্য বলেন, ‘প্রতি গ্রীষ্মেই এ ধরনে...
Image
ভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ! বড় দুর্যোগের আশঙ্কা কালের কণ্ঠ ডেস্ক    ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ মধ্য ভারতের ওপর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এই মেঘ এতটাই উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে যে তা ২৫০ মাইল দূরে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দিন দুয়েক আগেই মহাকাশচারী রাডল্ফ ব্রেসনিক মহাকাশ থেকে এর ছবি তুলেছেন। এই ব্যাপক আকারের বজ্রগর্ভ মেঘের জেরে কমবেশি গোটা ভারতেই ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসম ভবন। ব্রেসনিক গত শনিবার যে ছবি তুলছেন তার আশপাশে আর কোনো বজ্রগর্ভ মেঘ না থাকায় ওই পাহাড়প্রমাণ মেঘই আলাদা করে নজরে পড়ে, ২৫০ মাইল দূরে মহাকাশ থেকেও যা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি ওই মেঘের ছায়াও পড়েছে কয়েক শ কিলোমিটারজুড়ে। এই বজ্রগর্ভ মেঘ এতটাই ওপরে উঠে গিয়েছে যে তা পৃথিবীর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। আর বাড়ার জায়গা না পেয়ে তাই মেঘের ওপরটা অনেকটা চ্যাপ্টা হয়ে একটি টেবিলের ওপরতলের আকার নিয়েছে। এই মেঘের মধ্যে জমে থাকা জলে শুধু মধ্যই নয়, দক...
Image
৪৮ পয়েন্টে পানি বৃদ্ধি, কমেছে ৪০ পয়েন্টে কালের কণ্ঠ অনলাইন    ১৭ আগস্ট, ২০১৭ ২০:৩৩ শেয়ার মন্তব্য() প্রিন্ট অ-   অ   অ+ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি) এর তথ্য অনুযায়ী ৪৮টি পয়েন্টে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে এবং কমেছে ৪০টি পয়েন্টে।   দেশের নদ-নদীর পানি পর্যবেক্ষণের ৯০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৮টি কেন্দ্রে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আজ এফএফডাব্লিউসি-র এক সংবাদ বুলেটিনে জানানো হয়।   কুড়িগ্রামে ধরলা, বদরগঞ্জে যমুনেশ্বরী, গাইবান্ধায় ঘাঘট, চাক রহিমপুরে করতোয়া, চিলমারীতে ব্রহ্মপুত্র, বাহাদুরাবাদ, শারিয়াকান্দি, কাজিপুর, সিরাজগঞ্জ ও আরিচায় যমুনা নদী, সিংগ্রায় গুর, বাঘাবাড়িতে আত্রাই, ইলাসিনে ধলেশ্বরী, লাখপুরের লাখিয়া, নওগাঁর ছোট যমুনা, মোদেবপুরের আত্রাই, গোয়ালন্দে পদ্মা, কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জের সুরমা, আমালসিদ ও শেওলায় কুশিয়ারা, দিরাইয়ে পুরাতন সুরমা, জারিয়াজাঞ্জাইলে কাংশাসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিস্তা নদীর পানির স্তরসমূহ হলো পর্যায়ক্রমে- ৫৪ সে.মি., ১২৭ সে.মি., ৭৩ সে.মি., ২৪ সে.মি., ৬৪ সে.মি., ১২...
Image
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকাবাসী বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ বন্ধ করেন। ছবি: প্রথম আলো পদ্মার পানি বাড়া অব্যাহত থাকায় ফরিদপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনটি উপজেলার ২২৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে আরও ১৬ সেন্টিমিটার। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় নদীর পানি ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে জনপদে ঢুকতে শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ বন্ধ করেন। স্থানীয় বাসিন্দা ওমর প্রামাণিক বলেন, সড়ক উপচে পানি ঢুকতে শুরু করলে এলাকার তরুণেরা এগিয়ে আসেন। তাঁরা সড়কের পূর্ব পাশে বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ কোনো রকমে ঠেকিয়ে রাখতে সক্ষম হন। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলে পরিচিত গোয়ালন্দ-তাড়াইল সড়...

কুড়িগ্রামে বন্যা অপরিবর্তিত

Image
কুড়িগ্রামে নদ-নদীর পানি ধীরগতিতে কমছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জেলার নয় উপজেলার ৬০ ইউনিয়নের ৮২০টি গ্রামের চার লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। পাঁচ দিন ধরে বানভাসি মানুষ ঘরবাড়ি ছেড়ে গবাদিপশুসহ পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে বানভাসি মানুষের। গত চার দিনে বন্যার পানিতে ডুবে ১১ জন ও সাপের দংশনে একজনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু ও নারী। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন। জেলা মৎস্যসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বন্যার পানিতে ভেসে গেছে জেলার আট হাজার পুকুরের প্রায় ১২ কোটি টাকার মাছ। কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আরও সংবাদ বিষয়:

বন্যাদুর্গতদের জীবন

Image
এ বছর মৌসুমি বায়ুপ্রবাহের গতি-প্রকৃতি ও বৈশিষ্ট্য ১৯৮৭, ১৯৮৮ ও ১৯৯৮ সালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই তিন বছরই বাংলাদেশে বড় ধরনের বন্যা হয়েছে। তাই এ বছরও তেমন আশঙ্কা করছেন কয়েকজন আবহাওয়াবিদ ও গবেষক। এখন পর্যন্ত বন্যায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় ২৪ জন মারা গেছে। অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। অনেকের আবার ঠাঁই হয়েছে উঁচু সড়ক ও রেললাইনে। প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। তাই বেড়া, চালা ও খুঁটি নৌকায় তুলে নিয়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম সড়কের ওপর আশ্রয় নিয়েছে দুর্গত মানুষ। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের যাত্রাপুর সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম নাটোরের লালপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে ভাঙন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তোলা ছবি। ছবি: মুক্তার হোসেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকাবাসী বালুর বস্তা ফে...
Image
রাখাইনে অতিরিক্ত সৈন্য সমাবেশ, বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মংডু, বুচিদং ও রাচিডং জেলায় গত কয়েক দিন ধরে অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার। এ ধরনের সৈন্য সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে বিজিবি টহল জোরদার ও নজরদারি বাড়িয়েছে। নতুনভাবে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতনের আশংকায় এসব এলাকা থেকে রোহিঙ্গা মুসলিমদের আবারো বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। গত ৩ দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ৩শতাধিক পরিবারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়ার বালুখালী ও কুতুপালং-এ আশ্রয় নিয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাসান আরিফুল ইসলাম জানান, প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তে সেখানকার শান্তি শৃঙ্খলা বহাল রাখতে অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়েছে। এ কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কার বিষয়টি অনুধাবন করে বাংলাদেশ সীমান্তে বিজিবির সতর্কতামূলক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের মতো যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সম্পূর্ণরূপে ...
Image
ষোড়শ সংশোধনীর রায়; বরিশালে বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীদের সমাবেশ নিজস্ব প্রতিবেদক, বরিশাল আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের অপসারণ এবং তাকে গ্রেফতারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতি মিলনায়তন চত্বর থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আদালত চত্বরের জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আলী আহম্মেদ, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ। বক্তারা সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায়কে স্বাগত জানান। একই সাথে ওই রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা তার অপসারণ এবং গ্রেফতারের দাবি জানান। এর আগে বৃহস্পতিবার  ষোড়শ সংশোধনী মামলার রায়ে অসাংবিধানিক ও অপ্রসাংঙ্গিক পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে 'হেয়প্রতিপন্ন...
Image
শাহবাগে ইমরান এইচ সরকারের ওপর হামলা অনলাইন ডেস্ক গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতিকারী হঠাৎ আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করবো। বর্তমানে শাহবাগ থানায় আছি। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
Image
হিজবুল মুজাহিদিনকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের অনলাইন ডেস্ক ১৭ আগষ্ট, ২০১৭ ইং ১৫:০৬ মিঃ কাশ্মীরের পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, সে দেশের অভিবাসন এবং জাতীয়তা আইনে হিজবুল মুজাহিদিনকে এই তকমা দেওয়া হয়েছে।   ১৯৮৯ সালে হিজবুল মুজাহিদিন গঠনের পর থেকেই কাশ্মীরে লাগাতার জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এই সংগঠন। হিজবুলের হয়ে অধিকাংশ সন্ত্রাসবাদী হামলায় নেতৃত্ব দিয়েছে ওই সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন। এর আগে, মুহম্মদ ইউসুফ শাহ নামেও পরিচিত সালাউদ্দিনকে গত জুনেই ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে, ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরেই হিজবুলকে এই তালিকাভুক্ত করা হল। মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, জঙ্গি হামলা চালানোর জন্য প্রয়োজনীয় রসদ বা সম্পদ থেকে এই জঙ্গি সংগঠনকে বঞ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে মার্কিন আইনে...
Image
ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৩৭ কয়েদির মৃত্যু অনলাইন ডেস্ক ১৭ আগষ্ট, ২০১৭ ইং ১০:২১ মিঃ ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বুধবার কর্মকর্তারা একথা জানান।  প্রসিকিউটর দফতর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘণ্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। প্রসিকিউটররা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছে। তবে কোনো কর্মকর্তা নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি। গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল। এএফপি।   ইত্তেফাক/সেতু