বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন উন — ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   
১৭ আগস্ট, ২০১৭ ০০:০০


বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন উন — ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের গুয়াম উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বাদ দিয়ে ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত নিয়েছেন উন।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার কিম জং উন বিচক্ষণ ও যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। এর বিকল্প হতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ, যা গ্রহণযোগ্য নয়। ’ গত সপ্তাহে এই ট্রাম্পই উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘উন্মত্ত ক্ষোভ’ মোকাবেলার হুমকি দিয়েছিলেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নিউ জার্সিতে ছুটি কাটাচ্ছেন। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ট্রাম্প।
গত মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, গুয়াম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দেখতে চান, যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয়। সেই পদক্ষেপের ওপর নির্ভর করেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন উন। সূত্র : এএফপি।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা