Posts

Showing posts from June 30, 2022

ক্লাসে শিক্ষিকাকে শ্লীলতাহানি, সাবেক শিক্ষার্থী আটক

Image
  নারায়ণগঞ্জ সদর উপজেলায় চাষাঢ়ার বি বি রোড এলাকার প্রিপারেটরী স্কুলে (বর্তমানে কালেক্টরেট প্রিপারেটরী স্কুল) এক শিক্ষিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুলের সাবেক এক শিক্ষার্থীকে আটক করেছে নারায়ণগঞ্জ মডেল পুলিশ। আটক তরুণের নাম তারিক হাসান (২২)।  গত ২৩ জনু ওই শ্লীলতাহানির ঘটলেও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর বলে স্কুল কর্তৃপক্ষ তা ৭ দিন চেপে রেখেছিল। তবে শেষ পর্যন্ত তা অনেকেই জেনে ফেলেন।     জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম শারমিন আক্তার (৩৬)। তিনি শহরের ৮নং আল্লামা ইকবাল রোড নারায়ণগঞ্জের বাসিন্দা ও শহরের প্রিপারেটরী স্কুলে নিয়মিত সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।  এ ঘটনায় দায়ের মামলার তথ্য বিবরণীতে জানা গেছে, আটক তারিক হাসান ২০১৭ সালে একই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তখন থেকেই তিনি নানাভাবে শিক্ষিকা শারমিনকে উত্ত্যক্ত করতেন। শিক্ষিকা শারমিন বিষয়টি যেন ঘোলাটে না হয়, সেজন্য স্বাভাবিকভাবে মেনে নেন। গত ২৩ জনু ঘটনার দিন হঠাৎ করে স্কুলে পরীক্ষা চালাকালীন ক্লাসে তারিক প্রবেশ করেন। ৫ মিনিটের মধ্যে তিনি ওই শিক্ষিকাকে ক্লাস হতে বের হতে বলেন। শিক্ষিকা ক্লাস হত...

স্নেক দ্বীপ থেকে রুশ সেনা প্রত্যাহার

Image
  ইউক্রেনের স্নেক দ্বীপ থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্নেক দ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।  কয়েকদিন ধরে দ্বীপটিকে রক্ষার চেষ্টা করেছিল ইউক্রেনের সেনাদের একটি দল। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভালো আচরণ হিসেবে রাশিয়া আজ পরিপূর্ণভাবে স্নেক দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে।’ ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, স্নেক দ্বীপে এখন আর কোনও রুশ সেনা নেই। আর এ জন্য তারা সব কৃতিত্ব দিয়েছে ইউক্রেন সেনাদের। খাদ্য সরবরাহ নির্বিঘ্ন করতে স্নেক দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সূত্র:  বিবিসি বিডি প্রতিদিন/নাজমুল

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যা; বাবা ও ছেলের ফাঁসি

Image
  রংপুরের কাউনিয়ায় মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বাবা আবুল বাশারতকে কুপিয়ে হত্যার মামলায় বাবা ও ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  মামলা সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার জিগাবাড়ি গ্রামের আবুল বাশারতের মেয়েকে বিশ্বনাথপুর গ্রামের মাহবুর ইসলাম স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ইভটিজিং করতো এবং নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি মেয়ের বাবা নিহত আবুল বাশারত বেশ কয়েকবার বখাটে মাহবুর ইসলামের বাবা নুর আমিনকে বিচার দিলে বাবা নুর আমিন ছেলেকে শাসন না করে বরং ছেলের অপকর্মকে সমর্থন দিয়ে তাকে হুমকি দিত। এ নিয়ে তাদের সাথে কয়েক দফা ঝগড়াও হয়েছে। এই ঘটনার জের ধরে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারত বাসা থেকে ফেরার পথে মাহবুর ইসলাম ও তার বাবা নুর আমিন আরও কয়েকজন আবুল বাশারতকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে আবুল বাশারত গুরুতর আহত হলে এলাকাবাসি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধ...

শনিবার খোলা থাকবে ব্যাংক

Image
  প্রতীকী ছবি হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সারাদিন খোলা রাখতে হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ক‌রে শনিবার (২ জুলাই) পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিডি-প্রতিদিন/শফিক