Posts

Showing posts from December 10, 2018

তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি, কড়া প্রতিবাদ এরদোগানের

Image
তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।  তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যে কোন পোশাক পরে অফিসে আসতে পারে। তুরস্কের সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি দাবি করেছেন, তুরস্কের সামরিক বাহিনীতে হিজাব পরতে দেওয়া হচ্ছে যা আইনের লঙ্ঘন। তুরস্কে ধর্মনিরপেক্ষতা বজায়ের বিষয়ে যে আইন রয়েছে তাতে হিজাব নিষিদ্ধের কথা বলা হয়েছে।  এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান আরও বলেছেন, হিজাব বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই অ্যাটর্নিই জাতীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন। তুরস্কে বর্তমানে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় রয়েছে। বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

'পাকিস্তান জঙ্গিদের এখনো আশ্রয় দিচ্ছে'

Image
পাকিস্তানকে কানাকড়ি অর্থ দেওয়া উচিৎ না বলে মন্তব্য করেন নিকি হ্যালি। ছবি: সংগৃহীত। পাকিস্তান তাদের ভূখণ্ডে এখনো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন মন্তব্য করেছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, 'পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমেরিকার সেনাদের হত্যা করছে।' 'সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে কানাকড়ি ডলার দেওয়াও উচিৎ না আমেরিকার। আমেরিকার এমন কোন দেশকে টাকা দেওয়া উচিৎ না যেসব দেশ উল্টো আমেরিকার ক্ষতি করে,' 'দ্য আটলান্টিক' মেগাজিনকে এসব কথা বলেন নিকি। আরো পড়ুন:  কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের তিনি আরও বলেন আমরা যেসব দেশকে একবার পার্টনার হিসেবে বেছে নিই, তার পিছনে চোখ বন্ধ করে অর্থ খরচ করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছি কিন্তু পাকিস্তান উল্টো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশের সেনাদের হামলা চালিয়ে মেরেছে। ইত্তেফাক/এসআর

পৃথিবীর বুক চিড়ে দাউ দাউ করে বের হচ্ছে আগুন (ভিডিও) অনলাইন ডেস্ক

Image
নতুন করে জেগে উঠেছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি! আর তার জ্বালামুখ দিয়ে অবিরাম গলগলিয়ে বের হচ্ছে উত্তপ্ত ছাই ও ধোঁয়া। যত সময় গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে এই আগুন। যদিও প্রায়ই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। ডিসেম্বরের শুরুতেও হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এর। অনর্গল ভূগর্ভস্থ লাভা ও ধোঁয়া বের করতে থাকে এটি। তবে এবার এটি জেগে ওঠার পর বেশ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কড়া নজরদারিতে রয়েছে সাবাঙ্কায়া আগ্নেয়গিরি। অত্যাধুনিক ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করা হচ্ছে। ভয়াবহ এই আগ্নেয়গিরি নিয়ে বিশ্লেষণ চালাচ্ছেন ভূতত্ত্বাবিদরা। পেরুর একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, আগ্নেয়গিরিটিকে যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার সেন্সরে ধরা পড়বে অনেক কিছুই। সাবাঙ্কায়ার পেটে কী কী রয়েছে, যা উদগীরণ হতে পারে সে বিষয়ে তথ্য দেবে এই ড্রোন। শুধু তাই নয়, কোন কোন গ্যাস বা কোন কণার সমাহারে এই আগ্নেয়গিরি সে কথাও জানিয়ে দেবে এই ড্রোনের সেন্সর। চলুন দেখে নিই সেই ড্রোন ক্যামেরায় পেরুর ভয়ঙ্কর সেই জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ:-  বিডি প্রতিদিন/কালাম