Posts
Showing posts from January 25, 2018
আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী
- Get link
- X
- Other Apps
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। তিনি এ কে এম শহীদুল হকে স্থলাভিসিক্ত হবেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন। ইত্তেফাক/এএম।
দিনে একটি সিগারেট খেলেও বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি
- Get link
- X
- Other Apps
অনেকে মনে করেন দিনে মাত্র একটা সিগারেট পানে আর কি এসে যায়? এতে ঝুঁকি খুব সামান্যই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দিনে পুরো প্যাকেটের ২০টি সিগারেট পান করলে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি, মাত্র একটি সিগারেট পান করলেও তার প্রায় অর্ধেক ঝুঁকি তৈরি হয়। প্রতিবেদনটির প্রধান লেখক অ্যালান হ্যাকশাও বলেন, আমরা মনে করি কেউ দিনে ২০টি সিগারেটের বদলে কেবলমাত্র একটি পান করলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলো মাত্র পাঁচ শতাংশ। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটি ঠিক নয়। দিনে মাত্র একটি সিগারেট পান করেও পুরো প্যাকেট ধূমপানের ঝুঁকির প্রায় অর্ধেক বহন করতে হয়। তিনি আরো বলেন, অনেকে মনে করেন যে দিনে সামান্য কয়েকটি সিগারেট পান করলে দীর্ঘ মেয়াদি কোন ক্ষতি হয় না। প্রতিবেদনে বলা হয়, এমন ধারণা একেবারে ভুল। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এএফপি ইত্তেফা...
লরেলে হিজাবধারী মডেল ডাক পেলেন, তবে...
- Get link
- X
- Other Apps
ব্রিটিশ মডেল আমেনা খান। ছবিটি টুইটার থেকে নেওয়া। ব্রিটিশ মডেল আমেনা খান। হিজাব পরে মডেলিং করে সাড়া ফেলেছেন এই মডেল। সম্প্রতি ডাক পেয়েছিলেন বিশ্বখ্যাত ফরাসি প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠান লরেলের মডেল হিসেবে কাজ করার। এমন প্রস্তাবে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। শেষতক কাজটি তিনি করতে পারছেন না। তিনি বাদ পড়েছেন। এএফপির খবরে জানানো হয়, ২০১৪ সালে আমেনা তাঁর টুইটারে ইসরায়েলবিরোধী টুইট করেন। লরেলের হয়ে কাজ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেই টুইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। তিনি সেই টুইট ডিলিট করে দেন। এ ব্যাপারে আমেনা খান গত সোমবার টুইট করে বলেন, ‘২০১৪ সালে আমি যা বলেছিলাম, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমার কথায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে আমি এই পণ্যের প্রচারণা থেকে সরে দাঁড়াচ্ছি।’ যোগাযোগ করা হলে লরেল এএফপিকে জানিয়েছে, তারা আমেনার সিদ্ধান্ত মেনে নিয়েছে। ইসরায়েলবিরোধী মন্তব্যের জন্য আমেনার দুঃখ প্রকাশের ঘটনার প্রশংসা করেছে প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। সব English
ব্রিটিশদের খাওয়ার সময় নেই
- Get link
- X
- Other Apps
গবেষণা বলছে, ২০ শতাংশ ব্রিটিশ পরিবারে খাবারের টেবিলই নেই আধুনিক জীবনের বাস্তবতা বড়ই কঠিন হয়ে দেখা দিয়েছে ব্রিটিশদের জন্য। কাজের ব্যস্ততায় খাওয়ার সময়ও পাচ্ছে না তারা! সারা দিনের প্রধান ভোজ, রাতের খাবারে (ডিনার) গড়পড়তা তারা সময় পায় মাত্র ২১ মিনিট। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও পাচ্ছে না খাবার টেবিলে। পেলেও সেটুকু সময়ে ভাগ বসাচ্ছে মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন। গবেষণাতেই পাওয়া গেছে এসব তথ্য। চলতি মাসের শুরুর দিকে পাঁচ দিন ধরে গবেষণাটি করা হয়েছে ২১৬৪ জন ব্রিটিশ নাগরিকের ওপর। একটি চেইন ফুড শপের জন্য গবেষণাটি করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ওপিনিয়ন ম্যাটারস’। ফলাফল প্রকাশ করা হয়েছে গত শনিবার। জরিপে অংশ নেওয়া লোকজন বলেছেন, পরিবারের সদস্যদের ক্রমে বেড়ে যাওয়া ব্যস্ততা আর কাজের ভিন্ন সময়সূচিই নাকি খাবারের টেবিলের এমন চেহারা তৈরি করে দিয়েছে। ৫৭ শতাংশ জানিয়েছেন, প্রতি রাতে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার সুযোগ পান না। আর ৫৫ শতাংশ বলেছেন, তাঁদের খাওয়ার সময়টুকুতেও ভাগ বসায় স্মার্টফোন, কম্পিউটার বা টেলিভিশন। খাবার টেবিলই নেই ২০ শতাংশ পরিবারে। দিনে তিন বেলা বাসায় খাবারের আয়োজন বেশ দুর্লভ হয়ে...
কাটা হচ্ছে চার হাজার গাছ
- Get link
- X
- Other Apps
মানিকগঞ্জ–সিঙ্গাইর–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশের গাছ কাটা হচ্ছে। গতকাল বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শিবপুর এলাকায় l প্রথম আলো মানিকগঞ্জের সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করতে প্রায় ৪ হাজার গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে সহস্রাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু পরিবেশবাদীরা বলছেন, এসব গাছ রেখেই সড়কটি প্রশস্ত করা সম্ভব। এটা করতে না পারলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। এদিকে সুবিধাভোগীদের না জানিয়ে বাজারদরের চেয়ে কম দামে জেলা পরিষদ এসব গাছ বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার হেমায়েতপুর থেকে মানিকগঞ্জ পৌর এলাকার জরিনা কলেজ মোড় পর্যন্ত ৩১ কিলোমিটার এই আঞ্চলিক মহাসড়ক ১৭ ফুট চওড়া। এটি প্রশস্ত করে ২৪ ফুটে উন্নীত করা হবে। গাছ কাটা ছাড়া মহাসড়কটি সম্প্রসারণ করা সম্ভব নয়। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করার জন্য দরপত্রের মাধ্যমে এসব গাছ বিক্রির সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। গত বছরের ৬ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী, ৩ হাজার ৭২৫টি গাছ ২৮টি গুচ্ছে বিক্রি করা হয়। সর্বোচ্চ দর...
প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক
- Get link
- X
- Other Apps
জঙ্গিদের প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাকের প্রেক্ষিতে নিরাপত্তাবাহিনীর বিশেষ টহলদারি। ছবি: সামাজিক মাধ্যমের সৌজন্যে ভারতে প্রজাতন্ত্র দিবস এবারও বয়কটের ডাক দিয়েছে ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটিসহ উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন। তবে সেই হুমকি উপেক্ষা করে প্রজাতন্ত্র দিবস পালনের ব্যাপক প্রস্তুতি চলছে। প্রজাতন্ত্র দিবসে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্ট সাউথ এশিয়া রিজিওনের ব্যানারে হরতালের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন নিষিদ্ধ সংগঠন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের ওপর ভারত ‘ঔপনিবেশিক আধিপত্য’ বিস্তার করে চলেছে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। কাল শুক্রবার সকালে উত্তর–পূর্ব ভারতের আট রাজ্যেই পালিত হবে প্রজাতন্ত্র দিবস। প্রতিটি রাজ্যের রাজধানীতেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তোলা হবে জাতীয় পতাকা। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালরা নিজ নিজ রাজ্যে দেশের তেরঙা জাতীয় পতাকা উত্তোলন করবেন। রাজধানীর পাশাপাশি জেলা, মহকুমা এমনকি তৃণমূল স্তরেও সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে উৎসব পালনের। জঙ্...
ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর
- Get link
- X
- Other Apps
ভারতের বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড, ছত্তিশগড় ও আসাম রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এ ক্ষেত্রে চীনকে অনুসরণ করছে ভারত। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। বিশ্বের প্রথম দেশ চীন। ভারতে রয়েছে এখন ১২১ কোটি মানুষের বাস (২০১১ সালের জনগণনা অনুযায়ী)। এখন ভারতের প্রজনন গড় হার হলো ২ দশমিক ১ শতাংশ। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৪টি রাজ্যই এই সূচকের নিচে অবস্থান করছে। আর পশ্চিমবঙ্গে এই সূচক হলো ১ দশমিক ৬ শতাংশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের যে যে প্রান্তে জন্মহার বেশি, সেই সব প্রান্তে বাড়তি নজর দেওয়া হবে। আর এসব পরিকল্পনা নেওয়া হবে ওই সাত রাজ্যের প্রশাসনের সঙ্গে যৌথভাবে। এই লক্ষ্যে গ্রামে গ্রামে জনবিস্ফোরণের নানা কুফলের দিক তুলে ধরা হবে। তুলে ধরা হবে জন্মনিয়ন্ত্রণের সুফলের দিক। পাশাপাশি জন্মনিয়ন্ত্রণের নানা সামগ্রী তুলে দেওয়া হবে পরিবারগুলোর মধ্যে। চীনের মতো জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখাই ভারত সরকারের লক্ষ্য। সব English
ত্রিপুরায় নির্বাচন ১৮ ফেব্রুয়ারি
- Get link
- X
- Other Apps
ত্রিপুরায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: প্রথম আলো ভারতের বাম শাসিত রাজ্য ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে শুরু হলো মনোনয়ন পত্র দাখিলও। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার নির্বাচন ১৮ ফেব্রুয়ারি। বুধবার থেকে শুরু হলো নির্বাচনের মনোনয়নপত্র দাখিল। মনোনয়নপত্র জমার শেষ দিন ৩১ জানুয়ারি। ভোট গণনা ৩ মার্চ। ত্রিপুরায় বিধানসভা ভোটে এবার মূল লড়াই বামদের সঙ্গে বিজেপির। কংগ্রেসও রয়েছে ভোটের ময়দানে। প্রার্থী তালিকা ঘোষণার পর সিপিএমসহ বাম দলগুলো প্রচারে নেমে পড়লেও অন্য দলগুলো এখনো ব্যস্ত প্রার্থী বাছাই প্রক্রিয়ায়। আজই সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, নেত্রী বৃন্দা কারাট, শুভাষিণী আলিরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচার মাঠে নেমেছেন। ক্ষমতাসীন জোটের ভোট প্রচারে মূলত চারটি বিষয় গুরুত্ব পাচ্ছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও রাজ্যের অখণ্ডতা। বিজেপিকেই মূল আক্রমণের লক্ষ্য বানালেও কংগ্রেসকেও আক্রমণের নিশানা বানাচ্ছে সিপিএম। বামেরা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সরকারি ভাবে তুলে ধরেনি। তবে রাজ্য বামফ্রন্টের...
সু চির নৈতিকতার প্রশ্ন তুলে পদত্যাগ
- Get link
- X
- Other Apps
মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। ছবি: রয়টার্স রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির গঠিত আন্তর্জাতিক পরামর্শক প্যানেল থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই সংকটের সমাধানে সু চির ‘নৈতিক নেতৃত্বের অনুপস্থিতি’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত সোমবার ওই প্যানেলের সদস্যদের সঙ্গে সু চির বৈঠক ছিল। বৈঠকে বিল রিচার্ডসন রোহিঙ্গা সংকট নিয়ে খবর সংগ্রহের দায়িত্বে থাকা রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার বিষয়টি তোলেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সু চি। বিষয়টি ভালো লাগেনি রিচার্ডসনের। এর তিন দিনের মাথায় তিনি প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে গত পাঁচ মাসে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ সেনাবাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ বলছে। এক সাক্ষাৎকারে রয়টার্সকে বিল রিচার্ডসন বলেছেন, ‘চোখে ধুলো দেওয়ার জন্য ওই পরামর্শক প্যানেল করা হয়েছে। এখানে আর থাকতে চাই না। এটাই আমার পদত্যাগের মূল কার...
শতবর্ষী গাছ রক্ষায় খরচ হবে ১০ হাজার কোটি টাকা
- Get link
- X
- Other Apps
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী যশোর রোডের প্রাচীন গাছগুলোকে রক্ষা করে নতুন মহাসড়ক নির্মাণ করতে হলে শুধুমাত্র জমি কেনা বাবদ ১০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন জানান, যশোর রোড বরাবর নতুন মহাসড়ক নির্মাণ করতে হলে স্থানীয় জনসাধারণের ক্ষতি হবে। সেখানে জমির সঙ্কট রয়েছে। জমি অধিগ্রহণের ফলে বহু লোককে অন্যত্র সরিয়ে নিতে হবে, যা একটি কঠিন কাজ বলে তিনি বর্ণনা করেন। তবে গাছগুলোকে রেখে রাস্তা প্রশস্ত করা যায় কি না, সড়ক বিভাগ সেটি এখন বিবেচনা করে দেখছে বলে হোসেন জানান। যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৩৮ কি.মি.। এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্পটি পাশ হয় ২০১৭ সালের মার্চ মাসে। সড়ক সম্প্রসারণের দু'পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হলে শুরু হয় তীব্র প্রতিবাদ। সড়ক ও জনপথ বিভাগের হিসেব অনুযায়ী এই রাস্তার দুই পাশে গাছ রয়েছে ২৩১২ টি। এর মধ্যে দুশোর অধিক গাছ রয়েছে যেগুলোর বয়স ১৭০ বছরের বেশি। বেলায়েত হোসেন বলেন, ৩০শতাংশ শতবর্ষী প্রাচীন গাছ মরে গেছে। এই গাছগুলো অপসারণ করা প্রয়োজন। এছাড়াও কিছু গাছ...