Posts

Showing posts from April 3, 2018

ড্রোন দিয়ে ভারত সীমান্তে নেপালের নজরদারি

Image
ভারত সীমান্তে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করবে নেপাল। মঙ্গলবার সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা এই ঘোষণা দিয়েছেন। খবর কোলকাতা২৪x৭-এর।  রাম বাহাদুর থাপা জানান, যেখানে ভারতের চেকপোস্ট রয়েছেন, সেখানে সেনা মোতায়েন রয়েছে। নেপালের অবস্থা শোচনীয়। নেপালের সেনার দুটি চেকপোস্টের মধ্যে দূরত্ব ২৫ কিলোমিটার। তাই ড্রোন দিয়ে নজরদারির কথা ভাবা হয়েছে।  এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮২ দফা কর্মসূচি ঘোষণা করেন রাম বাহাদুর। এই প্রবীণ মাওবাদি নেতা সাংবাদিকদের বলেন, ড্রোন ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপাল-ভারত সীমান্তে টহলের জন্য ড্রোন মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, চেকপোস্টের দূরত্ব সমস্যা মেটানোর জন্য পর্যাপ্ত জনবল নেই নেপালের। তাই ড্রোন ব্যবহার করবো। প্রসঙ্গত, নেপাল ও ভারতের মধ্যে ১৭ হাজার কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে।  বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

ঘরে ঢুকে চোখে জল মালালার

Image
ইসলামাবাদে রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন মালালা। ছবি: রয়টার্স ছয় বছর পর নিজ দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। সোয়াত উপত্যকার মিঙ্গোরায় নিজেদের বাড়িটিতে ঢুকেই চোখে জল আসে মালালার। বাড়িটির ঘরে ঘরে হাতড়ে বেড়ান পুরোনো দিনের গন্ধ। খুঁজে ফেরেন পুরোনো বন্ধুদের। জানতে চান এ বাড়ির চাচা, ও বাড়ির মামার খোঁজখবর। ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলিবিদ্ধ করে মালালাকে। এরপর এই প্রথম তাঁর দেশে ফেরা। মিঙ্গোরাতে নিজেদের পুরোনো বাড়ি ও সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজ পরিদর্শন করেন মালালা ও তাঁর পরিবার। বিভিন্ন সময়ে মালালা যে পদক ও সনদগুলো পেয়েছিলেন, সেগুলো যত্ন করে রাখা আছে শোকেসে। মিঙ্গোরা, সোয়াত উপত্যকা, পাকিস্তান, ৩১ মার্চ। ছবি: রয়টার্স মালালারা আগে যে বাড়িতে থাকতেন, সেখানেই এখন থাকেন ফরিদুল হক হাক্কানি। তিনি বিবিসিকে জানান, বাড়িতে ঢুকেই কাঁদতে থাকেন মালালা ও তাঁর পরিবারের সদস্যরা। মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই বাড়িতে ঢুকেই উঠানে যান। মাটিতে চুমু খান। মুঠো করে মাটি তোলেন। চোখে ঘষেন। মালালা আর তাঁর মা তোপাকাই ইউসুফজাই খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রতিবেশীদের খোঁজ জানতে চান হাক্কানির কাছে। চাচা হ...

‘পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প’

Image
রাশিয়ার সচিবালয় ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তা ইউরি উসাকভ দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে কূটনীতিক বহিষ্কার নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে সেই বৈঠকের দিন ঠিক করা সম্ভব হয়নি। গত মাসে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পুতিনকে টেলিফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। তখন তিনি হোয়াইট হাউসে পুতিনকে আমন্ত্রণ জানান। এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, আমন্ত্রণের বিষয়টি তার জানা নেই। তবে তারা ওয়াশিংটনসহ যে কোনো স্থানে বৈঠক করার বিষয়ে কথা বলেছিলেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। - রয়টার্স ইত্তেফাক/মোস্তাফিজ

ইরানকে মোকাবেলায় ইসরাইলকে স্বীকৃতি দিতে আপত্তি নেই সৌদি যুবরাজের

Image
ইসরাইলিদের মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই নিজস্ব ভূমির পূর্ণ অধিকার আছে।’ যদিও ইসরাইল রাষ্ট্রের জন্মের পর থেকে তাকে কখনোই স্বীকৃতি দেয়নি সৌদি আরব। কিন্তু সৌদি যুবরাজের এই বক্তব্যকে ইসরায়েল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তন সংক্রান্ত ‘খুবই গুরুত্বপূর্ণ’ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, দু’পক্ষই মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের বিশাল হুমকি বলে মনে করছে। ফলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভাল করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এমনকি গত নভেম্বরে ইসরাইলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানকে মোকাবেলায় তার দেশ প্রয়োজনে সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্যেও প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসলাম পন্থী সশস্ত্র জঙ্গিদের উত্থানকেও দুই দেশই বর্তমান সময়ের বড় ঝুঁকি বলে মনে করে। ফলে গত কয়েক মাসে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক...

রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের পুনর্বাসনের লোভ দেখাচ্ছে মিয়ানমার

Image
রাখাইনে বর্মি সেনাবাহিনীর দ্বারা বিতাড়িত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জমিতে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখিয়ে পুনর্বাসনের ছক কষছে মিয়ানমার। ব্যাংকক পোস্টের একটি প্রতিবেদন আরো দাবি করছে যে, এরইমধ্যে বিনামূল্যে জমি এবং খাবারের লোভ দেখিয়ে বান্দরবান পার্বত্য অঞ্চলের মারমা ও ম্রো গোষ্ঠীর বেশ কয়েকটি পরিবারকে নিয়ে যেতে সক্ষম হয়েছে তারা।  ‘অত্যাচার-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছাড়ছে বৌদ্ধরা’ আন্তর্জাতিক মহলকে এ সংক্রান্ত ধারণা দিতেই এমন কূটচালের আশ্রয় নিয়েছে মিয়ানমার, বলছেন বিশেষজ্ঞরা। বান্দরবানের স্থানীয় কাউন্সিলর মুইং সোয়ি থোয়ি’র বরাতে ওই প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, ‘বিনামূল্যের ভূমি ও খাদ্যের প্রলোভনে আকৃষ্ট হয়ে পার্বত্য ও বনাঞ্চল এলাকার প্রায় ৫০টি আদিবাসী পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে চলে গেছে। গত মাসেও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের গ্রাম থেকে ২২টি পরিবার চলে গেছে সেখানে।’ ‘এই পরিবারগুলো প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী কয়েকজনও রয়েছেন। বিনামূল্যে ভূমি, নাগরিকত্ব এবং পাঁচ বছরের জন্য বিনামূল্যে খাবার দেয়া হবে, রাখাইনে যেতে তাদের এমন প্রলোভন ...