Posts

Showing posts from November 25, 2017

১২ বছর পর ফের নীল হতে চলেছে নীলগিরি, কেন জানেন?

Image
পশ্চিমঘাট পর্বতমালার অঙ্গ নীলগিরির নাম কেন ‘নীলগিরি’ হল তার সঠিক উত্তর জানা না থাকলেও ১২ বছর পর পর নীলগিরি সত্যিই নীল হয়ে যায় ফুলে ফুলে। জেনে নেওয়া যাক এ সম্পর্কে কিছু তথ ...     বাড়িয়ে নিন

অনলাইনে এ বার বিক্রি হচ্ছে বোয়িং বিমানও!

Image
অনলাইনে এ বার বিক্রি হচ্ছে বোয়িং ৭৪৭। ফাইল চিত্র। অনলাইনে খুঁজলে নাকি বাঘের দুধও কিনতে পাওয়া যায়। এখনও তেমন কিছু বিক্রির কথা না জানা গেলেও ট্যাঁকের জোর থাকলে আস্ত একটা বোয়িং বিমান আপনি কিনে ফেলতেই পারেন। সৌজন্যে আলিবাবা। চিনের এই ই কমার্স সংস্থা তাদের সহযোগী ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করছে বোয়িং বিমান। সম্প্রতি এই খবর জানিয়েছে চিনের ই-কমার্স জায়েন্ট আলিবাবার মালিকানাধীন চিনের ই-শপিং সংস্থা তাওবাও। ইতিমধ্যেই দু’টি বোয়িং ৭৪৭ বিমান বিক্রি করে ফেলেছে তারা। ৩২০ মিলিয়ন ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৩১৪ কোটি টাকায় বিক্রি হয়েছে জাম্বো জেট বোয়িং দু’টি। আরও পড়ুন:   চিনে এ বার নিষিদ্ধ হল স্কাইপও বাঁচতে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় গেলেন উত্তর কোরীয় সেনা! চিনের সংবাদ সংস্থা শিনহুয়া সূত্রে খবর, বোয়িং দু’টির নির্মাণ সংস্থা জেড কার্গো ইন্টারন্যাশনালকে ২০১৩ সালে দেউলিয়া ঘোষণা করে চিনের শেনঝেন প্রদেশের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। তারপর থেকেই বিমান দু’টিকে বাজেয়াপ্ত করে সাংঘাই এবং শেনঝেন প্রদেশে সংরক্ষণ করে রাখা হয়েছিল। বোয়িং বিমান দু’টি বিক্রির জন্য অন্তত ছ’বার নিলাম ডাকা হয়। কিন্তু প্রতিব...

এই লোকটার বাড়ি কোথায় হতে পারে???

Image
Source  Nusrat Jahan Tnu ‎ Mahmuda Anjum BriSHTy

রাঙ্গামাটির সাহসী পোলারা

Image
কোই গেলো রাঙ্গামাটির সাহসী পোলা মাইয়ারা ৷রিন চ গমে দালায় তোমাত্তুন বেজ এই মিলেগুনোর সাওজ আগে তুমি তারারে হিচ্চু গরি পাত্তা নয় ৷তাহসানে পেদ্ বিদিরে জারগো পো বাজে দের আ তুমি হি অলর গুরি আগ ৷শান্তি চুক্তি বাস্তবায়ন অত্তে আমা জুম্মোয়ুনর ৷আর চ ৷৷৷৷৷ নতুন নতুন পায়রা গুলি জতন পেটেছে তাহসানের লগে মিলেগুনো হোগুর চ্ শুগর চ্ পেতের বিদিরে নিতেছে ৷ Source   চাঙমা ড্রাগন ‎   to   Wake up Bangladesh Chittagong Hill Tracts indigenous People

মাকেট বন্ধ থাকবে

Image
Source   MD Elius Hossain Khan ‎

আব্বা আমার টাকা লাগবে, কত টাকা? ৫০০০ হাজার টাকা।ঈদের শপিং করবো।

Image
আব্বা আমার টাকা লাগবে, কত টাকা? ৫০০০ হাজার টাকা। কি করবি এত টাকা দিয়ে? ঈদের শপিং করবো। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে,আমার হাতে ৫০০০টাকা তুলে দিলো। টাকা গুলি পেয়ে তো আমার আনন্দের সিমা নেই। এবার মন খুলে শপিং করতে পারবো। খুশিতে লুঙ্গি ড্যান্স দিলাম। তারপর টাকা গুলো লুকিয়ে রেখে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে। সবাইকে তো বলতে হবে,এবার এর ঈদের বাজেট টা। সবার থেকে এবার আমার ঈদের বাজেট বেশি, বন্ধুরাও সবাই বাহবা দিলো। সন্ধার আগে বাসায় ফিরলাম,ইফতার করে নামাজ পড়ে আর বাইরে বার হলাম না। শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় পাশের রুমে থেকে বাবা মা এর চাপা কন্ঠ ভেসে আসলো কানে। <ওগো শুনছো? <হ্যা বলো। তুমি রিহানকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কি শপিং করবা আর ঈদের বাজার ও তো করতে হবে,কিছুই তো করা হয় নি। ৫০০০ টাকাই ছিলো। ছেলের কথাই সেটাও বার করে দিলে। <চিন্তা করো না,কারো কাছ থেকে ধার করে নিবো টাকা,আর রিহান তো এখন কলেজে উঠেছে বড় লোক ছেলেদের সাথে তাকে মিশতে হয়। তাদের মতন না হলে চলে। <তাই বলে সব টাকা দিয়ে দিবা,এখন যদি টাকা না পাও তাহলে কি ঈদ এ চুল বন্ধ করে রাখ...

কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে মরিয়া

Image
কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে মরিয়া ৮ই নভেম্বর ২০১৭ সালে ভারতীয় প্রদেশ উত্তর প্রদেশের শহর মুরাদাবাদ এলাকা থেকে তীর্থ যাত্রী মিঃ কালি চরণ তালুকদার (চাকমা) নিখোঁজ হন। তাকে খুঁজে বের করতে তার পুত্র এবং এক আত্মীয় গিয়েছিলেন। কিন্তু তারা খুঁজে পেতে ব্যর্থ হয়ে স্বদেশ ফেরার পথে! তাই, অদ্য ২৪শে নভেম্বর ২০১৭ সালে নিখোঁজ কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মিঃ রাম দাস আতাওয়ালে (Minister Ram Das Athawale)-এর বাসায় একটি টিম গঠিত হয়। টিমের মধ্য ে রয়েছেন সচিব মিঃ চিরংকর, সচিব প্রশান্ত, মিঃ জওহর লাল, প্রেসিডেন্ট, আরপিআই, উত্তর প্রদেশ এবং করুনা লংকার ভিক্ষু, পিস কম্পেইন গ্রুপ (Searching Committee Members: 1) Mr. Chirankar, Secretary 2) Mr. Prashant, Secretary 3) Mr. Jawhar Lal, President, RPI, UP and 4) Ven. Karuna Lankar Bhikkhu, PCG)। সুতরাং নতুন Searching Committee-এর সদস্যদের সাথে যোগাযোগ করে সহযোগীতা করার জন্য মিঃ কালি চরণ তালুকদার (চাকমা)-এর আত্মীয়দেরকে অনুরোধ করা গেল। বিঃ দ্রঃ নতুন করে গঠিত Searching Committee-এর ফটো Source   Monog...

এক বোতল দুধের দাম সাত লাখ টাকা!

Image
ভেনেজুয়েলার টাকার কোনো মূল্যই নেই। মুদ্রা সংকটও তীব্রতর হচ্ছে। সরকারের অর্থনৈতিক নীতির কারণে মানবিক বিপর্যয় নেমে এসেছে দেশটিতে। দক্ষিণ আমেরিকার এক দেশটিতে মুদ্রা বলিভারের দাম কমে গেছে এবং পণ্যের দাম আকাশ ছোঁয়া। দেশজুড়ে খাবার ও ওষুধের ঘাটতি। চলতি বছর বলিভারের দাম ৯৬ ভাগ কমে গেছে। গত সপ্তাহে এক মার্কিন ডলার ক্রয় করতে ৮৪ হাজার বলিভার খরচ করতে হয়েছে ভেনেজুয়েলার নাগরিকদের। এক বোতল দুধ কিনতেও তাদের এ পরিমাণ খরচ করতে হচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৮৮ হাজার ১২ টাকা। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলায় এক ডলার ক্রয় করতে খরচ হতো ৪১ হাজার ডলার। অথচ বছরের শুরুতে পুরো বিষয়টা অন্যরকম ছিল। তখন এক ডলার কিনতে খরচ হতো মাত্র ৩ হাজার ১০০ টাকা। ঋণে জর্জরিত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে মাত্র ১০ বিলিয়ন ডলার। ভেনেজুয়েলার মূল্যবৃদ্ধি হয়েছে ৪ হাজার শতাংশের কাছাকাছি!সূত্র : ইন্ডিয়া টুডে, সিএনএন বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজানা

কুমিল্লা লাকসামে কিডনী রোগে আক্রান্ত ছাফা নামের এক স্কুল ছাত্রীকে সু চিকিৎসার জন্য 21 লক্ষ টাকা দিলেন মিজানুর রহমান নামের এক সৌদি প্রবাসী "

Image
কুমিল্লা লাকসামে কিডনী রোগে আক্রান্ত ছাফা নামের এক স্কুল ছাত্রীকে সু চিকিৎসার জন্য 21 লক্ষ টাকা দিলেন মিজানুর রহমান নামের এক সৌদি প্রবাসী "" # যাদের  কোটি কোটি টাকা থাকার পরেও একবার পায়খানা করে তিনবার ফিরে তাকাই তাদের জন্য এটা এক ধরণের শিক্ষনীয় বিষয় """ একটু দয়াকরে শেয়ার করে সেই লেভেলের কোটিপতিদের লজ্জা দিন /// স্যালুট ভাই তোমায় , Source   MD Parvez Hassan ‎

শিশুর মাথায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ!

Image
                                                            প্রতীকী ছবি ২ বছরের শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ করা হয়েছে। কাউকে জানালে মা-মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে ফের একইভাবে ধর্ষণের চেষ্টা। ভয়াবহ এই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর টাউন থানার ইন্দা গোয়ালাপাড়ায়। ভুক্তভোগীর দাবি, দিন ১৫ আগে তিনি বাড়িতে একা ছিলেন। গভীর রাতে আতিস গোপ নামে এক প্রতিবেশী যুবক জোর করে তার বাড়িতে ঢোকে। কাউকে জানালে মা ও মেয়ে দু'জনকেই প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় আতিস। ভয়ের চোটে ওই নারী কাউকে কিছু জানাতে পারেননি। তার দাবি, বুধবার রাতে আতিস গোপ নামে ওই যুবক ফের তার বাড়িতে আসে। ফের একইভাবে ওই নারীকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তখন গৃহবধূ প্রাণপণে চিৎকার করে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালায় বলে অভিযোগ। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভ...

পাকিস্তানের সাথে চীনের পরমাণু চুক্তি

Image
                                                             প্রতীকী ছবি পরমাণু চুল্লি তৈরিতে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীন। এটিই হতে চলেছে পাকিস্তানের সঙ্গে তৃতীয় বৃহত্তম পরমাণু জ্বালানি কেন্দ্র। শুক্রবারই দুই দেশের মধ্যে এই বিষয়টি নিয়ে অন্তিম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০৩০ সালের মধ্যেই এটি চালু হবে। এই পরমাণু চুল্লিটি শুরু হলে পাকিস্তানের জ্বালানির চাহিদা পুরোপুরি পূরণ হয়ে যাবে। পাকিস্তানের জাতীয় বিদ্যুৎগ্রিডে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে এই পরমাণু চুল্লিটি থেকে। চায়না ন্যাশানাল নিউক্লিয়ার কর্পোরেশন (CNNC) এবং পাকিস্তানের অ্যাটোমিক এনার্জি কমিশন (PAEC)'র এই মধ্যে এই পরমাণু চুল্লি নিয়েই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৭/আরাফাত

আরাধ্যকে যাদের থেকে দূরে রাখবেন বচ্চন পরিবার

Image
বাবার জন্মদিনে প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন ঐশ্বরিয়া রাই। পাপারাত্জির নিরন্তর ক্যামেরার ফ্ল্যাশ নিয়ে বিরক্ত রাই রীতিমত চোটে গিয়েছিলেন ওইদিন। 'এটা কোনও প্রিমিয়ার নয়' বলে পাপারাত্জিকে ধমকেছিলেন রাই। সেই সঙ্গে তার চোখও যেন ছলছল করে ওঠে। আর রাই সুন্দরীর কান্না নিয়ে রীতিমত তোলপাড় হয়ে যায় বি-টাউনে। তারপরই কড়া সিদ্ধান্ত নিচ্ছেন বচ্চনরা! আর এবার থেকে আরাধ্যাকে পাপারাত্জির থেকে দূরে রাখা হবে। রাই কোনও সময়ই কাছছাড়া করেন না আরাধ্যাকে। মায়ের সঙ্গে থেকে পাপারাত্জিকে কীভাবে সামলে রাখতে হয়, তা বেশ ভালোভাবেই জানে ছয় বছরের ছোট্ট আরাধ্যা। পাশপাশি বচ্চন পরিবারের সদস্য হওয়ায়ও ক্যামেরার সঙ্গে ছোট থেকেই বেশ ভালো সখ্যতা আরাধ্যার। কিন্তু, এবার ক্যামেরার সামনে রাই-এর সঙ্গে আরাধ্যা, সেই ছবিতে বাধা দিতে চায় বচ্চন পরিবার। আর সেই সিদ্ধান্ত নাকি নিতে চলেছেন খোদ রাই সুন্দরী। ক্যামেরার অযথা ফ্ল্যাশের সামনে পড়ে যেভাবে কেঁদে ফেলেছেন ঐশ্বরিয়া ওই পরিস্থিতির মুখোমুখি যাতে আরাধ্যাকে না পড়তে হয়, সে বিষয়ে এবার সচেষ্ট হচ্ছেন রাই-রা। সেই কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে বি টাউনে। আরও ...

উখিয়ায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, আহত ৫

Image
উখিয়ার হলদিয়াপালং আঞ্চলিক সড়কে ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খাদে পড়ে চালক, হেলপার ও শ্রমিকসহ ৫জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।  উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, হলদিয়াপালংয়ে একটি ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খাদে পড়েছে। তবে দুঘর্টনায় পতিত ট্টাকটি জব্দ করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এ পর্যন্ত ও কোন অভিযোগ পাওয়া যায়নি। উখিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল হক জানান, ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। গ্রামীণ সড়কে ভারী পণ্য বোঝাই যানবাহন চলাচল নিষেধ থাকলেও তা মানছে না কেউ।  ইত্তেফাক/আরকেজি

মির্জাপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

Image
জমি দখলের জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামে গতকাল শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটেছে। আজ শনিবার মির্জাপুর থানা পুলিশ সূত্র ও ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গোড়াই গ্রামের খোরশেদ সিদ্দিকী (৫৬) ও প্রতিবেশী কাদের সিদ্দিকী, নাজিম মিয়া, মনিরুল, জহিরুল সিদ্দিকী, আইয়ুব মিয়া ও মাইন উদ্দিন গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। খোরশেদ সিদ্দিকী এই ভোগ দখল করে আসলেও প্রতিপক্ষরা ওই জমি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে। গতকাল শুক্রবার খোরশেদ সিদ্দিকী ও তার স্ত্রী রাবেয়া বেগম (৫০) বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ রাহিম, জহিরুল, কাদের, মাইন উদ্দিন, আইয়ুব, নাজিম ও মনিরুলসহ কয়েকজন তাদের ধরে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। তাদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে প্রতিপক্ষ নাজিম গং অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমি নিয়ে বি...

চতুর্থবার গোল্ডেন বুট জিতলেন মেসি

Image
চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট  জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। শুক্রবার বার্সেলোনায় এক অনুষ্ঠানে তার হাতে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে তিনি ইউরোপিয়ান গোল্ডেন  বুট  জিতেছিলেন ২০১০, ২০১২ ও ২০১৩ মৌসুমে। যৌথভাবে সবচেয়ে বেশি চারবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। তার সমান চারবার এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোও।  গত মৌসুমে লা লিগায় ৩৭ গোল করে মেসি। পর্তুগিজ লিগে ৩৪ গোল করে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পোর্টিং সিপির বাস দস্ত। ৩১ গোল নিয়ে সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিরেরে-এমরিক অবামেয়াং। চারে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি (৩০ গোল), পাঁচে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ (২৯ গোল)। ইত্তেফাক/ইউবি

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিকে স্বাগত জানিয়েছে ইইউ

Image
সহিংসতার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বৃহস্পতিবার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রোহিঙ্গাদের মানবিক সংকট কাটাতে এটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি এক বিবৃতিতে এমওইউ স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে বলেন, অবিলম্বে এই চুক্তির বাস্তবায়ন করতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এই চুক্তির বাস্তবায়নের বিষয়টি ইইউ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে রাখাইনের জন্য আনান কমিশনের করা সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছে ইইউ। ইত্তেফাক/সেতু

রোহিঙ্গা ইস্যুতে চীনের কাছে পিছিয়ে পড়েছে ভারত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন

Image
রোহিঙ্গা-কূটনীতির প্রশ্নে বাংলাদেশ, মিয়ানমার তথা দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু এক্ষেত্রে সফল হতে পারেনি দিল্লীর সাউথ ব্লক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চালকের আসনে এখন বেইজিং। সম্প্রতি রোহিঙ্গা সমস্যা নিয়ে চীন যে তিনটি সমাধানের পথ ঘোষণা করার পরে এমনটাই মনোভাব কূটনীতিকদের। বিশেষজ্ঞরা বলছেন, চীনের লক্ষ্য ভারতকে পিছনে ফেলে বাংলাদেশ এবং মিয়ানমারে প্রভাব বাড়ানো। পাশাপাশি আন্তর্জাতিক মহলে মানবাধিকার প্রশ্নে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করারও চেষ্টা করছে চীন।  তবে এখন চীন যে পথে সমস্যা নিরসনের কথা বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আগেই সেই কথা বলেছিলেন। তবে এক্ষেত্রে উদ্যোগী হয়নি সাউথ ব্লক। সেপ্টেম্বরে মিয়ানমার সফরে গিয়ে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং সে দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মিয়ানমারকে খুশি করার চেষ্টা করেছিলেন। কারণ, ভারতের বরাবরের আশঙ্কা মিয়ানমারকে খুশি রাখতে না পারলে দেশটি পুরোপুরি চীনের প্রভাবে চলে যাবে। গতকাল শুক্রবার আনন্দবাজার পত্রিকার এক খবরে এসব কথা বলা হয়েছে। মিয়া...

দেবে গেছে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের একাংশ

Image
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মনিয়া পুকুরের উত্তর পাশে মহাসড়ক দেবে গেছে। ওই এলাকার খণ্ডলের ঘাটাস্থ সোনায়ের খাল সংলগ্ন মহাসড়কে অন্তত ২০ ফুট দৈর্ঘ্য, ৮ফুট প্রস্থে প্রায় ১ফুট গভীরতায় দেবে গেছে। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে কয়েকহাজার যানবাহন চলাচল করে। শীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাসড়কের খাল সংলগ্ন অংশ দেবে গেছে। এক বছর পূর্বে মহাসড়কটি রক্ষায় টিন ও খুঁটি দিয়ে প্রাচীর নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যস্ত মহাসড়কে অব্যাহত যানচলাচলের ফলে মহাসড়ক সংলগ্ন খালের কিছু অংশ ধসে মাটি সরে গেছে। এর ফলে মহাসড়কে অন্তত ২০ ফুট দৈর্ঘ্য, ৮ফুট প্রস্থে প্রায় ১ফুট গভীরতায় দেবে গেছে। প্রতিদিন কোন না কোন দ্রুতগামী যানবাহন এ অংশে এসে দুর্ঘটনায় শিকার হচ্ছে। স্থানীয়রা চালকদের সতর্ক করার জন্য দেবে যাওয়া অংশে ছোট্ট খুঁটিতে লাল ফিতা বেঁধে দিয়েছে। মইনুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, সপ্তাহ পূর্বে দেবে যাওয়া অংশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে প্রায় পড়ে যায়। পরে রেগার দিয়ে তা টেনে তোলা হ...

মোদির গ্রামে ওয়াই–ফাই আছে টয়লেট নেই

Image
পয়োনিষ্কাশনের এই নালাটি খোলাই পড়ে থাকে। ছবি: বিবিসির সৌজন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকে পরিচ্ছন্ন ভারতের প্রচার চালিয়ে আসছেন। তবে নিজ রাজ্য গুজরাটের ভাদনগরের চিত্র সেই কর্মসূচি ম্লান করে দিয়েছে। সেখানে বেশির ভাগ বাড়িতেই টয়লেট বা শৌচাগার নেই। ভাদনগরে গিয়ে নারীদের সঙ্গে কথা বলে তাঁদের এমন অভিজ্ঞতাই তুলে ধরেছেন বিবিসির প্রতিনিধি প্রিয়াঙ্কা দোবে। গুজরাটের মেহসানা এলাকার ভাদনগরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম ও বেড়ে ওঠা। ঐতিহাসিক গুরুত্বের জন্য এই এলাকাকে পর্যটনকেন্দ্রে উন্নয়নের কাজ চলছে। মেহসানা এলাকার রোহিত ভাস গ্রামে দলিত সম্প্রদায়ের বাস। সেখানে ঢোকামাত্র প্রিয়াঙ্কার স্মার্টফোনে বার্তা আসে, তিনি ভাদনগর ওয়াই–ফাই জোনে আছেন। কিন্তু শৌচাগারের খোঁজ করলে গ্রামের নারীরা তাঁকে নিয়ে যান খোলা মাঠে। বাসিন্দারা জানান, রোহিত ভাস গ্রামে নারী ও পুরুষের প্রাকৃতিক কাজ সারার জন্য আলাদা দুটি খোলা জায়গা রয়েছে। সেখানেই রোজ সকালে এই কাজ সারতে হয় তাঁদের।   ভাদনগর গ্রামের এই নারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শৌচাগার নির্মাণের দ...

রাণী মাতা -ইয়ান ইয়ান ধূপশিলের মতই মধ্যপাড়ার তঞ্চংগ্যা মহিলারা তাঁদের হাতে বোনা তঞ্চংগ্যা কাপড় পরিয়ে

Image
ধূপশিলের মতই মধ্যপাড়ার তঞ্চংগ্যা মহিলারা তাঁদের হাতে বোনা তঞ্চংগ্যা কাপড় পরিয়ে যাত্রাপথের পরের গ্রাম ডাউন-এর উদ্দেশ্যে বিদায় দিলেন। এই গ্রামে অন্য গ্রামগুলোর মতই যে প্রকল্পের সূত্রে রাজাবাবুর সাথে পরিদর্শন সফরে যাওয়া, সেই প্রকল্পের অধীনে সহযোগিতাপ্রাপ্ত গ্রামবাসীদের সাথে সাক্ষাৎ হল। প্রকল্পের দাদাদের অনেক অনুরোধ সত্ত্বেও মহিলারা সামনে বসেননি। মিটিং-এর এক পর্যায়ে রাজাবাবু বিশেষ করে সুযোগ দিলেন তাঁদের আর তরুণ তরুণী যুবাদের কথা বলার। লজ্জা শঙ্কা অনভ্যাস কাটিয়ে কেউ কথা বলেননি। অত ্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। এর আগেও যতবার যত জায়গায় গিয়েছি, সে প্রত্যন্ত গ্রামে হোক আর উপজেলা সদরে হোক, একবার দুইবার বাদে উল্লেখযোগ্য কোন ব্যতিক্রম দেখিনি। এরকম পরিস্থিতিতে আমরা একটা কাজ করি। আনুষ্ঠানিক মিটিং আলাপ শেষে আমি তাঁদের ঝাঁকে টুপ করে ঢুকে পড়ি। কথা বলি। নিজের ভাঙ্গা চাকমা শুনে নিজেই হাসতে হাসতে কাত, তাঁদের কথা নাই বলি। হাসি সব বাঁধ ভেঙ্গে দেয়। সব। তাঁদেরও বাঁধ ভেঙ্গে যায়। তাঁরাও কথা বলেন। যে কথাগুলি শোনা দরকার, যে কথাগুলি এতক্ষণ কথা বলা গ্রামের পুরুষ সদস্যদের কথাগুলোর মতই সমান গুরুত্বপূর্ণ। য...

মুক্তি পেলেন হাফিজ সাঈদ

Image
পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী ছিলেন হাফিজ সাঈদ। ফাইল ছবি পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদ গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। পাকিস্তানের একটি আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিবিসি ও এনডিটিভির খবরে বলা হয়, ১০ মাস গৃহবন্দী থাকার পর পাঞ্জাব সরকার মঙ্গলবার হাফিজ সাঈদকে প্রাদেশিক রিভিউ আদালতে হাজির করে আটকাদেশ বাড়ানোর আবেদন করেছিল। কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, যদি হাফিজ সাঈদকে মুক্তি দেওয়া হয় তাহলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু আদালত তাঁর আদেশে বলেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে যদি অন্য কোনো মামলার পরোয়ানা না থাকে, তবে তাঁকে মুক্তি দিতে হবে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ছবি: এএফপি পাকিস্তানের ইসলামি সংগঠন জামা...

খামেনিকে ‘নব্য হিটলার’ বললেন সৌদি যুবরাজ

Image
                         যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের নতুন হিটলার’ বলে আখ্যা দিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বৃহস্পতিবার  নিউইয়র্ক টাইমস  পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি খামেনিকে এ আখ্যা দেন। বৈরী দেশ দুটির মধ্য ক্রমবর্ধমান বাগ্‌যুদ্ধের ধারাবাহিকতায় যুবরাজ মোহাম্মদ এই উত্তেজনাকর মন্তব্য করলেন। সিরিয়া, ইয়েমেনসহ এতদঞ্চলে পরস্পরের প্রতিদ্বন্দ্বী পক্ষকে সমর্থন জুগিয়ে আসছে সুন্নি মুসলিম-অধ্যুষিত সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। সৌদি আরবের যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দেন যে, আয়াতুল্লাহ আলী খামেনির অধীন ইরান যেভাবে আঞ্চলিক ‘আধিপত্য বিস্তার করে চলেছে’, তা প্রতিহত করতে হবে। যুবরাজকে উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, ‘আমরা ইউরোপ থেকে এ শিক্ষাই পেয়েছি, আত্মতুষ্টি কাজে আসে না। আমরা ইরানে “নতুন হিটলার” দেখতে চাই না; যাতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সংঘটিত ঘটনাবলির পুনরাবৃত্তি না ঘটে।’ সম্প্রতি স...