কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে মরিয়া

Image may contain: 4 people, people smiling, people standing, suit and outdoor
কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে মরিয়া
৮ই নভেম্বর ২০১৭ সালে ভারতীয় প্রদেশ উত্তর প্রদেশের শহর মুরাদাবাদ এলাকা থেকে তীর্থ যাত্রী মিঃ কালি চরণ তালুকদার (চাকমা) নিখোঁজ হন। তাকে খুঁজে বের করতে তার পুত্র এবং এক আত্মীয় গিয়েছিলেন। কিন্তু তারা খুঁজে পেতে ব্যর্থ হয়ে স্বদেশ ফেরার পথে! তাই, অদ্য ২৪শে নভেম্বর ২০১৭ সালে নিখোঁজ কালি চরণ তালুকদার (চাকমা)-কে খুঁজে পেতে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী মিঃ রাম দাস আতাওয়ালে (Minister Ram Das Athawale)-এর বাসায় একটি টিম গঠিত হয়। টিমের মধ্যে রয়েছেন সচিব মিঃ চিরংকর, সচিব প্রশান্ত, মিঃ জওহর লাল, প্রেসিডেন্ট, আরপিআই, উত্তর প্রদেশ এবং করুনা লংকার ভিক্ষু, পিস কম্পেইন গ্রুপ (Searching Committee Members: 1) Mr. Chirankar, Secretary 2) Mr. Prashant, Secretary 3) Mr. Jawhar Lal, President, RPI, UP and 4) Ven. Karuna Lankar Bhikkhu, PCG)।
সুতরাং নতুন Searching Committee-এর সদস্যদের সাথে যোগাযোগ করে সহযোগীতা করার জন্য মিঃ কালি চরণ তালুকদার (চাকমা)-এর আত্মীয়দেরকে অনুরোধ করা গেল।
বিঃ দ্রঃ নতুন করে গঠিত Searching Committee-এর ফটো
Source  Monogeet JummaJUMMA NATION

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা