Posts

Showing posts from September 16, 2019

সংঘাতের শুরুতেই মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব: ইরান

Image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি থেকে চারদিকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন,“মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তাদের বিমানবাহী জাহাজ ও অন্যান্য রণতরী আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ২,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও মার্কিন ঘাঁটি ইরানের হামলার আওতামুক্ত নয়।” তিনি বলেন, “তারা (আমেরিকানরা) ভেবেছে রণতরীগুলো নিয়ে তারা যদি ইরানের পানিসীমা থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকতে পারে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের নাগাল পাবে না। কিন্তু (বাস্তবতা হচ্ছে) তারা কোথায় আছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সংঘাত শুরু হলে প্রথমেই আমরা তাদের রণতরীগুলোতে হামলা চালাব।” জেনারেল হাজিযাদে বলেন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষে রয়েছে ইরান এবং আন্তর্জাতিক পরিসরেও ইরানে...

ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানিয়ে কিমের চিঠি

Image
জুন মাসে পানমুনজমে তৃতীয়বারের মতো বৈঠকে অংশ নেন কিম-টাম্প। রয়টার্সের ফাইল ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। আগস্ট মাসে এই চিঠি পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র আজ সোমবার জানিয়েছে, ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে গত আগস্ট মাসে এ নিয়ে দ্বিতীয় চিঠি পৌঁছেছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের বিষয়ে স্থগিত আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর বেশ কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা স্থগিত রয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে ট্রাম্পকে দেওয়া দ্বিতীয় চিঠিতে কিম আরও একটি শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক...

ছেলের বউয়ের ধাক্কায় প্রাণ গেলো শ্বশুরের

Image
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। ছবি: সংগৃহীত ছেলের বউয়ের ধাক্কায় শ্বশুর আব্দুল আজিজ মোল্লা (৬৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর  উপজেলার খড়ে মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মোল্লা (৬৫) উপজেলার খড়ে মান্দারতলা গ্রামের মৃত মজিবর মোল্লার ছেলে। থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, আব্দুল আজিজ মোল্লার সঙ্গে তার স্ত্রী রোকেয়া খাতুনের (৫৫) ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছেলে বউ আখি খাতুন (২৭) শাশুড়ির পক্ষ নিয়ে উভয় মিলে আজিজ মোল্লাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে মৃত্যু বরণ করেন। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে মহেশপুর থানার এসআই নীরব লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। এছাড়া শ্বাশুড়ি ও ছেলে বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। আরো পড়ুন:  বিদ্যালয়ে গরুর হাট, ব্যাহত হচ্ছে পাঠদান মহেশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ইত্তেফাক/বিএএফ

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১১

Image
প্রতীকী ছবি সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। যুক্তরাজ্য সমর্থিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং বার্তা সংস্থা থিকা জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে রিয়া নামক স্থানে হতাহতের এ ঘটনা ঘটে।  রিয়া অঞ্চলটি তুর্কি সমর্থিত বিদ্রহীদের দখলে রয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বিডি প্রতিদিন/আরাফাত

হিজবুল্লার নতুন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে সব ধরনের যুদ্ধজাহাজ

Image
হিজবুল্লাহর নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা সব ধরনের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছে হিজবুল্লাহ। টুইটারের নতুন একটি ছবি পোস্ট করে সেখানে হিজবুল্লাহ বলেছে, এই অস্ত্র সব ধরনের সামরিক যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি যুদ্ধ জাহাজে যেসব সেনা থাকবে তাদের সবাই এতে নিহত হবে। হিজবুল্লাহর এই টুইটার বার্তা ইসরায়েলের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এসব গণমাধ্যম বলছে, হিজবুল্লার এই ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেড় মাস আগে উন্মোচন করা হয়েছে। ২০০৬ সালের যুদ্ধের সময় ইসরায়েলের এই যুদ্ধ জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হিজবুল্লাহ ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে সময় হিজবুল্লাহর যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। গত মাসে হিজবুল্লাহ তার ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ...

রাশিয়ার এস-৪০০ এর দ্বিতীয় চালান তুরস্কে

Image
রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে বলেছেন জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। রবিবার তিনি বলেন, ২০২০ সালের এপ্রিল মাসে এই প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় ও কার্যকর করা হবে। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তুরস্কের কেনা নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর প্রতিরক্ষা নীতির সাথে এস-৪০০ কেনা সঙ্গতিপূর্ণ নয় এবং লকহিড মার্টিনের এফ-৩৫ ‘স্টিলথ’ যুদ্ধবিমানের জন্যও হুমকিস্বরূপ। এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও জুলাই মাসে প্রতিরক্ষাব্যবস্থাটির প্রাথমিক যন্ত্রাংশগুলো আঙ্কারায় পৌঁছে দেয়া হয়েছিল। তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আঙ্কারা এখন পর্যন্ত ওয়াশিংটনের সতর্কতাকে বাতিল করে দিয়েছে। এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আঙ্কারায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান সরবরাহ সম্পন্ন হয়েছে। সূত্র: এনডিটিভি, রয়টার্স বিডি প্রতিদিন/কালাম

মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় তিন ইন্দোনেশিয়ান নাগরিক শনাক্ত

Image
মালয়েশিয়ায় মো. শামীম (৩৩) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজন ইন্দোনেশিয়ান নাগরিককে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন কুয়ালালামপুরের তদন্ত কর্মকর্তা। এর আগে, রবিবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট এলাকায় একটি প্রাইভেটকারের মধ্যে রক্তাক্ত অবস্থায় শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের মুখ, হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাতুক সেরি মজলান। এ বিষয়ে যদি কারও কোনো তথ্য জানা থাকে তাহলে সিনিয়র ইনভেস্টিগেটর অফিসার খায়রুলের ০১৯-২৭৬৯১১৭ নম্বরে অথবা কুয়ালালামপুর পুলিশ লাইনের ০৩-২১৪৬ ৯৯৯৯ নম্বরে বা নিকটবর্তী কোনো থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। রবিবার ময়নাতদন্তের জন্য লাশ কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয় এবং আজ সোমবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিহত শামীম মুন্সীগঞ্জের আকল মেঘ এলাকার মো. মুকলেস সোয়ালের ছেলে। তিনি মালয়েশিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা গেছে। মামলার তদন্ত প্র...

চার সন্তানের বাবা, তবুও বিয়ের সময় হয়নি রোনালদোর!

Image
  ফুটবল বিশ্বে বর্তমানে আলোচিত নাম পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো বিয়ে না করলেও চার সন্তানের বাবা হয়ে গেছেন রোনালদো। তবে সম্প্রতি রোনালদো জানিয়েছেন, শিগগিরই কোনো একদিন বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন তিনি। ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজের বিয়ের জন্য সম্প্রতি প্রেমিকা জর্জিনাকে নিয়ে ইতালির একটি চার্চ পরিদর্শনেও যান। ধারণা করা হচ্ছে এই চার্চেই বিয়ে করবেন তারা। ১৯৬৯ সালে ‘ইতালিয়ান জব’ সিনেমায় ব্যবহৃত হয় এই চার্চটি। তুরিনের ‘দ্য মাদার অব গড’ নামের এই চার্চের ভেতরে অনেকটা সময় কাটান রোনালদো-জর্জিনা জুটি।  জানা যায়, ২০১৬ সালে গুক্কি-র একটি দোকানে বিক্রয় প্রতিনিধি জর্জিনার সঙ্গে প্রথম দেখা হয় রোনালদোর। সেখান থেকেই মোটামুটি পরিচয়ের শুরু দুজনের। এরপর থেকেই ভালো লাগা এবং ভালোবাসা। ২০১৭ সালে হঠাৎ রোনালদো ঘোষণা দেয়, তার জমজ বাচ্চা হয়েছে। জর্জিনা তাদের মা না হয়েও একেবারে নিজের সন্তানের মতো করে তাদের এখনো লালন-পালন করে যাচ্ছেন। এর কিছুদিন পরেই নিজেদের জমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। এখন চার সন্তান নিয়ে ভালোই আছেন তারা। বিয়ের ব্যাপারে গণমাধ্যমকে রোনালদো জানিয়েছে...

বাংলাদেশে এসেছেন ভারতের কোস্ট গার্ড মহাপরিচালক

Image
ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন। ছবি ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ সফর করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে দুজন প্রতিনিধি রয়েছেন। সফরকালে মহাপরিচালক বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নৌবাহিনী প্রধান ও কোস্ট গার্ডের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি ভারত ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। আরও পড়ুন :  সাদের সমর্থনে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের রাজু বাংলাদেশে ভারতীয় কোস্ট গার্ড প্রধানের এই সফর সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ইত্তেফাক/কেআই

সৌদিতে হামলার পর বাড়লো তেলের দাম

Image
হামলার পর জ্বলছে আবকাইক তেলক্ষেত্র। ছবি: সংগৃহীত সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার পর অপরিশোধিত জ্বালানি  তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর দাম আবারো কমে আসে। গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরামকোর তেলক্ষেত্র দুইটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় তেলক্ষেত্রে। আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত তেলক্ষেত্র দুইটি। এখান থেকে পুনরায় তেল উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। আরামকো বিশ্বের সবচেয়ে বড়ো তেল কোম্পানি। বিশ্বের চাহিদার ১০ ভাগ উৎপাদন করে আরামকো। সৌদির খুরাইসে বিশ্বের মোট চাহিদার ১ শতাংশ তেল উৎপন্ন হয়, আর আবকাইক তেল শোধনাগার বিশ্বের সরবরাহের ৭ শতাংশ তেল জোগান দেওয়ার ক্ষমতাসম্পন্ন। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় জ্বালান...