ছেলের বউয়ের ধাক্কায় প্রাণ গেলো শ্বশুরের

ছেলের বউয়ের ধাক্কায় প্রাণ গেলো শ্বশুরের
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। ছবি: সংগৃহীত
ছেলের বউয়ের ধাক্কায় শ্বশুর আব্দুল আজিজ মোল্লা (৬৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খড়ে মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ মোল্লা (৬৫) উপজেলার খড়ে মান্দারতলা গ্রামের মৃত মজিবর মোল্লার ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, আব্দুল আজিজ মোল্লার সঙ্গে তার স্ত্রী রোকেয়া খাতুনের (৫৫) ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছেলে বউ আখি খাতুন (২৭) শাশুড়ির পক্ষ নিয়ে উভয় মিলে আজিজ মোল্লাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে মৃত্যু বরণ করেন। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে মহেশপুর থানার এসআই নীরব লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। এছাড়া শ্বাশুড়ি ও ছেলে বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইত্তেফাক/বিএএফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা