Posts

Showing posts from February 11, 2018

৩৬ ঘণ্টা পর জঙ্গি মুক্ত সুঞ্জোয়ান সেনা ঘাঁটি, নিহত বেড়ে ১০

Image
৩৬ ঘণ্টা পর রবিবার বিকালে জঙ্গি মুক্ত হল ভারতের জম্মু-কাশ্মীরের সুঞ্জোয়ান সেনা ঘাঁটি। এর আগে, সেনা ও জঙ্গির মধ্যে গোলাগুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জনই সেনা সদস্য। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে জঙ্গি সংগঠন জয়শ-ই-মুহম্মদ’এর ৪ সদস্যও নিহত হয়েছে।  রবিবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ এ কথা জানিয়ে বলেন, ‘জম্মু শহরে সুঞ্জোয়ানে সেনা শিবিরে শনিবার থেকে চলা এই অভিযানে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। গোলাগুলির মধ্যে পড়ে এক সেনা সদস্যের পিতা নিহত হয়েছেন এবং তিনজনের বেশি জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে’। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৫৬ রাইফেল, গ্রেনেড লঞ্চার, প্রচুর গোলাবারুদ এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।  হামলার তদন্তে সুঞ্জোয়ান সেনা শিবিরে পৌঁছেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র প্রতিনিধি দল। এদিকে হামলার নিন্দা করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট করে রাহুল জানান, ‘জম্মুতে আমাদের সেনা শিবিরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে সকল ভারতীয়দের উচিত আমা...

যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

Image
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, একটি পারিবারিক ঝগড়ার ঘটনায় ৯১১ নাম্বারে ফোন করা হয়েছিল। ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সাথে সাথে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। অপর কর্মকর্তা ৫৪ বছর বয়সী অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।  এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।  পুলিশ প্রধান আরও বলেন, তারা দুইজন আমাদের অন্যতম সেরা কর্মকর্তা ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমত সাড়াও দিয়েছিলেন। ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।  ওহাইও পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ...

বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর আর নেই

Image
পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জ্যেষ্ঠ আইনজীবী আসমা জাহাঙ্গীর মারা গেছেন। আজ লাহোরে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই মারা যান তিনি।  মানবাধিকার রক্ষায় তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। এ কাজে তাকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তাতে আসমা জাহাঙ্গীর অবিস্বরণীয় হয়ে থাকবেন।  আসমা জাহাঙ্গীর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। কিনেয়ার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮০ সালে তিনি লাহোর হাইকোর্ট ও ১৯৮২ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন। এরপর প্রথমবারের মতো একজন নারী হিসেবে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন।  জেনারেল জিয়াউল হকের সময়ে ১৯৮৩ সালে তিনি প্রথম গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেন। ২০০৭ সালে জেনারেল পারভেজ মোশারর...

কাশ্মীরে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৬, আহত ৯

Image
ফাইল ছবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সানজোয়ান সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচ সৈন্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার ভোরে কয়েকজন বন্দুকধারী ওই ক্যাম্পে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে এ হত্যাকাণ্ড চালায়। এর আগে, প্রাথমিকভাবে এতে এক জুনিয়র কর্মকর্তা নিহত হওয়ার খবর মিললেও রবিবার সকালে সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত পাঁচ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকেরও। এছাড়া আহত হয়েছেন আরও নয়জন। এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বলা হচ্ছে, হামলাকারী জয়শ-ই-মোহাম্মদের চার সদস্যও নিহত হয়েছে। তবে সেনা ক্যাম্পের ভেতরে আরও দু-তিনজন সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে। তাদের ধরার জন্য এখনও অভিযানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সংবাদমাধ্যম জানাচ্ছে, হামলার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। কাশ্মীরের ওই ক্যাম্প সংলগ্ন স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কাশ্মীরের পুলিশ কর্মকর্তা এসডি সিং জামওয়াল সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে ক্যাম্পে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নজরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটি স...

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরে কিমের আমন্ত্রণ

Image
পারমাণবিক ইস্যুতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। তবে এরই মাঝে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে পিয়ংইয়ং সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট মুন বলেছেন, দুই কোরিয়ার এটি বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে উত্তর কোরিয়াকে উৎসাহিতও করেছেন তিনি। প্রসঙ্গত, যদি প্রেসিডেন্ট মুন এই আমন্ত্রণে সাড়া দেন তাহলে এটি এক দশকেরও বেশি সময় পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে এটাই প্রথম শীর্ষ সম্মেলন হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর সিউলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুপক্ষের এক মাইলফলক বৈঠকে হাতে লেখা ঐ আমন্ত্রণটি হস্তান্তর করেন কিমের বোন কিম ইয়ো জোং।  সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

খালেদার আপিল ও জামিন আবেদন হচ্ছে না আজ

Image
ফাইল ছবি দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এই সাজার বিরুদ্ধে আজ রবিবার উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করতে পারছেন না তার আইনজীবীরা। তাই আরও কয়েকদিন কারাগারে থাকতেই হচ্ছে বিএনপির চেয়ারপারসনকে।  এ ব্যাপারে গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিনই তার আইনজীবী আবদুর রেজ্জাক খান সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছি। রায়ের অনুলিপি পেলে আগামী রবিবার আমরা এ মামলার আপিল করব। আমরা বিচারকের সইসহ রায়ের একটি ফটোকপি চেয়েছি। সেটা পেলেও আমরা আপিল করব।’ ওইদিনই মামলার সার্টিফাইড কপি পেতে খালেদার আইনজীবীরা আদালতে আবেদন করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।  বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

আফরিনে তুর্কি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই সেনা

Image
সিরিয়ায় আফরিন অঞ্চলে তুর্কি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে এ হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে তুর্কি জেনারেল স্টাফ শনিবার জানিয়েছে। কয়েক দিন বিরতির পর আফরিন এলাকায় বিমান হামলা শুরুর মাত্র একদিন পরই এটি বিধ্বস্ত হলো। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের চড়া মূল্য দিতে হবে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে কারা জড়িত সে কথা উল্লেখ করেননি তিনি। প্রধানত ওয়াইপিজিকে লক্ষ্য করে গত মাসের ২০ তারিখে এ হামলা শুরু করেছিল তুরস্ক। ইদলিবে সন্ত্রাসীরা রুশ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর হামলা বন্ধ রেখেছিল তুরস্ক। মস্কোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সুযোগ করে দেয়ার জন্য হামলা বন্ধ রাখা হয়েছিল। তুরস্ক দাবি করছে, তুরস্ক বিরোধী গেরিলাদের সঙ্গে ওয়াইপিজির যোগসাজশ রয়েছে। বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

সৌদি নারীদের বোরকা না পরলেও চলবে: ধর্মীয় নেতার ফতোয়া

Image
গত মাস থেকে দেশটিতে মেয়েদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে সৌদি আরবের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, সেদেশে মেয়েদের 'আবায়া' বা বোরকা পরতেই হবে এমন কোন ব্যাপার নেই। মেয়েদের আব্রু বজায় রেখে পোশাক পরতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের আবায়া পরতে হবে। সৌদি আরবে মেয়েরা পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা যে ঢিলেঢালা আচ্ছাদন ব্যবহার করে, তাকে আবায়া বলে। সেখানে আবায়া না পরে বাইরে যেতে দেখা যায় কম মহিলাকেই। সেখানে এটি পরা আইনত বাধ্যতামূলক। কিন্তু সৌদি আরবের 'কাউন্সিল অব সিনিয়র স্কলারস' বা সবচেয়ে বয়েজ্যোষ্ঠ ধর্মীয় চিন্তাবিদদের কাউন্সিলের সদস্য শেখ আবদুল্লাহ আল মুতলাক বলেছেন, এটার দরকার নেই। সৌদি সমাজে যখন নানা রকম সংস্কারের চেষ্টা চলছে, তখনই একজন শীর্ষ ধর্মীয় নেতা এ ধরণের একটি ধর্মীয় ব্যাখ্যা হাজির করলেন। শেখ আবদুল্লাহ আল মুতলাক শুক্রবার বলেন, "মুসলিম বিশ্বের ৯০ শতাংশ মহিলাই 'আবায়া' পরেন না। কাজেই আমাদেরও উচিৎ হবে না মেয়েদের এটা পরতে বাধ্য করা।" সৌদি আরবে এই প্রথম উচ্চ পদের কোন ধর্মীয় নেতার মুখে এরকম কথা শোন...

'উত্তেজক নৃত্য', মিশরে বহিষ্কৃত রুশ বেলি ড্যান্সার!

Image
সংগৃহীত ছবি নৃত্য বা নাচের মূল আকর্ষণ সুন্দরী ড্যান্সারদের ইন্দ্রজাল ছড়ানো উত্তেজনাপূর্ণ পারফরমেন্স। আর সেই ক্ষেত্রে 'বেলি ড্যান্স' বেশ জনপ্রিয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই নাচের কদর বেশি। 'বেলি ড্যান্সের আবেদনময়ী  নৃত্যকলায় ঝড় তুলেন শিল্পীরা। তবে এবার উল্টো পথেই হাটলো মিশর। সম্প্রতি একাতেরিনা আন্দ্রিভা নামের এক রুশ বেলি ড্যান্সারকে বহিষ্কার করেছে মিশর। তাদের দাবি, আন্দ্রিভার নাচ 'অতিমাত্রায় উত্তেজক'। সে কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।  মঞ্চে আন্দ্রিভা 'গওহারা' নামেই পরিচিত। আরবি ভাষায় এ শব্দের অর্থ রত্ন। সম্প্রতি একটি নাইটক্লাবে তার বেলি ড্যান্সের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে তার সাজ-পোশাক এবং নাচের ভঙ্গিমা অতিমাত্রায় উত্তেজনা ছড়ায় বলে মনে করেছে কর্তৃপক্ষ। এ কারণে তাকে আটক করা হয়।  তদন্তে বলা হয়, আন্দ্রিভা ওই পারফরমেন্সে এমন পোশাক পরেছিলেন যা কিনা খুব বেশি খোলামেলা এবং উত্তেজক ছিল।  মিশরের ট্যুরিজম অ্যান্ড অ্যান্টিকুইটিস পুলিশ জানায়, ৩১ বছর বয়সী ওই নৃত্যশিল্পী এমন পোশাক পরেছিলেন যেখানে বেলি ড্যান্সারের পোশাকের মানদণ্ড ...

ট্রাক্টর চালক কুকুর!

Image
প্রশিক্ষণ পেলে পোষা প্রাণিরা অসাধারণ সব কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দেয়। এবার এমনই এক চতুর কুকুরের কথা জানা গেছে। নাম তার ‘র্যাম্বো’। উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা আলবার্ট রেইডের সার্বক্ষণিক সঙ্গী র্যাম্বো। অন্য কুকুরদের মতোই র্যাম্বো মনিবের খুব বিশ্বস্ত। তবে র্যাম্বোর একটি বিশেষ গুণ হলো, মনিবের কৃষিকাজে নিয়মিত সাহায্য করে। কৃষক আলবার্ট যখন ট্যাক্টর চালিয়ে জমি চাষ করেন, বীজ বপন করেন এমনকি ফসল কেটে ঘরে তোলেন সব সময়ই মনিবের সাথে থেকে কাজ করে। একজন দক্ষ ট্রাক্টর চালকের মতোই মনিবের ট্রাক্টর চালনায় পারদর্শী র্যাম্বো। র্যাম্বো সম্পর্কে আলবার্ট বলেন, কেউ বিষয়টি বিষয়টি বিশ্বাস করতে চায় না। কিন্তু র্যাম্বোর কাজ দেখার পরে সবাই অবাক হয়, কেউ কেউ ছবি তোলে, ভিডিও করে। তবে নিজে থেকে ট্রাক্টরে উঠতে পারে না র্যাম্বো। তাকে ট্রাক্টরে তুলে দেয়ার পর আলবার্টকে আর কিছু বলতে হয় না। জমি চাষ দেয়ার সময় নিজেই দক্ষ চাষির মতো ট্রাক্টর চালায়। -মিরর ইত্তেফাক/নূহু